কলকাতা, 27 মে : এবার পুলিশের জালে ধরা পড়ল সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, জেরা করার নামে অপহরণ এবং মোটা টাকার তোলা আদায়ের কাজে জড়িত 10 জন ৷ এদের মধ্যে রয়েছেন নামী সংবাদ মাধ্যমের সাংবাদিক অভিষেক সেনগুপ্ত ও তার ঘনিষ্টরা ৷ এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজন ফেরার ৷ কলকাতা পুলিশের অভিযান জারি রয়েছে ৷
খুব সম্প্রতি ধৃতরা সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতার এক ব্যবসায়ীকে জেরা করার নামে তুলে নিয়ে যায় ৷ তারপর তাঁর কাছে 2 কোটি টাকা চায় ৷ পরে তা কমিয়ে 15 লাখ টাকায় রফা হয় ৷ ওই 15 লাখ টাকা নেওয়ার পর ব্যবসায়ীকে ছেড়ে দেয় ধৃতরা ৷ ঘটনায় মূল পান্ডা ছিল অভিষেক ৷
আরও পড়ুন : কাল নারদ মামলায় অভিযুক্তদের জামিনে স্থগিতাদেশ পুনর্বিবেচনার শুনানি
এরপর কসবা থানায় ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীর স্ত্রী ৷ ঘটনার কথা জানতে পেরে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে ৷ গতকাল এই ঘটনার সঙ্গে জড়িত 2 জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদে বাকিদের গ্রেফতার করা হয় আজ ৷