ETV Bharat / state

Traffic Jam in Kolkata: বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির জের, যানজটে জেরবার তিলোত্তমা

author img

By

Published : Mar 29, 2023, 5:18 PM IST

Updated : Mar 29, 2023, 5:52 PM IST

বুধবার একইদিনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অন্যদিকে, তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ অনুষ্ঠান ৷ পাশাপাশি বাম ও কংগ্রেসের জোড়া মিছিল ও বিজেপির হাইভোল্টেজ সভা ৷ আর তাতেই রাজপথের একাধিক অংশ যানজটে পরিপূর্ণ (Partial Traffic Jam in Kolkata) ৷

Traffic Jam in Kolkata
রাজপথে পুলিশের সংখ্যা ছিল চোখে পড়ার মতো

কলকাতা, 29 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা, বাম ও কংগ্রেসের মিছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেইসঙ্গে বিজেপির হাইভোল্টেজ সমাবেশ ৷ একইদিনে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সমস্ত রাজনৈতিক দলের সভা-মিছিলের জেরে ভোগান্তি পোহালেন সাধারণ মানুষ (Partial Traffic Jam in Kolkata Due to Rally and Meeting)। বিশেষ করে অফিস টাইমে যানজটে ভুগল শহরের একাধিক রাস্তা। অনেকে আগাম খবর পেয়ে সড়ক পথের পরিবর্তে মেট্রোর দ্বারস্ত হয়ে যানজট এড়ালেন। অন্যান্যদিনের তুলনায় এদিন মহানগরের রাজপথে পুলিশকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷

রাস্তায় ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল ট্রাফিক থেকে শুরু করে ডেপুটি কমিশনার ট্রাফিক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের আধিকারিকরা থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্টরা। ফলে যানজট হলেও তার প্রভাব খুব বেশি একটা পড়েনি বলে জানায় পুলিশ। যদিও ডাফরিন রোড, ডোরিনা ক্রসিং, নিউ রোড, জওহরলাল নেহরু রোড, রেড রোড, মেট্রো চ্যানেলে গাড়ির গতি ছিল অত্যন্ত কম। ডাফরিন রোড এবং শহিদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদের দু'জন আধিকারিক।

আসন্ন পঞ্চায়েতে ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কন্ঠরোধের অভিযোগ তুলে রেড রোডে দু'দিনের ধরনায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার সভার থেকে মাত্র 100 মিটার দূরে শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং তার মূল বক্তা হিসাবে যোগদান করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন উত্তর কলকাতার শ্যামবাজারে বিজেপির হাইভোল্টেজ সভা অনুষ্ঠিত হয় যেখানে একই মঞ্চে দেখা যায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে।

আরও পড়ুন: আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

সবমিলিয়ে সাঁড়াশি চাপ ৷ সাতসকাল থেকেই শ্যামবাজার বিটি রোড, বিধান সরণির বেশ কিছু অংশে তীব্র যানজট তৈরি হয়। অন্যদিকে দুপুর আড়াইটে নাগাদ এদিন মৌলালি-এন্টালি শিয়ালদা এপিসি রোড, পার্ক সার্কাস হয়ে শুরু হয় বাম এবং কংগ্রেস সমর্থকদের জোড়া মিছিল। একইদিনে দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা এবং মধ্য কলকাতায় সভা এবং মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকাল থেকেই দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উত্তর কলকাতায় বিজেপির সভা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য উত্তর কলকাতার শ্যামবাজারে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা, পাশাপাশি ছিলেন তিনজন আইপিএস আধিকারিক।

কলকাতা, 29 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা, বাম ও কংগ্রেসের মিছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেইসঙ্গে বিজেপির হাইভোল্টেজ সমাবেশ ৷ একইদিনে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় সমস্ত রাজনৈতিক দলের সভা-মিছিলের জেরে ভোগান্তি পোহালেন সাধারণ মানুষ (Partial Traffic Jam in Kolkata Due to Rally and Meeting)। বিশেষ করে অফিস টাইমে যানজটে ভুগল শহরের একাধিক রাস্তা। অনেকে আগাম খবর পেয়ে সড়ক পথের পরিবর্তে মেট্রোর দ্বারস্ত হয়ে যানজট এড়ালেন। অন্যান্যদিনের তুলনায় এদিন মহানগরের রাজপথে পুলিশকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷

রাস্তায় ছিলেন কলকাতা পুলিশের যুগ্ম নগর পাল ট্রাফিক থেকে শুরু করে ডেপুটি কমিশনার ট্রাফিক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদের আধিকারিকরা থেকে শুরু করে ট্রাফিক সার্জেন্টরা। ফলে যানজট হলেও তার প্রভাব খুব বেশি একটা পড়েনি বলে জানায় পুলিশ। যদিও ডাফরিন রোড, ডোরিনা ক্রসিং, নিউ রোড, জওহরলাল নেহরু রোড, রেড রোড, মেট্রো চ্যানেলে গাড়ির গতি ছিল অত্যন্ত কম। ডাফরিন রোড এবং শহিদ মিনার চত্বরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদের দু'জন আধিকারিক।

আসন্ন পঞ্চায়েতে ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কন্ঠরোধের অভিযোগ তুলে রেড রোডে দু'দিনের ধরনায় বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতার সভার থেকে মাত্র 100 মিটার দূরে শহিদ মিনারে তৃণমূলের ছাত্র যুবদের সমাবেশ অনুষ্ঠান আয়োজন করা হয় এবং তার মূল বক্তা হিসাবে যোগদান করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন উত্তর কলকাতার শ্যামবাজারে বিজেপির হাইভোল্টেজ সভা অনুষ্ঠিত হয় যেখানে একই মঞ্চে দেখা যায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে।

আরও পড়ুন: আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

সবমিলিয়ে সাঁড়াশি চাপ ৷ সাতসকাল থেকেই শ্যামবাজার বিটি রোড, বিধান সরণির বেশ কিছু অংশে তীব্র যানজট তৈরি হয়। অন্যদিকে দুপুর আড়াইটে নাগাদ এদিন মৌলালি-এন্টালি শিয়ালদা এপিসি রোড, পার্ক সার্কাস হয়ে শুরু হয় বাম এবং কংগ্রেস সমর্থকদের জোড়া মিছিল। একইদিনে দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা এবং মধ্য কলকাতায় সভা এবং মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকাল থেকেই দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা এবং উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উত্তর কলকাতায় বিজেপির সভা চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য উত্তর কলকাতার শ্যামবাজারে কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখার আধিকারিকরা, পাশাপাশি ছিলেন তিনজন আইপিএস আধিকারিক।

Last Updated : Mar 29, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.