ETV Bharat / state

সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল - কলকাতায় পেট্রলের দাম

রাজ্য সরকারেরও গলায় কাঁটার মতো বিঁধছে পেট্রল-ডিজ়েলের দাম । বিশেষ করে বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে গিয়ে নাজেহাল রাজ্য ।

Petrol Diesel price rises in Kolkata
ফাইল ছবি
author img

By

Published : Jul 10, 2021, 8:32 AM IST

Updated : Jul 10, 2021, 9:04 AM IST

কলকাতা, 10 জুলাই : আরও মহার্ঘ্য পেট্রল-ডিজ়েল । লিটার পিছু পেট্রলের দাম আগেই সেঞ্চুরি পেরিয়েছে । বুধবার থেকে 100-র উপর দিয়ে যাচ্ছে পেট্রলের দাম । আজ তা বেড়ে 101 টাকা 1 পয়সায় পৌঁছে গিয়েছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লিটার পিছু ডিজ়েলের দামও । কলকাতায় আজ ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 92 টাকা 97 পয়সা ।

উত্তরের বেশ কয়েকটি জেলায় আরও আগে একশোর গণ্ডি পার করেছে পেট্রল । একে তো করোনা পরিস্থিতি । তার উপর ক্রমেই মহার্ঘ্য হচ্ছে জ্বালানি তেলের দাম । ভোগান্তি বাড়ছে সাধারণ নাগরিকদের । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিকে ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোরও চলছে সমানে । রাজ্য দিল্লিকে বলছে সেস কমাতে । দিল্লি থেকে আবার বলা হচ্ছে. রাজ্য সরকার কেন তার ভাগের টাকা কমাচ্ছে না ।

কেন্দ্রের তরফেও অবশ্য একাধিকবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে । কিন্তু প্রতিবারই নির্মলা সীমারমন বা অন্যান্য মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে, তাঁরা অপারগ । জ্বালানি তেলের দাম যে আন্তর্জাতিক বাজার দরের উপর নির্ভর করে সেই কথাই বারবার বলে নিজেদের কোর্ট থেকে বল সরিয়ে দিয়েছেন ।

Petrol Diesel price rises in Kolkata
সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

এদিকে রাজ্য সরকারেরও গলায় কাঁটার মতো বিঁধছে পেট্রল-ডিজ়েলের দাম । বিশেষ করে বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে গিয়ে নাজেহাল রাজ্য । বেসরকারি বাস মালিক সংগঠনগুলির থেকে বারবার দাবি করা হচ্ছে ভাড়া বাড়ানোর জন্য । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভাড়া না বাড়ানো হলে, এই অগ্নিমূল্য বাজারে রাস্তায় বাস নামানো সম্ভব নয় । কিন্তু রাজ্য সরকার বাসের ভাড়া বাড়ানোর বিপক্ষে ।

আরও পড়ুন : Madan Mitra : গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদনের

আর এরই জাঁতাকলে পরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা । লোকাল ট্রেন বন্ধ । রোজকার যাওয়া আসায় ভরসা বাস পরিষেবাই । অথচ, রাস্তায় দেখা নেই পর্যাপ্ত বেসরকারি বাস ও মিনিবাসের । এদিকে ট্যাক্সি বা অটোগুলির ভাড়াও একাধিক জায়গায় মধ্যবিত্তের নাগালের বাইরে ।

শুধু কলকাতাতেই নয়, নয়াদিল্লি, মুম্বই, ভোপালেও বেড়েছে পেট্রোপণ্যের দাম । রাজধানীতে আজ পেট্রলের দাম লিটার পিছু 100 টাকা 91 পয়সা, ডিজ়েল লিটার পিছু 89 টাকা 88 পয়সা । ভোপালে পেট্রলের দাম লিটার পিছু 109 টাকা 24 পয়সা, ডিজ়েল লিটার পিছু 98 টাকা 67 পয়সা । মুম্বইয়ে পেট্রলের দাম লিটার পিছু 106 টাকা 93 পয়সা, ডিজ়েল লিটার পিছু 97 টাকা 46 পয়সা ।

