কলকাতা, 16 মে: অবশেষে প্রতীক্ষার অবসান। বঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এবং পড়শি রাজ্য ওড়িশার প্রথম বন্দে ভারত চালু হতে চলেছে আগামী 18 মে। মঙ্গলবার বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে ৷ আগামী 18 মে অর্থাৎ বৃহস্পতিবার সবুজ ঝান্ডা নাড়িয়ে পুরী থেকে হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে 18 মে শুভ উদ্বোধন হলেও 22895/22896 হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী পরিষেবা শুরু হবে 20 মে থেকে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে, 18 মে পুরী থেকে এই সেমি বুলেট ট্রেনটি উদ্বোধন করা হবে ৷ তবে কখন হবে সেই বিষয়টি প্রধানমন্ত্রী দফতর থেকে চূড়ান্তভাবে এখনও জানানো হয়নি। আপাতত উদ্বোধনের চূড়ান্ত তারিখ হিসেবে রেলবোর্ডের জয়েন্ট ডিরেক্টর(কোচিং) বিবেক কুমার সিনহার স্বাক্ষরিত নোটিফিকেশন জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার হাওড়া-পুরী বন্দে ভারত উদ্বোধনের দিন সামনে এসেছিল ৷ পাকাপাকি ভাবে হাওড়া পুরী বন্দে ভারত চালু হতে পারে তা নিয়ে তিনটি তারিখ সামনে এসেছিল। 18 মে, 23 মে ও 25 মে এই তিনটি দিনের মধ্যে অবশেষে প্রথম তারিখ অর্থাৎ 18 মে চূড়ান্ত করা হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। প্রকাশিত নোটিফিকেশন অনুসারে সপ্তাহের 6 দিন দুই রাজ্যের মধ্যে চলাচল করবে এই ট্রেনটি। শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন চলবে 16 কোচের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত ৷
আরও পড়ুন: গতিবেগ 130 কিমি ! সফল হাওড়া-পুরী বন্দে ভারতের ট্রায়াল রান
হাওড়া থেকে প্রতিদিন সকাল 6টা 10 মিনিটে ট্রেনটি রওনা হবে পুরীর উদ্দেশ্যে। ট্রেনটি পুরী পৌঁছাবে ওই দিন বেলা 12টা 35 মিনিটে। এরপর আবার পুরী থেকে বেলা 1টা 50 মিনিটে রওনা হয়ে হাওড়া পৌঁছাবে রাত 8টা 30 মিনিট নাগাদ। অর্থাৎ মাত্র সাড়ে পাঁচ ঘন্টায় হাওড়া থেরে পুরী নিমেষে পৌঁছে যাওয়া যাবে ৷ যাত্রাপথে আপ ও ডাউন লাইনে এই ট্রেনটি থামবে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জজপুর, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে।