কলকাতা, 31 জানুয়ারি : আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই কর আদায় করতে তৎপর রাজ্য প্রশাসন । করদাতাদের জন্য অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকারের কর ও অন্যান্য শুল্ক অতি সহজেই প্রদানের ব্যবস্থা করল অর্থ দপ্তর ।
আজ অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IFMS মোবাইল অ্যাপের সাহায্যে অনলাইনে GRIPS-র মাধ্যমে সরকারি তহবিলে বিভিন্ন কর ও অন্যান্য শুল্ক প্রদান করা যাবে ।
অর্থবর্ষ শেষের দিকে সাধারণত কর ও অন্যান্য শুল্ক আদায় নিয়ে চাপ থাকে অর্থ দপ্তরের আধিকারিকদের । রাজ্যের সাধারণ মানুষ সহজভাবে চট জলদি কর বা অন্যান্য শুল্ক সরকারের রাজকোষে প্রদান করতে পারে তার জন্য অর্থ দপ্তর সরলীকরণ পদ্ধতির ব্যবস্থা করল । এবার থেকে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, BHIM UPI পদ্ধতিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকার কর বা অন্যান্য শুল্ক প্রদান করতে পারবেন এ রাজ্যের নাগরিকরা । অর্থ দপ্তরের এই নয়া নির্দেশিকার ফলে কর আদায় অনেকাংশে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।