কলকাতা, 11 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের দিন রাজ্যে টেট ৷ সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে টেট-এর দিন বদলের আর্জি জানিয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 24 ডিসেম্বর কলকাতায় আসছেন গীতাপাঠের জন্য । ওই দিনই রাজ্যে টেট । প্রধানমন্ত্রী এলে রাস্তায় যানজটের জন্য সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা । এই যুক্তি দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী পার্থ ঘোষ । আবেদনকারীর দাবি, পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক । আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে ।
24 ডিসেম্বর টেটের দিন বদলের নির্দেশ দিক আদালত, এই মর্মে আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে । 10 ডিসেম্বর শিক্ষকের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা টেট-এর দিন ধার্য করা হলেও, পরে রাজ্য তা 24 ডিসেম্বর করেছে । এ দিকে, ওইদিনই কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করেছে বিজেপি । উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আবেদনকারীর যুক্তি, সেই দিন টেট হলে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যার মুখে পড়বেন পরীক্ষার্থীরা ৷ কারণ প্রধানমন্ত্রীর সফর ও বিজেপির কর্মসূচির জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হবে । সেই কারণেই টেট-এর দিন বদলের আবেদন জানিয়েছেন মামলাকারী আইনজীবী ।
24 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতায় কয়েক লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে উদ্যোক্তাদের তরফে আগেই জানানো হয়েছে । সনাতন সংস্কৃতি পরিষদ সংগঠনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক, সাংসদ ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে । ফলে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আগের দিন থেকেই কলকাতার পথে রওনা হবেন । কাজেই ওই দিন ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে না এটা বলাই বাহুল্য । এই পরিস্থিতিতে টেট-এর মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ওই দিনেই আয়োজন করা হলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: