ETV Bharat / state

Muhammad Ali Park জলাধার নির্মাণ হলেই স্পষ্ট হবে ছবি, পুরনো মাঠেই ফিরতে পারে মণ্ডপ - Muhammad Ali Park

মহম্মদ আলি পার্কের জলাধার বিপজ্জনক অবস্থায় রয়েছে । চার বছর আগে একাংশ ভেঙে পড়ায় সেই তখন থেকেই মাঠে পুজো বন্ধ । সেই নিয়ে পুজোর ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট করলেন মেয়র ফিরহাদ হাকিম (Muhammad Ali Park) ৷

Muhammad Ali Park
বিকল্প জলাধারের কাজ সম্পূর্ণ হওয়ার উপর নির্ভর করছে পুজো
author img

By

Published : Aug 28, 2022, 6:50 AM IST

Updated : Aug 28, 2022, 7:10 AM IST

কলকাতা, 28 অগস্ট: পুজোর মুখে বিতর্ক তৈরি হয়েছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ নির্মাণ নিয়ে (Muhammad Ali Park)। শনিবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, "মহম্মদ আলি পার্ক পুজো কমিটি আমাদের থেকে অনুমতি না নিয়ে মণ্ডপ করছিল । মার্কস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরি হবে । টাকাপয়সার সমস্যার জন্য কাজ দ্রুত করা যাচ্ছে না । নতুন জলাধার তৈরি হলে তারপর পুরনো জায়গা দেখে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেবেন কী করা হবে । সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ পুরনো জায়গায় ফিরবে কি না ।"

ব্রিটিশ আমলে তৈরি মহম্মদ আলি পার্কের ভুর্গভস্থ জলাধার বিপজ্জনক অবস্থায় রয়েছে । বছর চারেক আগে তার একাংশ ভেঙে পড়ায় সেই তখন থেকেই মাঠে পুজো বন্ধ । বিগত দু'বছর দমকল কেন্দ্রের জায়গায় পুজো মণ্ডপ হয় । গত বছর পার্কের সিঁড়ির কাছে । তবে এবার পুরনো জায়গায় মণ্ডপ নির্মাণ শুরু করেছিল পুজো কমিটি । আর তারপরেই পৌরনিগমের তরফে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল তাদের । নির্দেশ দেওয়া হয় জলাধারের উপর মণ্ডপ নির্মাণ বন্ধের ।

আরও পড়ুন: মহম্মদ আলি পার্কের মণ্ডপের জট কাটল, পৌরনিগমের প্রস্তাব মানল পুজো কমিটি

এরপরেই পৌরনিগমের সঙ্গে পুজো কমিটির টানাপোড়েন শুরু হয় । তবে দ্রুত তাতে ইতি টানা হয়েছে । সিদ্ধান্ত হয়েছে পৌরনিগমের দেখানো বিকল্প জায়গায় মণ্ডপ করার জন্য । পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে, এত পুরনো পুজো টানা চার বছর অন্য জায়গায় করা হয়েছে । তবে 2023-এ পুরনো জায়গায় যাতে করা যায় সেই বিষয়ে পৌরনিগমের কাছে আবেদনও করা হয়েছে ।

জলাধার নির্মাণ হলেই স্পষ্ট হবে ছবি

এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শতাব্দী প্রাচীন মহম্মদ আলি পার্কের জলাধারের অবস্থা খারাপ । সেজন‌্য মার্কাস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কাজ শেষ হলে মহম্মদ আলি পার্কের জলাধার সংস্কার করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন । জলাধারের ভাগ‌্য নির্ধারণের পরই মহম্মদ আলি পার্কের পুজোর ভবিষ‌্যৎ ঠিক হবে ।"

কলকাতা, 28 অগস্ট: পুজোর মুখে বিতর্ক তৈরি হয়েছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ নির্মাণ নিয়ে (Muhammad Ali Park)। শনিবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, "মহম্মদ আলি পার্ক পুজো কমিটি আমাদের থেকে অনুমতি না নিয়ে মণ্ডপ করছিল । মার্কস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরি হবে । টাকাপয়সার সমস্যার জন্য কাজ দ্রুত করা যাচ্ছে না । নতুন জলাধার তৈরি হলে তারপর পুরনো জায়গা দেখে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেবেন কী করা হবে । সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ পুরনো জায়গায় ফিরবে কি না ।"

ব্রিটিশ আমলে তৈরি মহম্মদ আলি পার্কের ভুর্গভস্থ জলাধার বিপজ্জনক অবস্থায় রয়েছে । বছর চারেক আগে তার একাংশ ভেঙে পড়ায় সেই তখন থেকেই মাঠে পুজো বন্ধ । বিগত দু'বছর দমকল কেন্দ্রের জায়গায় পুজো মণ্ডপ হয় । গত বছর পার্কের সিঁড়ির কাছে । তবে এবার পুরনো জায়গায় মণ্ডপ নির্মাণ শুরু করেছিল পুজো কমিটি । আর তারপরেই পৌরনিগমের তরফে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল তাদের । নির্দেশ দেওয়া হয় জলাধারের উপর মণ্ডপ নির্মাণ বন্ধের ।

আরও পড়ুন: মহম্মদ আলি পার্কের মণ্ডপের জট কাটল, পৌরনিগমের প্রস্তাব মানল পুজো কমিটি

এরপরেই পৌরনিগমের সঙ্গে পুজো কমিটির টানাপোড়েন শুরু হয় । তবে দ্রুত তাতে ইতি টানা হয়েছে । সিদ্ধান্ত হয়েছে পৌরনিগমের দেখানো বিকল্প জায়গায় মণ্ডপ করার জন্য । পুজো কমিটির তরফে দাবি করা হয়েছে, এত পুরনো পুজো টানা চার বছর অন্য জায়গায় করা হয়েছে । তবে 2023-এ পুরনো জায়গায় যাতে করা যায় সেই বিষয়ে পৌরনিগমের কাছে আবেদনও করা হয়েছে ।

জলাধার নির্মাণ হলেই স্পষ্ট হবে ছবি

এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, "শতাব্দী প্রাচীন মহম্মদ আলি পার্কের জলাধারের অবস্থা খারাপ । সেজন‌্য মার্কাস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই কাজ শেষ হলে মহম্মদ আলি পার্কের জলাধার সংস্কার করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন । জলাধারের ভাগ‌্য নির্ধারণের পরই মহম্মদ আলি পার্কের পুজোর ভবিষ‌্যৎ ঠিক হবে ।"

Last Updated : Aug 28, 2022, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.