ETV Bharat / state

সীমান্তে উদ্ধার 3 লাখ টাকার ফেনসিডিল-গাঁজা, গ্রেপ্তার 1

author img

By

Published : Jun 16, 2020, 8:15 AM IST

ফেনসিডিল পাচারের চেষ্টা রুখে দিল BSF ৷ তিনটি পৃথক ঘটনায় বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 3 লাখ টাকার ফেনসিডিল ও গাঁজা উদ্ধার হয়েছে ৷

ফের সীমান্তে উদ্ধার প্রচুর ফেনসিডিল, গ্রেপ্তার স্মাগলার
ফের সীমান্তে উদ্ধার প্রচুর ফেনসিডিল, গ্রেপ্তার স্মাগলার

কলকাতা, 16 জুন: সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচারের চেষ্টা অব্যাহত ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ ফের একবার বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিয়েছে BSF ৷ তিনটি পৃথক ঘটনায় প্রচুর ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে তারা ৷ সবমিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার দর সাড়ে তিন লাখেরও বেশি ৷ 1 জনকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী ।

BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ কৃষ্ণনগর সেক্টরের বাঁশঘাটা বর্ডার আউট পোস্টের কাছে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় 107 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷ ওই ব্যক্তি কাঁটাতার টপকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল । BSF তাদের ধরার চেষ্টা করলেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় স্মাগলাররা । তবে পালিয়ে যাওয়ার আগে ফেলে যায় 200 বোতল ফেনসিডিল এবং 10 কেজি গাঁজা ।

অন্য ঘটনাটি ঘটেছে মালদা সেক্টরের নওয়াদা বর্ডার আউট পোস্টে । রাত আটটা নাগাদ 3-4 জন পাচারকারী সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল । BSF তাদের পথ আটকায় । কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বিধান মণ্ডল নামে কালিয়াচক থানা এলাকার এক বাসিন্দা । তার কাছে উদ্ধার হয়েছে 100 বোতল ফেনসিডিল এবং 2 কেজি গাঁজা ।

দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় আরও 1322 বোতল ফেনসিডিল এবং 6 কেজি গাঁজা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী । সবমিলিয়ে উদ্ধার হয়েছে 1622 বোতল ফেনসিডিল এবং 18 কেজি গাঁজা । উদ্ধার হওয়া সামগ্রীর বাজার দর সাড়ে তিন লাখ টাকারও বেশি বলে জানিয়েছে BSF।

কলকাতা, 16 জুন: সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচারের চেষ্টা অব্যাহত ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ ফের একবার বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিয়েছে BSF ৷ তিনটি পৃথক ঘটনায় প্রচুর ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে তারা ৷ সবমিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার দর সাড়ে তিন লাখেরও বেশি ৷ 1 জনকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী ।

BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ কৃষ্ণনগর সেক্টরের বাঁশঘাটা বর্ডার আউট পোস্টের কাছে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় 107 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷ ওই ব্যক্তি কাঁটাতার টপকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল । BSF তাদের ধরার চেষ্টা করলেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় স্মাগলাররা । তবে পালিয়ে যাওয়ার আগে ফেলে যায় 200 বোতল ফেনসিডিল এবং 10 কেজি গাঁজা ।

অন্য ঘটনাটি ঘটেছে মালদা সেক্টরের নওয়াদা বর্ডার আউট পোস্টে । রাত আটটা নাগাদ 3-4 জন পাচারকারী সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল । BSF তাদের পথ আটকায় । কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় বিধান মণ্ডল নামে কালিয়াচক থানা এলাকার এক বাসিন্দা । তার কাছে উদ্ধার হয়েছে 100 বোতল ফেনসিডিল এবং 2 কেজি গাঁজা ।

দক্ষিণবঙ্গের বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় আরও 1322 বোতল ফেনসিডিল এবং 6 কেজি গাঁজা উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী । সবমিলিয়ে উদ্ধার হয়েছে 1622 বোতল ফেনসিডিল এবং 18 কেজি গাঁজা । উদ্ধার হওয়া সামগ্রীর বাজার দর সাড়ে তিন লাখ টাকারও বেশি বলে জানিয়েছে BSF।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.