ETV Bharat / state

সকালের ব্যস্ত সময়ে ফের মেট্রোয় বিভ্রাট, দুর্ভোগ যাত্রীদের - দুর্ভোগ যাত্রীদের

Electrical fault in Kolkata metro: সকালের ব্যস্ত সময়ে ফের বিভ্রাট দেখা দিল কলকাতা মেট্রোয় ৷ এর ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷

Electrical fault in Kolkata metro
ফের মেট্রোয় বিভ্রাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 12:25 PM IST

Updated : Dec 5, 2023, 2:22 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: সকাল সকাল আবারও মেট্রোয় বিভ্রাট । এ বার আত্মহত্যা নয় ৷ মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যন্ত্রণা পোহাতে হল মেট্রো যাত্রীদের । মেরামতির সময় পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউনে দুটি করে মেট্রো চলাচলের বদলে একটি করে মেট্রো চালানো হল ৷ অর্থাৎ আপ লাইনে মেট্রো এলে ডাউনে বন্ধ ৷ একইরকম ভাবে ডাউন লাইনে মেট্রো এলে আপের মেট্রো বন্ধ ৷ এর ফলে সপ্তাহের দ্বিতীয় দিনে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷

আজ সকাল 8.50 মিনিটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হঠাৎই কিছু বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় । এই খবর পেয়েই মেট্রোর কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে । এখনও সেই কাজ চলছে । দ্রুত সমস্যার নিষ্পত্তি করে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হবে । সমস্যাকে যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় এবং একইসঙ্গে পরিষেবা স্বাভাবিক রাখা যায়, তাই মেট্রো কর্তৃপক্ষের তরফে আপাতত লাইনে একটি করেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ পার্ক স্ট্রিট ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন চালানো হবে । অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে একইভাবে একটি গাড়ি চালানো হচ্ছে । এই লাইনে গতি নিয়ন্ত্রণ করে চালানো হচ্ছে ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, এই যান্ত্রিক ত্রুটির ফলে সপ্তাহের প্রথম দিকেই নিঃসন্দেহে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তবে মেট্রো এই সমস্যাটিকে দ্রুত মিটিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে । দীর্ঘ সময় মেরামতির পর অবশেষে বেলা পৌনে একটা থেকে স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  2. 'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের
  3. কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো

কলকাতা, 5 ডিসেম্বর: সকাল সকাল আবারও মেট্রোয় বিভ্রাট । এ বার আত্মহত্যা নয় ৷ মঙ্গলবার সকালে ব্যস্ত সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে যন্ত্রণা পোহাতে হল মেট্রো যাত্রীদের । মেরামতির সময় পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউনে দুটি করে মেট্রো চলাচলের বদলে একটি করে মেট্রো চালানো হল ৷ অর্থাৎ আপ লাইনে মেট্রো এলে ডাউনে বন্ধ ৷ একইরকম ভাবে ডাউন লাইনে মেট্রো এলে আপের মেট্রো বন্ধ ৷ এর ফলে সপ্তাহের দ্বিতীয় দিনে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷

আজ সকাল 8.50 মিনিটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে হঠাৎই কিছু বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় । এই খবর পেয়েই মেট্রোর কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে । এখনও সেই কাজ চলছে । দ্রুত সমস্যার নিষ্পত্তি করে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা হবে । সমস্যাকে যাতে দ্রুত মিটিয়ে ফেলা যায় এবং একইসঙ্গে পরিষেবা স্বাভাবিক রাখা যায়, তাই মেট্রো কর্তৃপক্ষের তরফে আপাতত লাইনে একটি করেই মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ পার্ক স্ট্রিট ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন চালানো হবে । অন্যদিকে, রবীন্দ্র সদন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে একইভাবে একটি গাড়ি চালানো হচ্ছে । এই লাইনে গতি নিয়ন্ত্রণ করে চালানো হচ্ছে ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে, এই যান্ত্রিক ত্রুটির ফলে সপ্তাহের প্রথম দিকেই নিঃসন্দেহে যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তবে মেট্রো এই সমস্যাটিকে দ্রুত মিটিয়ে ফের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে । দীর্ঘ সময় মেরামতির পর অবশেষে বেলা পৌনে একটা থেকে স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা ৷

আরও পড়ুন:

  1. ফের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা, ব্যাহত মেট্রো পরিষেবা
  2. 'আত্মহত্যা নয়, দ্রুত গন্তব্যে পৌঁছনর মাধ্যমই মেট্রো' বার্তা কর্তৃপক্ষের
  3. কাজ শেষ হলে পুজোর আগেই পার্পল লাইনে মাঝেরহাট পর্যন্ত ছুটবে মেট্রো
Last Updated : Dec 5, 2023, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.