ETV Bharat / state

মার্চ থেকেই টিকা পাবেন পঞ্চাশোর্ধরা, জানালেন হর্ষ বর্ধন - পঞ্চাশোর্ধদের জন্য করোনা ভ্যাকসিন

প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় নিযুক্ত প্রথম সারির যোদ্ধাদের । এবার পরবর্তী পর্যায়ে যাঁদের বয়স 50 বছরে বেশি, তাঁদের টিকা দেওয়া হবে । মার্চ মাস থেকেই শুরু হয়ে পরবর্তী পর্যায়ের টিকাকরণ ।

হর্ষ বর্ধন
হর্ষ বর্ধন
author img

By

Published : Feb 6, 2021, 10:49 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : আগামী মাস থেকেই শুরু হতে চলেছে পরবর্তী দফার করোনা টিকাকরণ । পঞ্চাশ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে । আজ কলকাতায় এসে এমনটাই জানলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।

নতুন বছরের শুরু থেকেই করোনা টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্র । প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় নিযুক্ত প্রথম সারির যোদ্ধাদের । এবার পরবর্তী দফায় টিকাকরণ শুরু হচ্ছে মার্চ মাস থেকে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ জানিয়েছেন, "সাতটি ভ্যাকসিন পরীক্ষামূলক স্তরে রয়েছে । মোট 22 টি দেশ ভারতের থেকে টিকা নিতে চেয়েছে ।" পাশাপাশি, 50 বছরের উপরে যাঁদের বয়স, তাঁদেরও মার্চ মাস থেকে করোনা টিকা দেওয়া হবে বলে জানান হর্ষ বর্ধন ।

আরও পড়ুন : ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

বাংলায় টিকাকরণের জন্য কম ডোজ় পাঠানো হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে রাজ্য সরকার । আজ সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । বললেন, রাজ্যে টিকাকরণে জন্য কেন্দ্র সবরকমভাবে সাহায্য করেছে । রাজ্যে 21 লাখ 76 হাজার 560 ডোজ় টিকা পাঠানো হয়েছে । টিকাকরণের জন্য 7.73 কোটি টাকাও দেওয়া হয়েছে ।" এছাড়াও 10 লাখেরও বেশি টেস্ট কিট পাঠানো হয়েছে বলে জানান তিনি ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : আগামী মাস থেকেই শুরু হতে চলেছে পরবর্তী দফার করোনা টিকাকরণ । পঞ্চাশ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের এই পর্যায়ে টিকা দেওয়া হবে । আজ কলকাতায় এসে এমনটাই জানলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ।

নতুন বছরের শুরু থেকেই করোনা টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্র । প্রথম দফায় টিকা দেওয়া হয়েছে করোনা মোকাবিলায় নিযুক্ত প্রথম সারির যোদ্ধাদের । এবার পরবর্তী দফায় টিকাকরণ শুরু হচ্ছে মার্চ মাস থেকে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজ জানিয়েছেন, "সাতটি ভ্যাকসিন পরীক্ষামূলক স্তরে রয়েছে । মোট 22 টি দেশ ভারতের থেকে টিকা নিতে চেয়েছে ।" পাশাপাশি, 50 বছরের উপরে যাঁদের বয়স, তাঁদেরও মার্চ মাস থেকে করোনা টিকা দেওয়া হবে বলে জানান হর্ষ বর্ধন ।

আরও পড়ুন : ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

বাংলায় টিকাকরণের জন্য কম ডোজ় পাঠানো হচ্ছে বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছে রাজ্য সরকার । আজ সেই অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী । বললেন, রাজ্যে টিকাকরণে জন্য কেন্দ্র সবরকমভাবে সাহায্য করেছে । রাজ্যে 21 লাখ 76 হাজার 560 ডোজ় টিকা পাঠানো হয়েছে । টিকাকরণের জন্য 7.73 কোটি টাকাও দেওয়া হয়েছে ।" এছাড়াও 10 লাখেরও বেশি টেস্ট কিট পাঠানো হয়েছে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.