কলকাতা, 19 অক্টোবর: দেবীপক্ষের শহরে আগুনে পুড়ে মৃত্যু গৃহবধূর ৷ ঘটনার জেরে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার হন পেশায় স্কুলশিক্ষক সূর্যকান্ত তিওয়ারি ৷ ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকায়। জানা গিয়েছে, বিভিন্ন কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ সেই থেকে এই খুন বলে মনে করছে পুলিশ ৷ তদন্তকারীদের সন্দেহ, আগাম ষড়যন্ত্র করেই গৃহবধূর গায়ে আগুন লাগিয়েছেন স্বামী। শুধু তাই নয়, প্রথমে বিষয়টি দুর্ঘটনা বলে চালাবার আপ্রাণ চেষ্টাও চালিয়েছিলেন অভিযুক্ত। তবে শেষরক্ষা হয়নি।
কয়েকদিন আগে বউবাজার থানার পুলিশ জানতে পারে, ওই এলাকায় এক গৃহবধূ অগ্নিগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি ৷ ওই বধূর মৃত্যু হয় ৷ পরে মৃতদেহটি দেখে সন্দেহ হয় কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের ৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পুলিশ এক প্রকার নিশ্চিত হয় যে ঘটনার নেপথ্যে অন্য কোনও বিষয় রয়েছে ৷
আরও পড়ুন: মধ্যমগ্রামে নৃশংসতা, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুন পনির বিক্রেতার
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার আগে বেশ কয়েকবার শারীরিকভাবে নিগ্রহও করা হয়েছিল ৷ দেহে কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে ৷ এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ঘটনাস্থলে গিয়ে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ঘটনার নেপথ্যে অন্য কোনও গোলমাল রয়েছে ৷
এরপরই স্বামী পেশায় ঢাকুরিয়ার একটি স্কুলের শিক্ষক সূর্যকান্ত তিওয়ারিকে আটক করে পুলিশ ৷ তাঁকে থানায় নিয়ে এসে রাতভর জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ৷ জেরার মুখে অভিযুক্ত স্বামী পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেন ৷ তিনি জানান, মাত্র চার মাস আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ওই মহিলার সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ কিন্তু বিয়ের পর থেকেই সাংসারিক ঝামেলা লেগে থাকত ৷
এই অবস্থায় তিনি একেবারে ঠান্ডা মাথায় স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেন, যাতে পুলিশের সন্দেহ না হয় ৷ তার জন্য ঘরের বেশ কিছু আসবাবপত্রও ইচ্ছাকৃত পুড়িয়ে দিয়েছিলেন স্কুল শিক্ষক সূর্যকান্ত তিওয়ারি ৷ এমনভাবে সব কাজ করেছিলেন, যাতে পুলিশ ঘটনাস্থলে এলে তিনি বলতে পারেন ঘরে আগুন লেগে গিয়েছিল ৷ কিন্তু সেই সময় তিনি ছিলেন না ৷ আর ওই আগুনেই তাঁর স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন ৷ সেই থেকে তাঁর মৃত্যু হয় ৷
এরপরেই অভিযুক্ত স্বামী সূর্যকান্ত তিওয়ারিকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ ৷ পাশাপাশি গোরক্ষপুর থেকে কলকাতায় পৌঁছন গৃহবধূর বাড়ির সদস্যরাও ৷ তাঁরা অভিযোগ করেন, সূর্যকান্ত তিওয়ারি প্রতিনিয়ত তাঁর উপর অত্যাচার করত ৷
আরও পড়ুন: বন্ধুকে খুন! স্কুটিতে দেহ নিয়ে গুয়াহাটির রাস্তায় ছুড়ে ফেলল অভিযুক্ত