ETV Bharat / state

Petrol-Diesel Price : টানা চার সপ্তাহ অপরিবর্তিত জ্বালানির দাম - Diesel Price in Kolkata

কলকাতা সহ অন্যান্য সব বড় শহরগুলিতে আজও একই রয়েছে পেট্রল-ডিজ়েলের দাম ৷ এই নিয়ে টানা 28 দিন অপরিবর্তিত জ্বালানি মূল্য ৷

পেট্রল-ডিজ়েলের দাম
পেট্রল-ডিজ়েলের দাম
author img

By

Published : Aug 14, 2021, 12:49 PM IST

কলকাতা, 14 অগস্ট : টানা চার সপ্তাহ কলকাতায় অপরিবর্তিত পেট্রল - ডিজ়েলের দাম ৷ কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বইতেও জ্বালানি তেলের দামের কোনও হেরফের হয়নি শেষ 28 দিনে ৷ আজ কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম রয়েছে 102 টাকা 8 পয়সা এবং ডিজ়েলের দাম রয়েছে 93 টাকা 2 পয়সা ৷

শনিবার রাজধানীতে পেট্রলের দাম রয়েছে 101 টাকা 84 পয়সা প্রতি লিটার এবং ডিজ়েলের দাম রয়েছে 89 টাকা 87 পয়সা প্রতি লিটার ৷ মুম্বইতে পেট্রল-ডিজ়েলে দাম যথাক্রমে 107 টাকা 83 পয়সা এবং 97 টাকা 45 পয়সা প্রতি লিটার ৷

একইভাবে চেন্নাইতেও টানা চার সপ্তাহ অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম ৷ সেখানে আজ লিটার পিছু পেট্রল-ডিজ়েলের দাম রয়েছে যথাক্রম 101 টাকা 49 পয়সা এবং 94 টাকা 39 পয়সা ৷

চার বড় শহরেই দীর্ঘদিন ধরে একশোর উপরে আটকে রয়েছে পেট্রলের দাম ৷ জ্বালানি ভরতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার ৷ কলকাতায় লোকাল ট্রেন এখনও সাধারণ নাগরিকদের জন্য চালু হয়নি ৷ নিত্যযাত্রীদের ভরসা এখন বাসই ৷ কিন্তু পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বেড়েছে বাসেরও ৷ চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ৷ কবে কমবে জ্বালানির দাম, সেই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে মধ্যবিত্তের ৷

কলকাতা, 14 অগস্ট : টানা চার সপ্তাহ কলকাতায় অপরিবর্তিত পেট্রল - ডিজ়েলের দাম ৷ কলকাতার পাশাপাশি দিল্লি, মুম্বইতেও জ্বালানি তেলের দামের কোনও হেরফের হয়নি শেষ 28 দিনে ৷ আজ কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম রয়েছে 102 টাকা 8 পয়সা এবং ডিজ়েলের দাম রয়েছে 93 টাকা 2 পয়সা ৷

শনিবার রাজধানীতে পেট্রলের দাম রয়েছে 101 টাকা 84 পয়সা প্রতি লিটার এবং ডিজ়েলের দাম রয়েছে 89 টাকা 87 পয়সা প্রতি লিটার ৷ মুম্বইতে পেট্রল-ডিজ়েলে দাম যথাক্রমে 107 টাকা 83 পয়সা এবং 97 টাকা 45 পয়সা প্রতি লিটার ৷

একইভাবে চেন্নাইতেও টানা চার সপ্তাহ অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম ৷ সেখানে আজ লিটার পিছু পেট্রল-ডিজ়েলের দাম রয়েছে যথাক্রম 101 টাকা 49 পয়সা এবং 94 টাকা 39 পয়সা ৷

চার বড় শহরেই দীর্ঘদিন ধরে একশোর উপরে আটকে রয়েছে পেট্রলের দাম ৷ জ্বালানি ভরতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার ৷ কলকাতায় লোকাল ট্রেন এখনও সাধারণ নাগরিকদের জন্য চালু হয়নি ৷ নিত্যযাত্রীদের ভরসা এখন বাসই ৷ কিন্তু পেট্রোপণ্যের লাগাতার মূল্য বৃদ্ধির জেরে ভাড়া বেড়েছে বাসেরও ৷ চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা ৷ কবে কমবে জ্বালানির দাম, সেই চিন্তাই এখন রাতের ঘুম কেড়েছে মধ্যবিত্তের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.