ETV Bharat / state

নববর্ষে করোনা বিধি শিকেয় তুলে ভিড় কালীঘাট মন্দিরে

নববর্ষেও একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ৷ নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকেই কালীঘাট মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা গেল ৷ তবে করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখালেন ভক্তরা ৷ অনেকেই দিলেন গরমের অজুহাত ৷

কালীঘাট মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা গেল ৷ তবে করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখালেন ভক্তরা ৷ অনেকেই দিলেন গরমের অজুহাত ৷
কালীঘাট মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা গেল ৷ তবে করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখালেন ভক্তরা ৷ অনেকেই দিলেন গরমের অজুহাত ৷
author img

By

Published : Apr 15, 2021, 10:58 PM IST

কলকাতা, 15 এপ্রিল : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ সংক্রমণের মাত্রা একদিনে 2 লাখের গণ্ডি পার করেছে ৷ সংক্রমণ প্রতিরোধে করোনা বিধি মানার কথা বলছেন চিকিৎসকরা ৷ কিন্তু হুঁশ ফেরেনি সাধারণ মানুষের ৷ ভোটের নির্বাচনী প্রচারে আগেই শারীরিক দুরত্ববিধি লাটে উঠেছে ৷ মাস্ক ছাড়াই জমায়েত করছেন সাধারণ মানুষ ৷

নববর্ষেও একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ৷ নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকেই কালীঘাট মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা গেল ৷ তবে করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখালেন ভক্তরা ৷ অনেকেই দিলেন গরমের অজুহাত ৷

নববর্ষকে কেন্দ্র করে কালীঘাটে এদিন সকাল থেকেই দেখা গেল ভক্তদের লাইন উপচে পড়া ভিড় । কিন্তু সিংহভাগ মানুষের মুখে ছিল ফাঁকা অর্থাৎ মাস্কবিহীন মুখ । অনেককে সচেতন করিয়ে দেওয়ার পরে তারা সম্বিৎ ফিরে পেলেন । ক্যামেরার সামনেই করে নিলেন মাস্ক । আর অজুহাত একটাই গরম এই তীব্র গরমে মুখ বন্ধ করে রাখা খুব কষ্টদায়ক ব্যাপার ৷ তাই খুলে রাখতে হচ্ছে মাস্ক । কিন্তু মাস্কের অনুপস্থিতিতে কখন যে শরীরের মধ্যে দানা বাঁধছে করোনা ভাইরাস এর বীজ, সেটা বোঝা মুশকিল ।

কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কালীঘাটে লম্বা লাইন

আজ ভক্ত থেকে শুরু করে কালীঘাটের পূজারী অনেকেই ছিলেন মাস্ক বিহীন অবস্থায় । বলে দেবার পর পকেট থেকে বার করে তারা মাস্ক পড়লেন । চিকিৎসকরা বলছেন, একমাত্র করোনা বিধি মানলেই এই রোগ থেকে মুক্তি মিলতে পারে ৷ তাই সচেতন হন ৷ মাস্ক পরুন, করোনাকে দূরে রাখুন ৷

কলকাতা, 15 এপ্রিল : দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ সংক্রমণের মাত্রা একদিনে 2 লাখের গণ্ডি পার করেছে ৷ সংক্রমণ প্রতিরোধে করোনা বিধি মানার কথা বলছেন চিকিৎসকরা ৷ কিন্তু হুঁশ ফেরেনি সাধারণ মানুষের ৷ ভোটের নির্বাচনী প্রচারে আগেই শারীরিক দুরত্ববিধি লাটে উঠেছে ৷ মাস্ক ছাড়াই জমায়েত করছেন সাধারণ মানুষ ৷

নববর্ষেও একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় ৷ নববর্ষকে কেন্দ্র করে সকাল থেকেই কালীঘাট মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা গেল ৷ তবে করোনা বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখালেন ভক্তরা ৷ অনেকেই দিলেন গরমের অজুহাত ৷

নববর্ষকে কেন্দ্র করে কালীঘাটে এদিন সকাল থেকেই দেখা গেল ভক্তদের লাইন উপচে পড়া ভিড় । কিন্তু সিংহভাগ মানুষের মুখে ছিল ফাঁকা অর্থাৎ মাস্কবিহীন মুখ । অনেককে সচেতন করিয়ে দেওয়ার পরে তারা সম্বিৎ ফিরে পেলেন । ক্যামেরার সামনেই করে নিলেন মাস্ক । আর অজুহাত একটাই গরম এই তীব্র গরমে মুখ বন্ধ করে রাখা খুব কষ্টদায়ক ব্যাপার ৷ তাই খুলে রাখতে হচ্ছে মাস্ক । কিন্তু মাস্কের অনুপস্থিতিতে কখন যে শরীরের মধ্যে দানা বাঁধছে করোনা ভাইরাস এর বীজ, সেটা বোঝা মুশকিল ।

কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে কালীঘাটে লম্বা লাইন

আজ ভক্ত থেকে শুরু করে কালীঘাটের পূজারী অনেকেই ছিলেন মাস্ক বিহীন অবস্থায় । বলে দেবার পর পকেট থেকে বার করে তারা মাস্ক পড়লেন । চিকিৎসকরা বলছেন, একমাত্র করোনা বিধি মানলেই এই রোগ থেকে মুক্তি মিলতে পারে ৷ তাই সচেতন হন ৷ মাস্ক পরুন, করোনাকে দূরে রাখুন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.