ETV Bharat / state

২৮ ফেব্রুয়ারি রাজ্যের BJP কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স মোদির - sayantan basu

BJP কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ চমক আনছে কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত BJP-র কেন্দ্রীয় নেতৃত্বের। ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী BJP কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন বলে জানা গেছে।

author img

By

Published : Feb 9, 2019, 10:17 AM IST

Updated : Feb 9, 2019, 1:31 PM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে BJP কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ চমক কেন্দ্রীয় নেতৃত্বের। ২৮ ফেব্রুয়ারি বুথ, মণ্ডল ও জেলা স্তরের BJP-র কার্যকর্তাদের সঙ্গে সরাসরি ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কোন কোন জেলার কার্যকর্তাদের সঙ্গে এই ভিডিয়ো কনফারেন্স করবেন তার তালিকাও তৈরি হয়ে গেছে।

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য়
undefined

লোকসভা নির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে BJP। সায়ন্তন বসু বলেন, "সমগ্র দেশের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কয়েকজন কার্যকর্তাকে ডাকা হয়েছিল। ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের তিরধান দিবস উপলক্ষ্যে আমরা সমর্পণ দিবস করব। লোকসভায় পার্টি চালানোর জন্য যে খরচ হয়, সেটা বুথে বুথে সমর্পণের মাধ্যমে কার্যকর্তাদের কাছ থেকে নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "১১ থেকে ১৫ তারিখ এই কার্যক্রম চলবে। ১২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আমাদের যাঁরা কার্যকর্তা আছেন, তাঁদের ৫০ শতাংশ কার্যকর্তা নিজেদের বাড়িতে ঝান্ডা তুলবেন। আমাদের রাজ্যের নেতৃত্বে যাঁরা আছেন, রাজ্যের সভাপতি বা বাকি যাঁরা আছেন, এক একটা দিন নিজেদের বাড়িতে পতাকা তুলবেন। BJP-র স্টিকার লাগাবেন। BJP-র প্রচার করবেন। এছাড়া আগামী মার্চে দেশজুড়ে ব়্যালি হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একই দিনে ব়্যালি হবে। BJP-র যুব মোর্চা এই ব়্যালি করবে।"

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে বুথ স্তরে BJP কর্মীদের মনোবল বাড়াতে বিশেষ চমক কেন্দ্রীয় নেতৃত্বের। ২৮ ফেব্রুয়ারি বুথ, মণ্ডল ও জেলা স্তরের BJP-র কার্যকর্তাদের সঙ্গে সরাসরি ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। কোন কোন জেলার কার্যকর্তাদের সঙ্গে এই ভিডিয়ো কনফারেন্স করবেন তার তালিকাও তৈরি হয়ে গেছে।

ভিডিয়োয় শুনুন সায়ন্তন বসুর বক্তব্য়
undefined

লোকসভা নির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে BJP। সায়ন্তন বসু বলেন, "সমগ্র দেশের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কয়েকজন কার্যকর্তাকে ডাকা হয়েছিল। ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের তিরধান দিবস উপলক্ষ্যে আমরা সমর্পণ দিবস করব। লোকসভায় পার্টি চালানোর জন্য যে খরচ হয়, সেটা বুথে বুথে সমর্পণের মাধ্যমে কার্যকর্তাদের কাছ থেকে নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "১১ থেকে ১৫ তারিখ এই কার্যক্রম চলবে। ১২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আমাদের যাঁরা কার্যকর্তা আছেন, তাঁদের ৫০ শতাংশ কার্যকর্তা নিজেদের বাড়িতে ঝান্ডা তুলবেন। আমাদের রাজ্যের নেতৃত্বে যাঁরা আছেন, রাজ্যের সভাপতি বা বাকি যাঁরা আছেন, এক একটা দিন নিজেদের বাড়িতে পতাকা তুলবেন। BJP-র স্টিকার লাগাবেন। BJP-র প্রচার করবেন। এছাড়া আগামী মার্চে দেশজুড়ে ব়্যালি হবে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একই দিনে ব়্যালি হবে। BJP-র যুব মোর্চা এই ব়্যালি করবে।"


Moradabad (Uttar Pradesh), Feb 09 (ANI): Farmers faced the wrath of weather after hailstorm stuck parts of Uttar Pradesh and Delhi. Crops were affected badly due to harsh weather in Uttar Pradesh's Moradabad. The heavy rains followed by hailstorm left farms completely drenched in water. Farmers are now in distress due to loss. They only managed to save part of their crops.
Last Updated : Feb 9, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.