ETV Bharat / state

Saayoni Slams PM: 'পেয়ার নয়, পিআর-কে বেশি প্রাধান্য দেন মোদি'; ইসরোয় গেলেও মণিপুরে না যাওয়ায় বিঁধলেন সায়নী - নরেন্দ্র মোদি

Saayoni Ghosh Slams PM Modi over Manipur Violence: পেয়ার নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিআর-কে বেশি প্রাধান্য দেন ৷ তাই দেশে ফিরেই ইসরোয় গেলেও মণিপুরে যেতে পারেন না ৷ এ ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন সায়নী ঘোষ ৷

Saayoni Slams PM
নরেন্দ্র মোদিকে কটাক্ষা সায়নী ঘোষের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 1:12 PM IST

কলকাতা, 27 অগস্ট: পেয়ার (ভালোবাসা) নয়, পিআর (জনসংযোগ)-এ বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মণিপুর ইস্যুতে বিঁধতে গিয়ে আজ এই ভাষাতেই তোপ দাগলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ৷ প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরেই ইসরো পরিদর্শনে গেলেও মণিপুরে না যাওয়ায় মোদিকে একহাত নেন তিনি ৷ তাঁর কটাক্ষ, যন্ত্রণার থেকেও আনন্দকে বেশি প্রাধান্য দেন মোদি ৷

রবিবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সায়নী ঘোষ ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে এক সমাবেশে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে,

"আজকে তিন মাসের উপর মণিপুরে যে ঘটনা ঘটে চলেছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 36 সেকেন্ড বরাদ্দ করেছেন ৷ তাও সংসদের বাইরে ৷ বোধহয় আমাদের বিরোধী দলের সাংসদদের ওঁনার পায়ে পড়া বাকি ছিল ৷ প্রধানমন্ত্রী, একবার তো আসুন ৷ নিজের দেশ ৷ বিজেপি শাসিত রাজ্য, ডাবল ইঞ্জিন সরকার জ্বলছে, পুড়ছে ৷ মহিলাদের নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হচ্ছে ৷"

প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে সায়নী আরও বলেন, "দেশের জন্য, দেশের লোকেদের জন্য, সংবিধানের জন্য এসে দুটো কথা বলুন ৷ বলেননি, পায়ে পড়ে গিয়েছে ৷ অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে ৷ কেন ? প্রধানমন্ত্রী 20 হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ বানিয়েছেন, কিন্তু সংসদে পা রাখতে ভয় পাচ্ছেন ৷ তিনি সংসদে ঢুকতে পারছেন না ৷ কারণ তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না ৷"

  • While INDIA continues to raise its voice on the burning issue of Manipur, the only person choosing to remain silent is the one most answerable. PM visited ISRO the moment he landed in India but spent not even an hour in Manipur or on Manipur. He prioritises pleasure over pain, PR… pic.twitter.com/VGta38iNhC

    — Saayoni Ghosh (@sayani06) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তলব এড়িয়ে পঞ্চায়েতের প্রচারে সায়নী, ভোট মিটলে হাজিরা

এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনেও মোদির বিরুদ্ধে সরব হয়েছেন সায়নী ঘোষ ৷ তাঁর অভিযোগ, মণিপুরে শান্তি ফেরাতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া সচেষ্ট হলেও প্রধানমন্ত্রী এ ব্যাপারে এখনও নীরব ৷ সায়নীর কথায়, "ইন্ডিয়া যখন মণিপুরের জ্বলন্ত ইস্যুতে তার সুর চড়িয়ে যাচ্ছে, তখন যে ব্যক্তির সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, একমাত্র তিনিই নীরব থাকতে পছন্দ করছেন ৷ প্রধানমন্ত্রী ভারতে অবতরণের পর মুহূর্তেই ইসরো পরিদর্শন করেন কিন্তু মণিপুরে এক ঘণ্টাও কাটাননি । তিনি যন্ত্রণার থেকেও আনন্দকে প্রাধান্য দেন, পেয়ারের থেকে পিআর-কে, আর দোস্তির থেকে মস্তিকে বেশি প্রাধান্য দেন !"

কলকাতা, 27 অগস্ট: পেয়ার (ভালোবাসা) নয়, পিআর (জনসংযোগ)-এ বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মণিপুর ইস্যুতে বিঁধতে গিয়ে আজ এই ভাষাতেই তোপ দাগলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ৷ প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরেই ইসরো পরিদর্শনে গেলেও মণিপুরে না যাওয়ায় মোদিকে একহাত নেন তিনি ৷ তাঁর কটাক্ষ, যন্ত্রণার থেকেও আনন্দকে বেশি প্রাধান্য দেন মোদি ৷

রবিবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন সায়নী ঘোষ ৷ সেই ভিডিয়োতে দেখা গিয়েছে এক সমাবেশে জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী ৷ তাঁকে বলতে শোনা গিয়েছে,

"আজকে তিন মাসের উপর মণিপুরে যে ঘটনা ঘটে চলেছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 36 সেকেন্ড বরাদ্দ করেছেন ৷ তাও সংসদের বাইরে ৷ বোধহয় আমাদের বিরোধী দলের সাংসদদের ওঁনার পায়ে পড়া বাকি ছিল ৷ প্রধানমন্ত্রী, একবার তো আসুন ৷ নিজের দেশ ৷ বিজেপি শাসিত রাজ্য, ডাবল ইঞ্জিন সরকার জ্বলছে, পুড়ছে ৷ মহিলাদের নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হচ্ছে ৷"

প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে সায়নী আরও বলেন, "দেশের জন্য, দেশের লোকেদের জন্য, সংবিধানের জন্য এসে দুটো কথা বলুন ৷ বলেননি, পায়ে পড়ে গিয়েছে ৷ অনাস্থা প্রস্তাব আনতে হয়েছে ৷ কেন ? প্রধানমন্ত্রী 20 হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ বানিয়েছেন, কিন্তু সংসদে পা রাখতে ভয় পাচ্ছেন ৷ তিনি সংসদে ঢুকতে পারছেন না ৷ কারণ তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না ৷"

  • While INDIA continues to raise its voice on the burning issue of Manipur, the only person choosing to remain silent is the one most answerable. PM visited ISRO the moment he landed in India but spent not even an hour in Manipur or on Manipur. He prioritises pleasure over pain, PR… pic.twitter.com/VGta38iNhC

    — Saayoni Ghosh (@sayani06) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তলব এড়িয়ে পঞ্চায়েতের প্রচারে সায়নী, ভোট মিটলে হাজিরা

এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনেও মোদির বিরুদ্ধে সরব হয়েছেন সায়নী ঘোষ ৷ তাঁর অভিযোগ, মণিপুরে শান্তি ফেরাতে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া সচেষ্ট হলেও প্রধানমন্ত্রী এ ব্যাপারে এখনও নীরব ৷ সায়নীর কথায়, "ইন্ডিয়া যখন মণিপুরের জ্বলন্ত ইস্যুতে তার সুর চড়িয়ে যাচ্ছে, তখন যে ব্যক্তির সবচেয়ে বেশি জবাবদিহি করা উচিত, একমাত্র তিনিই নীরব থাকতে পছন্দ করছেন ৷ প্রধানমন্ত্রী ভারতে অবতরণের পর মুহূর্তেই ইসরো পরিদর্শন করেন কিন্তু মণিপুরে এক ঘণ্টাও কাটাননি । তিনি যন্ত্রণার থেকেও আনন্দকে প্রাধান্য দেন, পেয়ারের থেকে পিআর-কে, আর দোস্তির থেকে মস্তিকে বেশি প্রাধান্য দেন !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.