ETV Bharat / state

যারা বিদ্যাসাগরের মুন্ডু উড়িয়ে দিল, তারাই এখন মুন্ডু নিয়ে নৃত্য করছে : পার্থ - বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী

আজ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হল ৷ কলকাতার বিদ্যাসাগর কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Sep 26, 2019, 6:09 PM IST

Updated : Sep 26, 2019, 6:55 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : বিদ্যাসাগর কলেজে আজ বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয় ৷ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

কয়েকদিন আগে যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় বলেছিলেন, "পার্থ চট্টোপাধ্যায় গেলে যাদবপুরের উপাচার্য উঠে দাঁড়ান আর রাজ্যপাল গেলে শুয়ে থাকেন, স্পাইনলেস ৷" এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উঠে দাঁড়াতে গেলেও তো মেরুদণ্ড লাগে ৷ মেরুদণ্ডবিহীন একটা লোক তো উঠে দাঁড়াতে পারে না ৷ বাবুলকে বিজ্ঞানটা জানতে বলো ৷ গান জানলেই সব জানে না ৷"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য়

আজ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান করছে BJP ৷ তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দেখার কী আছে ? বিদ্যাসাগর সবার ৷ যে দুষ্কৃতীরা মুন্ডু উড়িয়ে দিল তারা যদি এখন মুন্ডু নিয়ে নৃত্য করে তাহলে আমরা কী করতে পারি ? আমরা তাঁকে শ্রদ্ধা, স্মরণে, ভালোবাসায় আমাদের শ্রেষ্ঠ মনীষীকে স্মরণ করছি ৷ এখন এরা প্রায়শ্চিত্ত করছে ৷"

14 মে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের কাছে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেয় TMCP কর্মীরা । এরপরই তাদের দিকে তেড়ে যায় BJP কর্মীরা । উভয়পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । বিদ্যাসাগর কলেজের সামনে আগুন লাগায় দুষ্কৃতীরা । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি ।

সেই ঘটনার পর 11 জুন কলেছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তবে সেটি ছিল ফাইবারের মূর্তি । আজ সেই জায়গায় ব্রোঞ্জের মূর্তি বসানো হয় ৷

কলকাতা, 26 সেপ্টেম্বর : বিদ্যাসাগর কলেজে আজ বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয় ৷ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

কয়েকদিন আগে যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় বলেছিলেন, "পার্থ চট্টোপাধ্যায় গেলে যাদবপুরের উপাচার্য উঠে দাঁড়ান আর রাজ্যপাল গেলে শুয়ে থাকেন, স্পাইনলেস ৷" এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উঠে দাঁড়াতে গেলেও তো মেরুদণ্ড লাগে ৷ মেরুদণ্ডবিহীন একটা লোক তো উঠে দাঁড়াতে পারে না ৷ বাবুলকে বিজ্ঞানটা জানতে বলো ৷ গান জানলেই সব জানে না ৷"

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য়

আজ বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান করছে BJP ৷ তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দেখার কী আছে ? বিদ্যাসাগর সবার ৷ যে দুষ্কৃতীরা মুন্ডু উড়িয়ে দিল তারা যদি এখন মুন্ডু নিয়ে নৃত্য করে তাহলে আমরা কী করতে পারি ? আমরা তাঁকে শ্রদ্ধা, স্মরণে, ভালোবাসায় আমাদের শ্রেষ্ঠ মনীষীকে স্মরণ করছি ৷ এখন এরা প্রায়শ্চিত্ত করছে ৷"

14 মে অমিত শাহর রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজের কাছে গো ব্যাক অমিত শাহ স্লোগান দেয় TMCP কর্মীরা । এরপরই তাদের দিকে তেড়ে যায় BJP কর্মীরা । উভয়পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয় । বিদ্যাসাগর কলেজের সামনে আগুন লাগায় দুষ্কৃতীরা । ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি ।

সেই ঘটনার পর 11 জুন কলেছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তবে সেটি ছিল ফাইবারের মূর্তি । আজ সেই জায়গায় ব্রোঞ্জের মূর্তি বসানো হয় ৷

Intro:বাবুল সুপ্রিয় বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় গেলে যাদবপুরের উপাচার্য উঠে দাড়ান, আর রাজ‍্যপাল গেলে শুয়ে থাকে, স্পাইনলেস। এই বিষয়ে আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উঠে দাড়াতে গেলেও তো মেরুদণ্ড লাগে। মেরুদণ্ডবিহীন একটা লোক তো উঠে দাড়াতে পারে না বাবুলকে আগে বিজ্ঞানটা জানতে বলো। গান জানলেই সব জানে না।"

বিজেপির তরফ থেকে আজকে বিদ‍্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠান করা হচ্ছে। সেটাকে আপনারা কী চোখে দেখছেন? শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের দেখার কী আছে? বিদ‍্যাসাগর সবার। যে দুষ্কৃতীরা মুন্ডু উড়িয়ে দিল তাঁরা যদি এখন মুন্ডু নিয়ে নৃত্য করে তাহলে আমরা কী করতে পারি? আমরা তাঁকে শ্রদ্ধা, স্মরণে, ভালোবাসায় আমাদের শ্রেষ্ঠ মনীষীকে স্মরণ করছি। এখন এরা প্রায়শ্চিত্ত করছে।"


Body:q


Conclusion:
Last Updated : Sep 26, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.