ETV Bharat / state

আজ শহরে প্রধানমন্ত্রী, বিক্ষোভের প্রস্তুতি বিরোধীদের

শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি । বিক্ষোভের আঁচ পেয়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । গোপন রয়েছে প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি । পুলিশ সূত্রে খবর, দুপুর 2 টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী । এদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে একাধিক ছাত্র সংগঠন । তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ দুপুর 1টা 30 মিনিটে নন্দন চত্বরে জমায়েত হয়ে রাজভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল যাওয়ার কথা । শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ । কিন্তু ছাত্র সংসদের সদস্যরা কোথায় কীভাবে বিক্ষোভ দেখাবে তা গোপন রয়েছে ।

kolkata
kolkata
author img

By

Published : Jan 11, 2020, 9:09 AM IST

Updated : Jan 11, 2020, 9:42 AM IST

কলকাতা, 11 জানুয়ারি : আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী । কিন্তু তাঁকে 'স্বাগত' জানানোর কী প্রস্তুতি চলছে কলকাতায় । নাগরকিত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির (NRC) বিরুদ্ধে দীর্ঘদিন নানা বিক্ষোভ কর্মসূচি চলছে । ইতিমধ্যেই একাধিক মিছিল করেছে বিরোধীরা ও ছাত্রসংগঠনগুলি । আজও মোদিকে স্বাগত জানানোর ক্ষেত্রে শহরে প্রতিবাদ মিছিল, অবস্থান অবরোধের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা । ইতিমধ্যেই উঠছে 'গো ব্যাক মোদি' স্লোগান ।

শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি । বিক্ষোভের আঁচ পেয়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । গোপন রয়েছে প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি । পুলিশ সূত্রে খবর, দুপুর 2 টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী । 4টেয় পৌঁছাবেন কলকাতা । 4.05 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন । তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেস কোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে । যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।

এদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে একাধিক ছাত্র সংগঠন । তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ দুপুর 1.30 মিনিটে নন্দন চত্বরে জমায়েত হয়ে রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা । শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ । কিন্তু ছাত্র সংসদের সদস্যরা কোথায় কীভাবে বিক্ষোভ দেখাবে তা এখনও গোপন রয়েছে । নরেন্দ্র মোদির কলকাতায় আসার বিরোধিতা করে CPI(M-L) রেড স্টারের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে । NRC, NPR, CAA- র বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিমানবন্দরের রাস্তা অবরোধ ও " ফ্যাসিস্ট মোদি গো ব্যাক" আওয়াজ তুলে কালোপতাকা দেখাতে পারে বিক্ষোভকারীরা । দুপুর 2টোয় চিনার পার্ক সংলগ্ন এলাকায় তারা জমায়েত করবে । জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি এবং অন্যান্য NRC বিরোধী সংগঠন এই কর্মসূচির সমর্থনে পথ অবরোধ করবে বলে জানিয়েছে ।

বিক্ষোভের আঁচ পেয়ে প্রধানমন্ত্রীর সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্রের খবর । বিকেল 5টার বদলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নামবেন 3.30 মিনিট নাগাদ । ছাত্র বিক্ষোভে উত্তাল হবে শহর । গোলপার্ক, কলেজ স্ট্রিট, যাদবপুর 8বি বাস স্ট্যান্ড, হাতিবাগান, এসপ্ল্যানেড-সহ বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে ৷

বিবৃতিতে জানানো হয়েছে, 'নরেন্দ্র মোদি স্বাগত নন । তিনি একান্তই অবাঞ্ছিত ৷ নরেন্দ্র মোদি এই রাজ্যে এলে ছাত্র-যুবরা তাঁকে কালো পতাকা দেখাবে ৷ 11 জানুয়ারি কলকাতা জুড়ে মোদির রাজ্য সফরের বিরুদ্ধে রাস্তা অবরোধ করবে রাজ্যের ছাত্র-ছাত্রীরা ।' সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল করবে SUCI । "গো ব্যাক মোদি" স্লোগান তুলে এবং মোদির কুশপুতুল দাহ করে দুপুর 2টো মিছিল শুরু হওয়ার কথা । মিছিল শেষ হওয়ার কথা রানি রাসমণি রোডে ।

কলকাতা, 11 জানুয়ারি : আজ শহরে আসছেন প্রধানমন্ত্রী । কিন্তু তাঁকে 'স্বাগত' জানানোর কী প্রস্তুতি চলছে কলকাতায় । নাগরকিত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক পঞ্জির (NRC) বিরুদ্ধে দীর্ঘদিন নানা বিক্ষোভ কর্মসূচি চলছে । ইতিমধ্যেই একাধিক মিছিল করেছে বিরোধীরা ও ছাত্রসংগঠনগুলি । আজও মোদিকে স্বাগত জানানোর ক্ষেত্রে শহরে প্রতিবাদ মিছিল, অবস্থান অবরোধের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা । ইতিমধ্যেই উঠছে 'গো ব্যাক মোদি' স্লোগান ।

শনিবার ও রবিবার শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদি । বিক্ষোভের আঁচ পেয়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে । গোপন রয়েছে প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি । পুলিশ সূত্রে খবর, দুপুর 2 টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী । 4টেয় পৌঁছাবেন কলকাতা । 4.05 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন । তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেস কোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে । যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।

