ETV Bharat / state

Partha Chatterjee: জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ, ‘দুর্নীতির মূলমাথা’র বিরুদ্ধে প্রমাণ পেশে সময় চাইল ইডি - পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee's Bail Plea in Calcutta High Court: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়ে এক বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন একাধিকবার খারিজ হয়েছে ৷ এবার জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ পরবর্তী শুনানি আগামী 2 অক্টোবর ৷

Partha Chatterjee
Partha Chatterjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 12:32 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে । গ্রেফতারের 13 মাস পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন তিনি । বুধবার শুনানির সময় জামিনের বিরোধিতা করে ইডি । আদালত জানিয়েছে, আগামী 2 অক্টোবর পরবর্তী শুনানি ।

ইডির বক্তব্য, শিক্ষাক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তার মূলমাথা হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি । এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করলে তদন্ত মাঝপথে থেমে যেতে পারে । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে সেই সংক্রান্ত নথিও তারা আদালতে পেশ করতে সময় চায় । তার পরই আদালত আগামী 2 অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে জানায় ৷

উল্লেখ্য, গতবছর 22 জুলাই নাকতলার বাড়ি থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাঁকে গ্রেফতার করে । একই সঙ্গে ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে বিপুল নগদ টাকা ও সোনা-সহ গ্রেফতার করা হয় টালিগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট থেকে । তারপর থেকে নিম্ন আদালতে দফায় দফায় জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায় নিজেকে একাধিকবার নির্দোষ বলে দাবি করেছেন । পাশাপাশি এই দুর্নীতির ব্যাপারে তিনি কিছু জানতেন না বলেও আদালতে উল্লেখ করেছেন । এবার জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বছরের বেশি সময় ধরে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী । অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় একইভাবে নিজেকে নির্দোষ বলেছেন । এবং টাকার ব্যাপারে তিনি কিছু জানতেন না বলে উল্লেখ করেছেন । যদিও নিম্ন আদালত বারবার তাঁরও জামিনের আবেদন খারিজ করেছে ।

আরও পড়ুন: এক বছর হয়ে গেল, আমাকে জোর করে আটকে রেখেছে: পার্থ

এছাড়া এ দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর পুত্র শৌভিক ভট্টাচার্যর জামিনের আবেদনেরও শুনানি ছিল । আগামী সোমবার বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি । কয়েকদিন আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট । এখন দেখার তাঁর ছেলেও জামিন পায় কি না !

কলকাতা, 6 সেপ্টেম্বর: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে । গ্রেফতারের 13 মাস পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন করেছিলেন তিনি । বুধবার শুনানির সময় জামিনের বিরোধিতা করে ইডি । আদালত জানিয়েছে, আগামী 2 অক্টোবর পরবর্তী শুনানি ।

ইডির বক্তব্য, শিক্ষাক্ষেত্রে যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, তার মূলমাথা হচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি । এই পরিস্থিতিতে তাঁর জামিন মঞ্জুর করলে তদন্ত মাঝপথে থেমে যেতে পারে । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে সেই সংক্রান্ত নথিও তারা আদালতে পেশ করতে সময় চায় । তার পরই আদালত আগামী 2 অক্টোবর পরবর্তী শুনানি হবে বলে জানায় ৷

উল্লেখ্য, গতবছর 22 জুলাই নাকতলার বাড়ি থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি তাঁকে গ্রেফতার করে । একই সঙ্গে ওইদিন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে বিপুল নগদ টাকা ও সোনা-সহ গ্রেফতার করা হয় টালিগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট থেকে । তারপর থেকে নিম্ন আদালতে দফায় দফায় জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় ।

পার্থ চট্টোপাধ্যায় নিজেকে একাধিকবার নির্দোষ বলে দাবি করেছেন । পাশাপাশি এই দুর্নীতির ব্যাপারে তিনি কিছু জানতেন না বলেও আদালতে উল্লেখ করেছেন । এবার জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক বছরের বেশি সময় ধরে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী । অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় একইভাবে নিজেকে নির্দোষ বলেছেন । এবং টাকার ব্যাপারে তিনি কিছু জানতেন না বলে উল্লেখ করেছেন । যদিও নিম্ন আদালত বারবার তাঁরও জামিনের আবেদন খারিজ করেছে ।

আরও পড়ুন: এক বছর হয়ে গেল, আমাকে জোর করে আটকে রেখেছে: পার্থ

এছাড়া এ দিন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যর পুত্র শৌভিক ভট্টাচার্যর জামিনের আবেদনেরও শুনানি ছিল । আগামী সোমবার বিষয়টি শুনবেন বলে জানিয়েছেন বিচারপতি । কয়েকদিন আগে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট । এখন দেখার তাঁর ছেলেও জামিন পায় কি না !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.