ETV Bharat / state

বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগী, "দায় কার ?" প্রশ্ন অভিষেকের

author img

By

Published : Jun 13, 2019, 12:51 AM IST

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন রোগী । গতকাল অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন, "এর দায় কার? " সেইসঙ্গে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার আবেদন জানালেন ।

অভিষেক ব্যানার্জি

কলকাতা, 13 জুন : "এইভাবে লাখ লাখ মানুষ যাঁরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে আসছেন তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এর দায়টা কার ? দায়িত্বটা কার ? " গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সামনে এই প্রশ্ন রাখেন । তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি শুনে নিশ্চিতভাবে উপযুক্ত ব্যবস্থা নেবে ।

সোমবার রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মারা যান বছর 75-এর মহম্মদ শহিদ । অভিযোগ, এরপরই হাসপাতালের ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিজনরা । ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় (জুনিয়র ডাক্তার ) মাথায় গুরুতর চোট পান । এরপরই নিরাপত্তার দাবিতে বিক্ষোভে শামিল হন জুনিয়র ডাক্তাররা । রাজ্যজুড়ে একই ইশুতে আন্দোলন শুরু করেন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । অনেক হাসপাতালে জরুরি বিভাগের পরিষেবাও বন্ধ রাখা হয় । যার জেরে দুর্ভোগে পড়েন রোগী ও তাদের পরিবার । চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে । অভিষেক বলেন, "সকলকে অনুরোধ করব রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখুন । আপনাদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে । এই নৈরাজ্যের অবসান আমরা সকলেই চাই । "

শুনুন অভিষেক ব্যানার্জির বক্তব্য

অভিষেক BJP নেতা মুকুল রায়কে আক্রমণ করেন । বলেন , "সিঙ্গুরের আন্দোলনকে (মুকুল রায়) ঐতিহাসিক ভুল বলছেন । লজ্জা হওয়া উচিত । সুপ্রিম কোর্ট কৃষকদের পক্ষে রায় দিয়েছে । আমি প্রশ্ন করতে চাই তাঁকে - সেই রায় কি ভুল ? সিঙ্গুর আন্দোলন যদি ভুল হয় সেদিনই দল ছাড়েননি কেন? 2016 সালের 14 সেপ্টেম্বর মমতা ব্যানার্জি কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছেন । সেই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন । পরবর্তীকালে সারদা- নারদ থেকে নিজের পিঠ বাঁচাতে BJP-তে যোগদান করেছেন । কেউ বিকিয়ে যায় টাকার কাছে, কেউ বিকিয়ে যায় নিজের পিঠ বাঁচাতে । মুকুলবাবুর কাজ একটাই - মিথ্যে বলে দিল্লির কাছে নম্বর বাড়ানো, এবং নম্বর বাড়িয়ে নিজের বাজার গরম করা । "

কলকাতা, 13 জুন : "এইভাবে লাখ লাখ মানুষ যাঁরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসার জন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে আসছেন তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । কেউ কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন । এর দায়টা কার ? দায়িত্বটা কার ? " গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সামনে এই প্রশ্ন রাখেন । তিনি আশ্বাস দেন, রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের দাবি শুনে নিশ্চিতভাবে উপযুক্ত ব্যবস্থা নেবে ।

সোমবার রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে । রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে মারা যান বছর 75-এর মহম্মদ শহিদ । অভিযোগ, এরপরই হাসপাতালের ডাক্তারদের উপর চড়াও হয় রোগীর পরিজনরা । ঘটনায় পরিবহ মুখোপাধ্যায় (জুনিয়র ডাক্তার ) মাথায় গুরুতর চোট পান । এরপরই নিরাপত্তার দাবিতে বিক্ষোভে শামিল হন জুনিয়র ডাক্তাররা । রাজ্যজুড়ে একই ইশুতে আন্দোলন শুরু করেন বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । অনেক হাসপাতালে জরুরি বিভাগের পরিষেবাও বন্ধ রাখা হয় । যার জেরে দুর্ভোগে পড়েন রোগী ও তাদের পরিবার । চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে । অভিষেক বলেন, "সকলকে অনুরোধ করব রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখুন । আপনাদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে । এই নৈরাজ্যের অবসান আমরা সকলেই চাই । "

শুনুন অভিষেক ব্যানার্জির বক্তব্য

অভিষেক BJP নেতা মুকুল রায়কে আক্রমণ করেন । বলেন , "সিঙ্গুরের আন্দোলনকে (মুকুল রায়) ঐতিহাসিক ভুল বলছেন । লজ্জা হওয়া উচিত । সুপ্রিম কোর্ট কৃষকদের পক্ষে রায় দিয়েছে । আমি প্রশ্ন করতে চাই তাঁকে - সেই রায় কি ভুল ? সিঙ্গুর আন্দোলন যদি ভুল হয় সেদিনই দল ছাড়েননি কেন? 2016 সালের 14 সেপ্টেম্বর মমতা ব্যানার্জি কৃষকদের জমি ফিরিয়ে দিয়েছেন । সেই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন । পরবর্তীকালে সারদা- নারদ থেকে নিজের পিঠ বাঁচাতে BJP-তে যোগদান করেছেন । কেউ বিকিয়ে যায় টাকার কাছে, কেউ বিকিয়ে যায় নিজের পিঠ বাঁচাতে । মুকুলবাবুর কাজ একটাই - মিথ্যে বলে দিল্লির কাছে নম্বর বাড়ানো, এবং নম্বর বাড়িয়ে নিজের বাজার গরম করা । "

Intro:চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইটBody:চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের বাইটConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.