ETV Bharat / state

একদিনে দু'বার আত্মহত্যার চেষ্টা, সকাল-সন্ধে দুর্ভোগে মেট্রো যাত্রীরা - two suicide incident in sameday

সকালে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবতির । সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা এক যুবকের । দফায় দফায় ব্যাহত মেট্রো পরিষেবা । ঘটনায় সারাদিন দুর্ভোগে পড়তে হল যাত্রীদের ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 10, 2019, 4:19 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : সোমবার, সকাল 8 টা 14 মিনিট । সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঝাঁপ যুবতির । কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মেট্রো চলাচল । সন্ধ্যা 7 টা 50 মিনিট । বেলগাছিয়া স্টেশনে ঝাঁপ এক যুবকের । ফের ব্যাহত মেট্রো পরিষেবা । একইদিনে দু'বার আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোতে । ঘটনার জেরে সকাল-সন্ধ্যায় দুর্ভোগে যাত্রীরা ।

গতকাল সকাল 8 টা 14 মিনিটে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন বছর পঁচিশের এক যুবতি । দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে আচমকাই ঝাঁপ দেন তিনি । সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । যুবতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গুরুতর কোনও ক্ষতি না হলেও হাতে আঘাত পেয়েছেন তিনি । ঘটনার জেরে নোয়াপাড়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে । প্রায় 30 মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয় ।

সন্ধ্যা 7টা 50 মিনিটে কলকাতা মেট্রোতে ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন । বেলগাছিয়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন ওই যুবক । নাম দিগন্ত রায় । বয়স 19 । পূর্ব মেদিনীপুরের বাসিন্দা । তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে । ঘটনার জেরে আধঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয় ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : সোমবার, সকাল 8 টা 14 মিনিট । সেন্ট্রাল মেট্রো স্টেশনে ঝাঁপ যুবতির । কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মেট্রো চলাচল । সন্ধ্যা 7 টা 50 মিনিট । বেলগাছিয়া স্টেশনে ঝাঁপ এক যুবকের । ফের ব্যাহত মেট্রো পরিষেবা । একইদিনে দু'বার আত্মহত্যার চেষ্টা কলকাতা মেট্রোতে । ঘটনার জেরে সকাল-সন্ধ্যায় দুর্ভোগে যাত্রীরা ।

গতকাল সকাল 8 টা 14 মিনিটে সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন বছর পঁচিশের এক যুবতি । দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে আচমকাই ঝাঁপ দেন তিনি । সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । যুবতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । গুরুতর কোনও ক্ষতি না হলেও হাতে আঘাত পেয়েছেন তিনি । ঘটনার জেরে নোয়াপাড়া থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে । প্রায় 30 মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয় ।

সন্ধ্যা 7টা 50 মিনিটে কলকাতা মেট্রোতে ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন । বেলগাছিয়া মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন ওই যুবক । নাম দিগন্ত রায় । বয়স 19 । পূর্ব মেদিনীপুরের বাসিন্দা । তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আর জি কর হাসপাতালে । ঘটনার জেরে আধঘণ্টা মেট্রো চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয় ।

Intro:একই দিনে দু'দুটো আত্মহতার ঘটনা ঘটে গেল কলকাতা মেট্রোতে। সোমবার সন্ধে 7:50 নাগাদ বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে এক যাত্রী আত্মহত্যা করার চেষ্টা করে। Body:মেট্রোরেল সূত্রে খবর যুবকের নাম দিগন্তম রায়। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তার বয়স হয়েছিল 19 বছর।

বেলগাছিয়া স্টেশন ডাউন লাইনে যখন ট্রেনটি প্রবেশ করে তখনই আচমকা যুবক লাইনের উপরে ঝাপ দেয়। এই দেখে মোটর ম্যান চালক ব্রেক করেন। যদিও তার মধ্যে দুটো বগি প্লাটফর্মে ঢুকে গিয়েছিল।

তারপরে বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ রেখে উদ্ধার কাজ চলে। তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর অবসর 8:21 নাগাদ ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও সেই সময় যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত একটি ট্রেন পরিষেবা দেয়।Conclusion:অন্যদিকে সোমবার সকাল 8:14 মিনিট নাগাদ এক যাত্রী সেন্ট্রাল মেট্রো স্টেশনে আত্মহত্যা করার চেষ্টা করে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.