ETV Bharat / state

Petrol Pump Strike : পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাসে পেট্রল পাম্প ধর্মঘট উঠল

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ বর্ষাকালে তেলে ইথানল না মেশাবার  দাবিতে রাজ্যজুড়ে আজ 24 ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷

Petrol Pump Strike
Petrol Pump Strike
author img

By

Published : Aug 31, 2021, 8:37 PM IST

Updated : Aug 31, 2021, 10:24 PM IST

কলকাতা, 31 অগস্ট : উঠে গেল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘট । পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ বর্ষাকালে তেলে ইথানল না মেশাবার দাবিতে রাজ্যজুড়ে আজ 24 ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ অবশেষে পরিবহণ মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন বলেন, "পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন ৷ যে তিনটি তেল সংস্থার সঙ্গে মূলত সমস্যা, তাদের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হবে । যাতে আমাদের দীর্ঘদিনের এই সমস্যাগুলি সমাধান হয় । এরপরই আমরা আজকের ধর্মঘট চব্বিশ ঘণ্টা আগেই তুলে নিলাম ।" বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ ভোর ছ'টা থেকে রাত 12টা পর্যন্ত পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল । রাজ্যজুড়ে বন্ধ ছিল প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প । যদিও সবকটি পেট্রল পাম্প ধর্মঘটে অংশ নেয়নি ৷

আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে

ধর্মঘটে সামিল হওয়া শহরের একটি পেট্রল পাম্পের মালিক তরুণ মুখোপাধ্যায় বলেন, "আমাদের দাবিদাওয়াগুলি নিয়ে বহুদিন ধরে তেল কম্পানিগুলিকে জানিয়ে আসছি । কিন্তু কোনও কাজ হয়নি । এবার আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে । তাই আজ প্রতীকী ধর্মঘট করে আমরা প্রতিবাদ জানালাম ।" এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্প ডিলারশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি জন মুখোপাধ্যায় বলেন, "দাবিদাওয়াগুলি নিয়ে আমরা অনেকদিন ধরেই তেল সংস্থাগুলিকে বারেবারে জানিয়েছি । তবে কোনও কাজ হয়নি । কিন্তু লকডাউনের পর যখন রাজ্য আবার আর্থিকভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে ৷ তখন ধর্মঘটের মধ্য দিয়ে নয় সাধারণ মানুষকে সমস্যায় ফেলে নয় বরং কথার মধ্য দিয়ে সমাধান খোঁজা উচিত । তাই আমরা এই ধর্মঘটে সামিল হইনি ।"

কলকাতা, 31 অগস্ট : উঠে গেল ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা 24 ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘট । পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ বর্ষাকালে তেলে ইথানল না মেশাবার দাবিতে রাজ্যজুড়ে আজ 24 ঘণ্টার পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ৷ অবশেষে পরিবহণ মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেন বলেন, "পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন ৷ যে তিনটি তেল সংস্থার সঙ্গে মূলত সমস্যা, তাদের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হবে । যাতে আমাদের দীর্ঘদিনের এই সমস্যাগুলি সমাধান হয় । এরপরই আমরা আজকের ধর্মঘট চব্বিশ ঘণ্টা আগেই তুলে নিলাম ।" বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ ভোর ছ'টা থেকে রাত 12টা পর্যন্ত পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল । রাজ্যজুড়ে বন্ধ ছিল প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প । যদিও সবকটি পেট্রল পাম্প ধর্মঘটে অংশ নেয়নি ৷

আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে

ধর্মঘটে সামিল হওয়া শহরের একটি পেট্রল পাম্পের মালিক তরুণ মুখোপাধ্যায় বলেন, "আমাদের দাবিদাওয়াগুলি নিয়ে বহুদিন ধরে তেল কম্পানিগুলিকে জানিয়ে আসছি । কিন্তু কোনও কাজ হয়নি । এবার আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে । তাই আজ প্রতীকী ধর্মঘট করে আমরা প্রতিবাদ জানালাম ।" এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল পেট্রল পাম্প ডিলারশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি জন মুখোপাধ্যায় বলেন, "দাবিদাওয়াগুলি নিয়ে আমরা অনেকদিন ধরেই তেল সংস্থাগুলিকে বারেবারে জানিয়েছি । তবে কোনও কাজ হয়নি । কিন্তু লকডাউনের পর যখন রাজ্য আবার আর্থিকভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে ৷ তখন ধর্মঘটের মধ্য দিয়ে নয় সাধারণ মানুষকে সমস্যায় ফেলে নয় বরং কথার মধ্য দিয়ে সমাধান খোঁজা উচিত । তাই আমরা এই ধর্মঘটে সামিল হইনি ।"

Last Updated : Aug 31, 2021, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.