কলকাতা, 6 নভেম্বর : সকালের পর বিকাল। ভাইফোঁটার দিন শহরে ফের পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হল আরও এক পথচারীর ৷ এবার ঘটনাস্থল চিংড়িহাটা মোড়। এদিন বিকেলে চিংড়িহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারে সাতজন পথচারীকে। ঘটনায় 1 জনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত বাকি 6 জন ৷
জানা গিয়েছে, জেব্রা ক্রসিং দাঁড়িয়ে থাকা সাতজন পথচারীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 1 জনের মৃত্য হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন সন্ধে নাগাদ গাড়িটি আচমকাই জেব্রা ক্রসিংয়ের উপর চলে আসে এবং বেশ কয়েকজনকে ধাক্কা দেয়। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে আটক করে ৷ গাড়ির চালককে আটক করা হয়। পুলিশের অনুমান গাড়িটি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
রাস্তার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে আসে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ৷ ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক রিপোর্ট, গাড়ির গতি বেশি থাকায় ব্রেক কষতে দেরি হওয়ার কারণে এই দুর্ঘটনা। তদন্তে নেমে দফায়-দফায় ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি গাড়ির ভিতর থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়।
আরও পড়ুন : ভাইফোঁটার দিন শহরে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে আহতদের সঙ্গে কথাও বলতে যান পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি চিংড়িহাটা ক্রসিংয়ের একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।