কলকাতা, 10 জুলাই : আরও মহার্ঘ্য পেট্রল-ডিজ়েল । লিটার পিছু পেট্রলের দাম আগেই সেঞ্চুরি পেরিয়েছে । বুধবার থেকে 100-র উপর দিয়ে যাচ্ছে পেট্রলের দাম । আজ তা বেড়ে 101 টাকা 1 পয়সায় পৌঁছে গিয়েছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লিটার পিছু ডিজ়েলের দামও । কলকাতায় আজ ডিজ়েলের দাম বেড়ে হয়েছে 92 টাকা 97 পয়সা ।

উত্তরের বেশ কয়েকটি জেলায় আরও আগে একশোর গণ্ডি পার করেছে পেট্রল । একে তো করোনা পরিস্থিতি । তার উপর ক্রমেই মহার্ঘ্য হচ্ছে জ্বালানি তেলের দাম । ভোগান্তি বাড়ছে সাধারণ নাগরিকদের । পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিকে ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোরও চলছে সমানে । রাজ্য দিল্লিকে বলছে সেস কমাতে । দিল্লি থেকে আবার বলা হচ্ছে. রাজ্য সরকার কেন তার ভাগের টাকা কমাচ্ছে না ।

কেন্দ্রের তরফেও অবশ্য একাধিকবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে । কিন্তু প্রতিবারই নির্মলা সীমারমন বা অন্যান্য মন্ত্রীদের গলায় শোনা গিয়েছে, তাঁরা অপারগ । জ্বালানি তেলের দাম যে আন্তর্জাতিক বাজার দরের উপর নির্ভর করে সেই কথাই বারবার বলে নিজেদের কোর্ট থেকে বল সরিয়ে দিয়েছেন ।

Petrol Diesel price rises in Kolkata
সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

এদিকে রাজ্য সরকারেরও গলায় কাঁটার মতো বিঁধছে পেট্রল-ডিজ়েলের দাম । বিশেষ করে বেসরকারি বাস পরিষেবা সচল রাখতে গিয়ে নাজেহাল রাজ্য । বেসরকারি বাস মালিক সংগঠনগুলির থেকে বারবার দাবি করা হচ্ছে ভাড়া বাড়ানোর জন্য । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভাড়া না বাড়ানো হলে, এই অগ্নিমূল্য বাজারে রাস্তায় বাস নামানো সম্ভব নয় । কিন্তু রাজ্য সরকার বাসের ভাড়া বাড়ানোর বিপক্ষে ।

আরও পড়ুন : Madan Mitra : গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ মদনের

আর এরই জাঁতাকলে পরে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা । লোকাল ট্রেন বন্ধ । রোজকার যাওয়া আসায় ভরসা বাস পরিষেবাই । অথচ, রাস্তায় দেখা নেই পর্যাপ্ত বেসরকারি বাস ও মিনিবাসের । এদিকে ট্যাক্সি বা অটোগুলির ভাড়াও একাধিক জায়গায় মধ্যবিত্তের নাগালের বাইরে ।

শুধু কলকাতাতেই নয়, নয়াদিল্লি, মুম্বই, ভোপালেও বেড়েছে পেট্রোপণ্যের দাম । রাজধানীতে আজ পেট্রলের দাম লিটার পিছু 100 টাকা 91 পয়সা, ডিজ়েল লিটার পিছু 89 টাকা 88 পয়সা । ভোপালে পেট্রলের দাম লিটার পিছু 109 টাকা 24 পয়সা, ডিজ়েল লিটার পিছু 98 টাকা 67 পয়সা । মুম্বইয়ে পেট্রলের দাম লিটার পিছু 106 টাকা 93 পয়সা, ডিজ়েল লিটার পিছু 97 টাকা 46 পয়সা ।

Last Updated : Jul 10, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.