ETV Bharat / state

কর আদায়ে এবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রাজ্যের - আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই কর আদায়

আজ অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IFMS মোবাইল অ্যাপের সাহায্যে অনলাইনে GRIPS-র মাধ্যমে সরকারি তহবিলে বিভিন্ন কর ও অন্যান্য শুল্ক প্রদান করা যাবে ।

mobile app
mobile app
author img

By

Published : Jan 31, 2020, 7:15 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই কর আদায় করতে তৎপর রাজ্য প্রশাসন‌ । করদাতাদের জন্য অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকারের কর ও অন্যান্য শুল্ক অতি সহজেই প্রদানের ব্যবস্থা করল অর্থ দপ্তর ।

আজ অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IFMS মোবাইল অ্যাপের সাহায্যে অনলাইনে GRIPS-র মাধ্যমে সরকারি তহবিলে বিভিন্ন কর ও অন্যান্য শুল্ক প্রদান করা যাবে ।

অর্থবর্ষ শেষের দিকে সাধারণত কর ও অন্যান্য শুল্ক আদায় নিয়ে চাপ থাকে অর্থ দপ্তরের আধিকারিকদের । রাজ‍্যের সাধারণ মানুষ সহজভাবে চট জলদি কর বা অন্যান্য শুল্ক সরকারের রাজকোষে প্রদান করতে পারে তার জন্য অর্থ দপ্তর সরলীকরণ পদ্ধতির ব্যবস্থা করল । এবার থেকে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, BHIM UPI পদ্ধতিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকার কর বা অন্যান্য শুল্ক প্রদান করতে পারবেন এ রাজ্যের নাগরিকরা । অর্থ দপ্তরের এই নয়া নির্দেশিকার ফলে কর আদায় অনেকাংশে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

কলকাতা, 31 জানুয়ারি : আধুনিক ডিজিটাল প্রযুক্তির সাহায্যেই কর আদায় করতে তৎপর রাজ্য প্রশাসন‌ । করদাতাদের জন্য অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকারের কর ও অন্যান্য শুল্ক অতি সহজেই প্রদানের ব্যবস্থা করল অর্থ দপ্তর ।

আজ অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, IFMS মোবাইল অ্যাপের সাহায্যে অনলাইনে GRIPS-র মাধ্যমে সরকারি তহবিলে বিভিন্ন কর ও অন্যান্য শুল্ক প্রদান করা যাবে ।

অর্থবর্ষ শেষের দিকে সাধারণত কর ও অন্যান্য শুল্ক আদায় নিয়ে চাপ থাকে অর্থ দপ্তরের আধিকারিকদের । রাজ‍্যের সাধারণ মানুষ সহজভাবে চট জলদি কর বা অন্যান্য শুল্ক সরকারের রাজকোষে প্রদান করতে পারে তার জন্য অর্থ দপ্তর সরলীকরণ পদ্ধতির ব্যবস্থা করল । এবার থেকে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট, BHIM UPI পদ্ধতিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকার কর বা অন্যান্য শুল্ক প্রদান করতে পারবেন এ রাজ্যের নাগরিকরা । অর্থ দপ্তরের এই নয়া নির্দেশিকার ফলে কর আদায় অনেকাংশে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

Intro:কলকাতা, ৩১ জানুয়ারি : এবারে আধুনিক ডিজিটাল প্রযুক্তির ওপর ভর করেই কর আদায় করতে তৎপর হচ্ছে রাজ্য প্রশাসন‌। কর দাতাদের জন্য অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকারের কর ও অন্যান্য শুল্ক অতি সহজেই প্রদানের ব্যবস্থা করল রাজ্যের অর্থ দপ্তর। আজ অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে IFMS মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে অনলাইনে GRIPS এর মাধ্যমে সরকারি তহবিলে বিভিন্ন কর ও অন্যান্য শুল্ক প্রদান করা যাবে।


Body:অর্থবর্ষ শেষের দিকে সাধারণত কর ও অন্যান্য শুল্ক আদায় নিয়ে চাপ থাকে অর্থ দফতরের আধিকারিকদের। রাজ‍্যের সাধারণ মানুষ যাতে করে সমস্যাহীন ভাবে চট জলদি কর বা অন্যান্য শুল্ক সরকারের রাজকোষে প্রদান করতে পারে তার জন্য অর্থ দপ্তর সরলীকরণ পদ্ধতির ব্যবস্থা করল। এর ফলে এবার থেকে ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট,BHIM UPI পদ্ধতিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সকল প্রকার কর বা অন্যান্য শুল্ক প্রদান করতে পারবেন এ রাজ্যের নাগরিকরা। অর্থ দপ্তরের এই নয়া নির্দেশিকার ফলে কর আদায় অনেকাংশে বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.