কলকাতা, 4 নভেম্বর : ফুটবল, ক্রিকেটের শহরে এবার কার রেসিংয়ের সলতে পাকানোর কাজ শুরু হল । ফর্মুলা ওয়ান রেস দেখার জন্য কলকাতার মানুষের উন্মাদনা নতুন নয় । 2011 সালে এই দেশে প্রথমবার ফর্মুলা ওয়ান রেসিংয়ের প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল । দিল্লির বুদ্ধ সার্কিটে সেই রেসের সাক্ষী থাকতে কলকাতার মানুষ পিছিয়ে ছিল না ।
এবার দূর থেকে নয় । তিলোত্তমা তার মাটিতেই গতির ঝড়ের সাক্ষী হতে চায় । ফুটবল-ক্রিকেটের পাশাপাশি কলকাতা গতির শহর হতে চায় । এর জন্য উদ্যোগ নিলেন কলকাতা জোবা কার রেসিংয়ের চেয়ারম্যান জন মুখোপাধ্যায় । কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিমের পাশে বসে এই প্রস্তাবটি তুলে ধরেন তিনি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য ।
ভবিষ্যতে এই রাজ্যে বুদ্ধ সার্কিটের আদলে রেসিং সার্কিট গড়ে তোলার জন্য আবেদন করলেন জন মুখোপাধ্যায় । ভারতের সর্বকনিষ্ঠ রেসার তুন্না মুখোপাধ্যায় নিজের শহরে রেসিং কালচার গড়ে তোলার চেষ্টার জোরালো সমর্থক । তিনিও তাঁর বাবার স্বপ্নপূরণের অন্যতম সমর্থক । নিজের শহরে রেসিংয়ে সফল হওয়ার স্বপ্ন তাঁর চোখে । একই সঙ্গে কলকাতা থেকে রেসিং টিম গড়ার কথাও তাঁর মুখে ।