ETV Bharat / state

মহরমের মাঝে গণেশ পুজো, নিরাপত্তায় কড়া নজরদারি পুলিশের - security

আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় 10 দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ । গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও ।

police
author img

By

Published : Aug 30, 2019, 2:29 PM IST

কলকাতা, 29 অগাস্ট: আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় 10 দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ । গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও ।

শেষ কয়েক বছরে দুর্গাপুজোর সময়েই ছিল মহরম । তা নিয়ে প্রশাসনের চিন্তার শেষ ছিল না । আশঙ্কার জেরে দু-একবার বার পিছিয়েও দেওয়া হয়ছিল দুর্গাপুজোর নিরঞ্জন । ইদানিং গণেশ পুজোর চল বেড়েছে শহরে । নানা প্রান্তে ছোট-বড় মিলিয়ে প্রায় 500 গণেশ পুজো হয় ।

লালবাজারের তরফে ওই সময়টায় ওয়াজ সেকশনকে সক্রিয় থাকতে বলা হয়েছে । এ ছাড়াও কাজ করবে অতিরিক্ত হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম । সাদা পোশাকে শহরজুড়ে নজরদারি চলবে । অতিরিক্ত তৎপর থাকবে কন্ট্রোলরুম । স্পর্শকাতর এলাকাগুলিতে রাখা হবে অতিরিক্ত পুলিশ পোস্টিং । দরকারে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷

কলকাতা, 29 অগাস্ট: আগামী সপ্তাহে গণেশ পুজো । আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম, যা চলবে প্রায় 10 দিন । এই সময় শহরে যাতে নিরাপত্তা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ । গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনরদের নিয়ে হয় উচ্চ পর্যায়ের বৈঠক । সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও ।

শেষ কয়েক বছরে দুর্গাপুজোর সময়েই ছিল মহরম । তা নিয়ে প্রশাসনের চিন্তার শেষ ছিল না । আশঙ্কার জেরে দু-একবার বার পিছিয়েও দেওয়া হয়ছিল দুর্গাপুজোর নিরঞ্জন । ইদানিং গণেশ পুজোর চল বেড়েছে শহরে । নানা প্রান্তে ছোট-বড় মিলিয়ে প্রায় 500 গণেশ পুজো হয় ।

লালবাজারের তরফে ওই সময়টায় ওয়াজ সেকশনকে সক্রিয় থাকতে বলা হয়েছে । এ ছাড়াও কাজ করবে অতিরিক্ত হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম । সাদা পোশাকে শহরজুড়ে নজরদারি চলবে । অতিরিক্ত তৎপর থাকবে কন্ট্রোলরুম । স্পর্শকাতর এলাকাগুলিতে রাখা হবে অতিরিক্ত পুলিশ পোস্টিং । দরকারে বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷

Intro:কলকাতা, 29 অগাস্ট: আগামী সপ্তাহে গণেশ পূজো। আবার গণেশ চতুর্থীর দিন থেকেই শুরু হচ্ছে মহরম যা চলবে প্রায় 10 দিন। এই সময় শহরে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে তার জন্য বিশেষ পরিকল্পনা নিল কলকাতা পুলিশ। গতকাল বডিগার্ড লাইনে সমস্ত ওসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিভিশনাল কমিশনের নিয়ে হয় উচ্চপর্যায়ের বৈঠক। সেখানে ছিলেন লালবাজারের শীর্ষ কর্তারাও। Body:শেষ কয়েক বছরে দুর্গাপুজোর সময়েই হচ্ছিল মহরম। তা নিয়ে প্রশাসনের চিন্তার অন্ত থাকত না। আশঙ্কার জেরে দু-একবার বার পিছিয়ে দেওয়া হয় দুর্গাপূজার নিরঞ্জন। তা নিয়ে বিতর্ক হয় বিস্তর। এবার আর দুর্গাপুজোর সঙ্গে অনুষ্ঠিত হবে না মহরম। তিথি বলছে আগামী সপ্তাহেই গণেশ পুজোর দিন থেকে শুরু হচ্ছে মহরম। সাধারণভাবে 3, 5, 7, 9 এবং 10 নম্বর দিন মহরমের জুলুস বের হয়। অথাৎ মহরমের প্রথম জুলুস বের হওয়ার কথা 4 অক্টোবর। ওই সময় গনেশ পূজা চলবে। আর তাই রীতিমতো সতর্ক কলকাতা পুলিশ।
Conclusion:ইদানিং গণেশ পুজোর চল বেড়েছে শহরে। শহরের নানা প্রান্তে ছোট-বড় মিলিয়ে প্রায় 500 গণেশ পূজা হয়। কিন্তু পুলিশের অভিজ্ঞতা হল, দুর্গাপুজোয় যেভাবে শৃঙ্খলা থাকে, অন্যান্য পুজোয় তা থাকে না। সাম্প্রতিক অতীতের তথ্য বলছে, দুর্গাপূজায় যত না গন্ডগোল হয়, তার থেকে বেশি অশান্তি হয়েছে বিশ্বকর্মা পুজোয়। সাধারণভাবে গণেশ পূজো, বিশ্বকর্মা পূজার মতো পূজা গুলিতে সেভাবে অনুমতি নেওয়ার ব্যাপার থাকে না। আর তাই শৃঙ্খলাও থাকে না। আর সেই কারণেই কিছুটা হলেও চিন্তা রয়েছে লালবাজারের।

গতকাল সব ওসিদের লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট এলাকার গনেশ পূজা কমিটি এবং মহরমের তাজিয়া কমিটির সঙ্গে দ্রুত কথা বলতে। তাজিয়া কমিটিগুলোকে বলা হবে, পুলিশকে না জানিয়ে কোনো জুলুস বের করা যাবে না। প্রতিটি জুলুসে থাকবে পুলিশ পেট্রল। পাশাপাশি স্পর্শ কাতর এলাকাগুলিতে গণেশ পুজোতেও বিশেষ নজরদারি চালাবে পুলিশ। প্রয়োজনে পুলিশ পোস্টিংও দেওয়া হবে। লালবাজারের তরফে ওই সময়টায় ওয়াজ সেকশনকে সক্রিয় থাকতে বলা হয়েছে। এছাড়াও কাজ করবে অতিরিক্ত হেভি রেডিও রেডিও ফ্লাইং স্কোয়াড, রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম। সাদা পোশাকে শহরজুড়ে নজরদারি চালাবে গোয়েন্দারা। অতিরিক্ত তৎপর থাকবে কন্ট্রোলরুম। স্পর্শ কাতর এলাকাগুলিতে রাখা হবে অতিরিক্ত পুলিশ পোস্টিং। এছাড়াও মহরমের 9 এবং 10 নম্বর দিনে শহরের বিভিন্ন রাস্তায় বের হয় বড়োসড়ো জুলুস। তার জন্য বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি রাস্তা। তার জন্য ট্রাফিক প্ল্যান কি হবে তাও বুঝিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানা গুলিকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.