এদিকে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে একাধিক ছাত্র সংগঠন । তাদের উদ্যোগে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে । আজ দুপুর 1.30 মিনিটে নন্দন চত্বরে জমায়েত হয়ে রাজভবন পর্যন্ত মিছিল যাওয়ার কথা । শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ । কিন্তু ছাত্র সংসদের সদস্যরা কোথায় কীভাবে বিক্ষোভ দেখাবে তা এখনও গোপন রয়েছে । নরেন্দ্র মোদির কলকাতায় আসার বিরোধিতা করে CPI(M-L) রেড স্টারের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে । NRC, NPR, CAA- র বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিমানবন্দরের রাস্তা অবরোধ ও " ফ্যাসিস্ট মোদি গো ব্যাক" আওয়াজ তুলে কালোপতাকা দেখাতে পারে বিক্ষোভকারীরা । দুপুর 2টোয় চিনার পার্ক সংলগ্ন এলাকায় তারা জমায়েত করবে । জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি এবং অন্যান্য NRC বিরোধী সংগঠন এই কর্মসূচির সমর্থনে পথ অবরোধ করবে বলে জানিয়েছে ।

বিক্ষোভের আঁচ পেয়ে প্রধানমন্ত্রীর সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্রের খবর । বিকেল 5টার বদলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নামবেন 3.30 মিনিট নাগাদ । ছাত্র বিক্ষোভে উত্তাল হবে শহর । গোলপার্ক, কলেজ স্ট্রিট, যাদবপুর 8বি বাস স্ট্যান্ড, হাতিবাগান, এসপ্ল্যানেড-সহ বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে ৷

বিবৃতিতে জানানো হয়েছে, 'নরেন্দ্র মোদি স্বাগত নন । তিনি একান্তই অবাঞ্ছিত ৷ নরেন্দ্র মোদি এই রাজ্যে এলে ছাত্র-যুবরা তাঁকে কালো পতাকা দেখাবে ৷ 11 জানুয়ারি কলকাতা জুড়ে মোদির রাজ্য সফরের বিরুদ্ধে রাস্তা অবরোধ করবে রাজ্যের ছাত্র-ছাত্রীরা ।' সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল করবে SUCI । "গো ব্যাক মোদি" স্লোগান তুলে এবং মোদির কুশপুতুল দাহ করে দুপুর 2টো মিছিল শুরু হওয়ার কথা । মিছিল শেষ হওয়ার কথা রানি রাসমণি রোডে ।

Intro:আর কয়েক ঘন্টা পরে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের বিরোধী দলের নেতৃত্ব এবং ছাত্র সংগঠন গুলি সক্রিয়ভাবে আগামীকাল বিক্ষোভ, মিছিল, অবস্থান অবরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত পর্যায়ের। ধর্মতলার চত্বরসহ শহরের বিভিন্ন জায়গায় গো ব্যাক নরেন্দ্র মোদি স্লোগান তুলবে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন গুলির সদস্যরা।


Body:কলকাতা পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়া হলেও ছাত্র পরিষদ এবং ছাত্র সংসদের সদস্যরা কোথায় কিভাবে বিক্ষোভ দেখাবে তা এখনও গোপন রাখা হয়েছে সংশ্লিষ্ট দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে। এনআরসি, এনপিআর, ও সি এ এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল নরেন্দ্র মোদির কলকাতায় আশার বিরোধিতা করে সি পি আই এম এল রেড স্টারের পক্ষ থেকে এয়ারপোর্টের রাস্তা অবরোধ ও "ফ‍্যাসিস্ট মোদি গো ব্যাক" আওয়াজ তুলে কালোপতাকা দেখানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চিনার পার্ক সংলগ্ন এলাকায় তারা জমায়েত করবে। বেলা দুটোর সময়।
জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ও অন্যান্য এনআরসি বিরোধী সংগঠন এই কর্মসূচির সমর্থনে পথ অবরোধ করবে বলে জানানো হয়েছে।
বিক্ষোভের জন্য প্রধানমন্ত্রীর সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্রের খবর। বিকেল পাঁচটার বদলে বিমানবন্দরে প্রধানমন্ত্রী নামবেন সাড়ে তিনটের সময়। তারপর হেলিকপ্টারে রেসকোর্স। বিক্ষোভের জন্য সড়ক পথ বাদ দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় হেলিকপ্টার ব্যবহার করবেন প্রধানমন্ত্রী। ছাত্রদের বিক্ষোভ এবং জমায়েতে উত্তাল হবে শহর। আগামীকাল গোলপার্ক, কলেজস্ট্রিট, যাদবপুর এইট বি বাস স্টান্ড, হাতিবাগান, এসপ্ল্যানেড সহ বিভিন্ন জায়গায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে তারা।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী স্বাগত নন, তিনি একান্তই অবাঞ্চিত। নরেন্দ্র মোদী এরাজ্যে এলে ছাত্র-যুবরখ তাকে কালো পতাকা নিয়ে স্বাগত জানাবেন। কাল কলকাতা জুড়ে মোদির রাজ্য সফরের বিরুদ্ধে রাস্তা অবরোধ করবে রাজ্যের ছাত্রছাত্রীরা।
"গো ব্যাক মোদি" স্লোগান তুলে এবং তার কুশপুতুল দাহ করে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল করবে এসইউসিআই। বেলা দুটোর সময় মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে রানী রাসমণি রোডে। সেখানেই প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করা হবে।




Conclusion:
Last Updated : Jan 11, 2020, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.