কলকাতা, 24 জুলাই: জেল থেকে মুক্তি চান পার্থ চট্টোপাধ্য়ায় ৷ আর তার জন্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হস্তক্ষেপ চাইলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷ সোমবার আলিপুরে সিবিআই'য়ের বিশেষ আদালত থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যে তিনি জেল থেকে বেরিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে চান। একইসঙ্গে, ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷
এদিন আলিপুর আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "জেল থেকে বেরিয়ে আমি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাই। তাঁর কাছে গিয়ে আমি আবেদন করব, নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেলের দরকার আমি সেটাই চাই। আমি নির্দোষ। আমি নিয়োগকর্তা নই। এক বছর হয়ে গেল আমাকে আটকে রাখা হয়েছে।" একই সঙ্গে, ফের একবার নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই বলেও দাবি করেছেন পার্থ ৷ তিনি বলেন, "আমি কোনও ব্যাপারে সঙ্গে যুক্ত ছিলাম না। কে, কী বলেছে আমার জানার দরকার নেই। অনেকে অনেক কথা বলেছে। আজকে আমরা এক থেকে একশোয় এসেছি এটা ভুলে গেলে চলবে না।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় আরও একবার নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। শুধু তাই নয়, উদ্ধার হওয়া টাকা তার নয় বলেও ফের একবার দাবি করেছেন পার্থ ৷ তিনি বলেন, "50 কোটি টাকা পাওয়া গিয়েছে সেই টাকা আমার নয়। টাকা আমার ফ্ল্যাট থেকে পাওয়া যায়নি। যার কাছ থেকে টাকা পাওয়া যায় আপনারা তাঁকে গিয়ে জিজ্ঞাসা করুন।" অর্থাৎ, পার্থ চট্টোপাধ্যায় এদিন সরাসরি তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেই নিশানা করেছেন। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর পরই তাঁর সঙ্গী অর্পিতার দক্ষিণ কলকাতা এবং উত্তর 24 পরগনার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি নগদ টাকা এবং কয়েক কিলো সোনার গয়না উদ্ধার করেছিল তদন্তকারীরা।
আরও পড়ুন: 'মণিপুর ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত', অমিত শাহের কথাতেও ভিজল না চিঁড়ে
পার্থ চট্টোপাধ্যায়-সহ নিয়োগ দুর্নীতি কাণ্ডে মোট সাত জনকে এদিন আলিপুরে সিবিআই'য়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। এদিনও অবশ্য তাঁদের জামিনের আরজি খারিজ করে দেয় আদালত ৷ পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়-সহ বাকি সাত জনের আগামী 7 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