কলকাতা, 4 মার্চ : গতকাল শেষ হল রাজ্য সরকারের DA পুনর্বিবেচনার মামলার শুনানি । তবে শুনানি শেষ করলেও রায় দান স্থগিত রেখেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) । এখন সেই রায়দানের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা ।
গত বছর জুলাই মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রায় দিয়েছিল সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে । এর পরিপ্রেক্ষিতে একটি রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য । একের পর এক চলে শুনানি । সূত্রের খবর, সরকারের করা রিভিউ পিটিশনে DA না দেওয়ার কারণ হিসেবে এডভোকেট জেনেরালের যুক্তি ছিল, রাজ্যের আর্থিক অনটন চলছে । ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে বেতন দিয়েছে রাজ্য সরকার ।
সেই রিভিউ পিটিশনের শুনানি গতকাল শেষ করল SAT । বিচারপতি রঞ্জিত বাঘের বেঞ্চ শুনানি ইতি করলেও রায়দান স্থগিত রেখেছে । DA মামলার মূল আবেদনকারী তথা কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, জয় পাওয়াটা আমাদের এখন সময়ের অপেক্ষা মাত্র । রাজ্যের বিরুদ্ধে যাবে রায় । সার্থক হবে আমাদের লড়াই । হাসি ফুটবে সরকারি কর্মচারীদের মুখে ।
এবার রিভিউ পিটিশনের রায়ের দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা । বিচারপতিরা কবে রায় দেবেন বা কী রায় দেবেন তা নিয়ে ইতিমধ্যেই যে চর্চা শুরু হয়ে গেছে । তাহলে কী এই রায়দানের পরই মিলতে চলেছে বকেয়া DA ? এই প্রশ্নও বাদ যাচ্ছে না ।