ETV Bharat / state

আগামীকাল পুজো উদ্বোধনে প্রধানমন্ত্রী, EZCC-তে হবে শুধু ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুজোর চারদিন EZCC-তে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হাইকোর্টের রায়ে তা বাতিল হয়ে গেছে । তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান হবে বলে আয়োজকরা জানিয়েছেন ৷

প্রধানমন্ত্রীর ভাষণ
প্রধানমন্ত্রীর ভাষণ
author img

By

Published : Oct 21, 2020, 7:50 PM IST

কলকাতা, 21 অক্টোবর : আগামীকাল ভার্চুয়ালি রাজ্যের 10টি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । সেই মতো দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি প্রতীকী দূর্গা মূর্তিও রাখার পরিকল্পনা করা হয়েছে । BJP সূত্রে খবর, একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে প্রথমে বাসভবনে মাতৃবন্দনা করবেন তিনি । তারপর সেখান থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন ।

শুধু পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের (EZCC) মণ্ডপই নয়, রাজ্যের আরও 10টি পুজো মণ্ডপে "টু ওয়ে" প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখা যাবে । তবে কী এই ‘‘টু ওয়ে’’ প্রযুক্তি ? এই প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ যেমন EZCC সহ 10টি মণ্ডপে দেখা যাবে অন্যদিকে প্রধানমন্ত্রীও EZCC সহ ওই 10টি পুজো মণ্ডপ দেখতে পাবেন ।

মুকুল রায়

এদিকে পুজোর চারদিন EZCC-তে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হাইকোর্টের রায়ে তা বাতিল হয়ে গেছে । তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান হবে বলে আয়োজকরা জানিয়েছেন ৷

BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, " আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সভার জন্য সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে । EZCC-র পূজো ও অনান্য সমস্ত কিছু কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর নির্দেশেই হবে । BJP নেতা স্বরূপ প্রসাদ মা দুর্গার স্তোত্র পাঠ করবেন । "

কলকাতা, 21 অক্টোবর : আগামীকাল ভার্চুয়ালি রাজ্যের 10টি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । সেই মতো দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি প্রতীকী দূর্গা মূর্তিও রাখার পরিকল্পনা করা হয়েছে । BJP সূত্রে খবর, একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে প্রথমে বাসভবনে মাতৃবন্দনা করবেন তিনি । তারপর সেখান থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন ।

শুধু পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের (EZCC) মণ্ডপই নয়, রাজ্যের আরও 10টি পুজো মণ্ডপে "টু ওয়ে" প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখা যাবে । তবে কী এই ‘‘টু ওয়ে’’ প্রযুক্তি ? এই প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ যেমন EZCC সহ 10টি মণ্ডপে দেখা যাবে অন্যদিকে প্রধানমন্ত্রীও EZCC সহ ওই 10টি পুজো মণ্ডপ দেখতে পাবেন ।

মুকুল রায়

এদিকে পুজোর চারদিন EZCC-তে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও হাইকোর্টের রায়ে তা বাতিল হয়ে গেছে । তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান হবে বলে আয়োজকরা জানিয়েছেন ৷

BJP-র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, " আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল সভার জন্য সব কিছুই চূড়ান্ত হয়ে গিয়েছে । EZCC-র পূজো ও অনান্য সমস্ত কিছু কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীর নির্দেশেই হবে । BJP নেতা স্বরূপ প্রসাদ মা দুর্গার স্তোত্র পাঠ করবেন । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.