ETV Bharat / state

বন্ধ হাসপাতালের OPD পরিষেবা, ফুটপাতে ঠাঁই রোগীর - opd

NRS-এ বন্ধ OPD পরিষেবা । ফিরে যেতে হচ্ছে রোগীদের ।

রোগী
author img

By

Published : Jun 12, 2019, 10:40 PM IST

কলকাতা, 12 জুন : আজ রাজ্যজুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের OPD বন্ধের ডাক দিয়েছিল ডাক্তারদের সংগঠন । এর জেরে সমস্যায় পড়েন রোগী ও তাঁর পরিজনরা । কাউকে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয়েছে । কেউ বা ঠাঁই নিয়েছেন হাসপাতালের সামনে ফুটপাতে । এক শিশুকে আবার চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই দিয়ে দেওয়া হয়েছে ছুটি । NRS চত্বরে গেলেই দেখা যাবে এরকম টুকরো টুকরো অসহায়তার ছবি ।

বছর 40-এর ভবসুন্দর মণ্ডল । মালদার ভূতনি এলাকার বাসিন্দা । গাছ থেকে পড়ে গিয়েছিলেন । তারপর থেকেই নার্ভের সমস্যায় ভুগছেন । গত একমাস ধরে NRS-এ তাঁর চিকিৎসা চলছে । আজ আউটডোরে দেখাবেন বলে মঙ্গলবার রাত 12 টা নাগাদ স্ত্রী রীনা মণ্ডল তাঁকে নিয়ে NRS-এ পৌঁছে যান । কিন্তু তারপর থেকেই দিশাহারা তিনি । বুঝতে পারছেন না কী করবেন । হাসপাতালে যে কর্মবিরতি চলছে । আবার আজ OPD বয়কট রাজ্যজুড়ে । তাই একপ্রকার বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালের সামনে ফুটপাতে আশ্রয় নিয়েছেন রীনা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রীনা বলেন, "কাল থেকে চেষ্টা করেছি । কিন্তু হাসপাতালে ঢুকতে পারিনি । ওষুধ ফুরিয়ে গেছে । তাই ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরব ভেবেছিলাম । কিন্তু এখানে তো হরতাল চলছে । আজকের দিনটা দেখব । না হলে ফিরে যাব ।"

অন্যদিকে 7 বছরের ঈশিকা মণ্ডল । খেলতে গিয়ে পড়ে হাতের হাড়ে চিড় ধরে । গত বৃহস্পতিবার NRS-এ ভরতি হয় । সোমবার ঈশিকার অপারেশন হয় । তারপর থেকেই হাসপাতালে অশান্তি শুরু হয়ে যায় । তাই আগামীকাল ছুটি হওয়ার কথা থাকলে পরিস্থিতির কথা মাথায় রেখে আজই তাকে ছুটি দিয়ে দেওয়া হয় । ঈশিকার বাবা অর্ধেন্দু মণ্ডল বলেন, "ডাক্তার আমাকে বলেন মেয়েকে আজ বাড়ি নিয়ে চলে যেতে । কারণ চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে । সেইজন্য বাধ্য হয়ে মেয়েকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি । অপারেশনের পর এখনও একবারও ড্রেসিং হয়নি । আমাদের বাইরে থেকে ড্রেসিং করিয়ে নিতে বললেন চিকিৎসক ।"

সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় NRS হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে । ডাক্তারদের সঙ্গে রোগীর পরিজনদের হাতাহাতি শুরু হয় । আহত হন পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থানে বসেন ডাক্তাররা । আজ রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক দেয় ডাক্তারদের সংগঠন ।

কলকাতা, 12 জুন : আজ রাজ্যজুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের OPD বন্ধের ডাক দিয়েছিল ডাক্তারদের সংগঠন । এর জেরে সমস্যায় পড়েন রোগী ও তাঁর পরিজনরা । কাউকে চিকিৎসা ছাড়াই ফিরে যেতে হয়েছে । কেউ বা ঠাঁই নিয়েছেন হাসপাতালের সামনে ফুটপাতে । এক শিশুকে আবার চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই দিয়ে দেওয়া হয়েছে ছুটি । NRS চত্বরে গেলেই দেখা যাবে এরকম টুকরো টুকরো অসহায়তার ছবি ।

বছর 40-এর ভবসুন্দর মণ্ডল । মালদার ভূতনি এলাকার বাসিন্দা । গাছ থেকে পড়ে গিয়েছিলেন । তারপর থেকেই নার্ভের সমস্যায় ভুগছেন । গত একমাস ধরে NRS-এ তাঁর চিকিৎসা চলছে । আজ আউটডোরে দেখাবেন বলে মঙ্গলবার রাত 12 টা নাগাদ স্ত্রী রীনা মণ্ডল তাঁকে নিয়ে NRS-এ পৌঁছে যান । কিন্তু তারপর থেকেই দিশাহারা তিনি । বুঝতে পারছেন না কী করবেন । হাসপাতালে যে কর্মবিরতি চলছে । আবার আজ OPD বয়কট রাজ্যজুড়ে । তাই একপ্রকার বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালের সামনে ফুটপাতে আশ্রয় নিয়েছেন রীনা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রীনা বলেন, "কাল থেকে চেষ্টা করেছি । কিন্তু হাসপাতালে ঢুকতে পারিনি । ওষুধ ফুরিয়ে গেছে । তাই ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরব ভেবেছিলাম । কিন্তু এখানে তো হরতাল চলছে । আজকের দিনটা দেখব । না হলে ফিরে যাব ।"

অন্যদিকে 7 বছরের ঈশিকা মণ্ডল । খেলতে গিয়ে পড়ে হাতের হাড়ে চিড় ধরে । গত বৃহস্পতিবার NRS-এ ভরতি হয় । সোমবার ঈশিকার অপারেশন হয় । তারপর থেকেই হাসপাতালে অশান্তি শুরু হয়ে যায় । তাই আগামীকাল ছুটি হওয়ার কথা থাকলে পরিস্থিতির কথা মাথায় রেখে আজই তাকে ছুটি দিয়ে দেওয়া হয় । ঈশিকার বাবা অর্ধেন্দু মণ্ডল বলেন, "ডাক্তার আমাকে বলেন মেয়েকে আজ বাড়ি নিয়ে চলে যেতে । কারণ চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে । সেইজন্য বাধ্য হয়ে মেয়েকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি । অপারেশনের পর এখনও একবারও ড্রেসিং হয়নি । আমাদের বাইরে থেকে ড্রেসিং করিয়ে নিতে বললেন চিকিৎসক ।"

সোমবার রাতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় NRS হাসপাতালে । চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে । ডাক্তারদের সঙ্গে রোগীর পরিজনদের হাতাহাতি শুরু হয় । আহত হন পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার । প্রতিবাদে হাসপাতালের সামনে অবস্থানে বসেন ডাক্তাররা । আজ রাজ্যজুড়ে OPD বয়কটের ডাক দেয় ডাক্তারদের সংগঠন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.