কলকাতা, ২৪ অক্টোবর : পঞ্চম ও অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষায় ফিরছে পাশ-ফেল । ২০২০ সালে নতুন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হচ্ছে । আজ নবান্ন থেকে এই নতুন সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে ৷
শিক্ষার অধিকার আইন কার্যকর হয় ২০০৯ সালে । এই আইনে স্কুলের পরীক্ষায় পাশ -ফেল তুলে দেওয়ার কথা বলা হয়েছিল । ২০১১ সালের শেষ দিকে কেন্দ্রীয় আইনকে মান্যতা দেয় রাজ্য সরকার ৷ রাজ্যে শিক্ষাব্যবস্থায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তুলে দেওয়া হয় পাশ-ফেল । রাজ্যের শিক্ষামহলে সাড়া ফেলেছিল বিষয়টি ৷ পক্ষ-বিপক্ষ মত তৈরি হয়েছিল ৷
রাজ্যের সিলেবাসকমিটি পাশ ফেল রাখার পক্ষে মত দেয় । রাজ্যের তৎকালীন মন্ত্রিসভাও সহমত পোষণ করে ৷ কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যের মত চায় ।
পশ্চিমবঙ্গেও চিঠি দেয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক । কেন্দ্রকে চিঠির জবাব দেন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছিলেন, রাজ্য সরকার পরীক্ষায় পাশ-ফেল চালু রাখার পক্ষে ।
অবশেষে আজ পাশ-ফেল চালু রাখার নতুন সিদ্ধান্তে অনুমোদন দিল নবান্ন । আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষায় ফিরছে পাশ-ফেল ৷