কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের পর এবার ভৌতবিজ্ঞান। পরীক্ষা শেষের আগেই সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। একদিকে একর পর এক প্রশ্নপত্র ফাঁস, অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে নজরদারির অভাব। প্রশ্ন উঠছে শিক্ষক মহলে।
আজ পরীক্ষা শুরুর ৩০ মিনিটের মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র। পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা যায়, তা হুবুহু মিলে যাচ্ছে।
তুহিন মল্লিক নামে এক অভিভাবকের বলেন, "এটা প্রশাসনের ব্যর্থতা। এটা কখনই কাম্য নয়। সত্যিই যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তাহলে নম্বরের ক্ষেত্রে কেউ কেউ বেশি সুবিধা পেতে পারে।" সুবর্ণা বোস নামে অপর এক অভিভাবক বলেন, "এই ঘটনা বারবার কেন হচ্ছে, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।"
প্রসঙ্গত, গতকাল স্কুল শিক্ষা দপ্তরের সচিব মণীশ জৈন, পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন পুলিশ সুপার ও জেলা ম্যাজিস্ট্রেটরা। বৈঠকে সব পক্ষকে পরীক্ষা চলাকালীন নজরদারি বাড়ানো ও সারপ্রাইজ় ভিজ়িটের উপর জোর দিতে বলা হয়। গতকাল বিকেলে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে শিক্ষা দপ্তর ও পর্ষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার তা প্রশাসন নিচ্ছে।"