ETV Bharat / state

Partha Chatterjee: মরার আগে যেন বিচারটা দেখে যেতে পারি, কোর্টে আর্জি পার্থর - পার্থ চট্টোপাধ্যায়

মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ 13 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : May 30, 2023, 10:59 PM IST

আদালতে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 30 মে: তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ একদা ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব ৷ তৃণমূলের অঘোষিত নম্বর টু ৷ নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে ৷ খুইয়েছেন মন্ত্রিত্ব, দলীয় পদ ৷ সেই পার্থ চট্টোপাধ্যায় একবার ফের আদলতে কাতর আবেদন জানালেন দ্রুত বিচারের ৷ জানালেন মৃত্যুর আগে যেন তিনি বিচারটা দেখে যেতে পারেন ৷

মঙ্গলবার, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়-সহ 7 জনকে পেশ করে সিবিআই ৷ এদিন ফের একবার খারিজ হয়ে গিয়েছে পার্থর জামিনের আবেদন ৷ এদিন বিচারকের কাছে দ্রুত বিচারের আবেদন জানিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন,"স্যার আমার বিচার চাই না ৷ আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করুন ৷ বিচার কী হচ্ছে বুঝে গিয়েছি ৷ 300 দিন হয়ে গেল আমি জেলে ৷ আমি পাঁচবারের বিধায়ক ৷ অনেকেই আমায় চোর মনে করেন, সুস্থ জীবন পেলাম না ৷" এরপরেই অবশ্য তাঁকে বলতে শোনা যায়,"স্যার আমার বিচারটা তাড়াতাড়ি করুন ৷ মরার আগে যেন দেখে যেতে পারি ৷" পার্থ চট্টোপাধ্যায়-সহ 7 জনের এদিন 13 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: পার্থই মাস্টারমাইন্ড, অর্পিতা শুধু পরিস্থিতির শিকার; আদালতে দাবি আইনজীবীর

এদিন আদালত থেকে বেরনোর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রিয় নেত্রী বলেও উল্লেখ করেন পার্থ ৷ জানান, রাজ্যের কারারক্ষীদের রাজ্য পুলিশের আওতায় নিয়ে আসা উচিত সরকারের, এই কথা তিনি আগেও বিধানসভায় বলেছেন বিরোধী দলনেতা থাকাকালীন ৷ কুড়মি আন্দোলন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, দমন-পীড়নের রাস্তায় না গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত ৷ তিনি আশা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করে সমস্যার সমাধান করবেন ৷ তাঁর দাবি, এই বিষয়ে তিনি মমতা ও অভিষেকের উপর আস্থাশীল ৷ 2022 সালে 21 জুলাইয়ের মঞ্চেও যে তিনি ছিলেন ও সঞ্চালনার কাজ করেছিলেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন পার্থ ৷

আদালতে পার্থ চট্টোপাধ্যায়

কলকাতা, 30 মে: তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ একদা ছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মহাসচিব ৷ তৃণমূলের অঘোষিত নম্বর টু ৷ নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে ৷ খুইয়েছেন মন্ত্রিত্ব, দলীয় পদ ৷ সেই পার্থ চট্টোপাধ্যায় একবার ফের আদলতে কাতর আবেদন জানালেন দ্রুত বিচারের ৷ জানালেন মৃত্যুর আগে যেন তিনি বিচারটা দেখে যেতে পারেন ৷

মঙ্গলবার, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়-সহ 7 জনকে পেশ করে সিবিআই ৷ এদিন ফের একবার খারিজ হয়ে গিয়েছে পার্থর জামিনের আবেদন ৷ এদিন বিচারকের কাছে দ্রুত বিচারের আবেদন জানিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন,"স্যার আমার বিচার চাই না ৷ আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করুন ৷ বিচার কী হচ্ছে বুঝে গিয়েছি ৷ 300 দিন হয়ে গেল আমি জেলে ৷ আমি পাঁচবারের বিধায়ক ৷ অনেকেই আমায় চোর মনে করেন, সুস্থ জীবন পেলাম না ৷" এরপরেই অবশ্য তাঁকে বলতে শোনা যায়,"স্যার আমার বিচারটা তাড়াতাড়ি করুন ৷ মরার আগে যেন দেখে যেতে পারি ৷" পার্থ চট্টোপাধ্যায়-সহ 7 জনের এদিন 13 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

আরও পড়ুন: পার্থই মাস্টারমাইন্ড, অর্পিতা শুধু পরিস্থিতির শিকার; আদালতে দাবি আইনজীবীর

এদিন আদালত থেকে বেরনোর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রিয় নেত্রী বলেও উল্লেখ করেন পার্থ ৷ জানান, রাজ্যের কারারক্ষীদের রাজ্য পুলিশের আওতায় নিয়ে আসা উচিত সরকারের, এই কথা তিনি আগেও বিধানসভায় বলেছেন বিরোধী দলনেতা থাকাকালীন ৷ কুড়মি আন্দোলন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান, দমন-পীড়নের রাস্তায় না গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা উচিত ৷ তিনি আশা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করে সমস্যার সমাধান করবেন ৷ তাঁর দাবি, এই বিষয়ে তিনি মমতা ও অভিষেকের উপর আস্থাশীল ৷ 2022 সালে 21 জুলাইয়ের মঞ্চেও যে তিনি ছিলেন ও সঞ্চালনার কাজ করেছিলেন এদিন তাও মনে করিয়ে দিয়েছেন পার্থ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.