ETV Bharat / state

Teacher Recruitment Scam: 'এ তো তারিখ পে তারিখের মতো ব্যাপার হয়ে যাচ্ছে !' আদালতে বললেন পার্থর আইনজীবী - শিক্ষক নিয়োগ দুর্নীতি

আদালতে বিখ্যাত বলিউডি সিনেমার ডায়লগ বললেন নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী (Partha Chatterjee Lawyer slams CBI) ৷ কোন প্রেক্ষিতে একথা বললেন তিনি ?

Partha Chatterjee Lawyer use Movie Dialogue during hearing of Teacher Recruitment Scam
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 16, 2023, 6:22 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি: 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ !' কবে, কোন তারিখে মিলবে সুবিচার ? বলিউডি সিনেমার বিখ্যাত ডায়লগ শোনা গেল পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবীর গলায় ৷ যার জেরে বিচারকের ভর্ৎসনাও শুনতে হল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে ৷ তদন্তের নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আলিপুর আদালতের সংশ্লিষ্ট বিচারক ৷ তাঁর পরামর্শ, যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Teacher Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের গোপন জবানবন্দি নেওয়ার বন্দোবস্ত করতে হবে সিবিআইকে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের একবার আদালতে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলা ৷ শুনানি চলাকালীন এজলাসে উপস্থিত ছিলেন সিবিআইয়ের সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক (আইও) ৷ তাঁকে বিচারক প্রশ্ন করেন, কতদিন ধরে মামলা চলছে ? জবাবে আইও জানান, সাতমাস ! তাঁর এই উত্তরে মোটেও খুশি হননি বিচারক ৷ তিনি পালটা প্রশ্ন তোলেন, এভাবে কতদিন চলবে ? তদন্তের নামে মাসের পর মাস কেটে যাবে, এটা হতে পারে না ৷ কারণ, যে কোনও ঘটনায় ধৃত ব্যক্তিদেরও কিছু অধিকার থাকে ? তাই এভাবে তাঁকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ-মানিক যোগসাজশের একাধিক তথ্য আদালতে পেশ করল ইডি

সিবিআইয়ের আইও এ নিয়ে কোনও উত্তর দেওয়ার আগেই গলা তোলেন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী সেলিম রহমান (Partha Chatterjee Lawyer slams CBI) ৷ একটি বিখ্যাত হিন্দি সিনেমার ততোধিক বিখ্যাত ডায়লগ শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, "এ তো সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখের মতো ব্যাপার হয়ে যাচ্ছে !" বিচারকও কার্যত এই যুক্তিকে সমর্থন করেন ৷ তিনি তদন্তকারী আধিকারিককে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্য়ায়ের গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হোক ৷ প্রসঙ্গত, এদিন আদালতে পার্থ নিজেও উপস্থিত ছিলেন ৷ কিন্তু, এদিনও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

উল্লেখ্য, এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টও সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷ তদন্তকারীদের গরিমসি নিয়ে এজলাসেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ এরও বহু আগে সুপ্রিম কোর্ট সিবিআইকে 'খাঁচাবন্দি তোতা' বলে ভর্ৎসনা করেছিল ৷ এছাড়াও, বিভিন্ন মামলায় নানা কারণে সিবিআইয়ের সমালোচনা করেছে আদালত ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি: 'তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ !' কবে, কোন তারিখে মিলবে সুবিচার ? বলিউডি সিনেমার বিখ্যাত ডায়লগ শোনা গেল পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবীর গলায় ৷ যার জেরে বিচারকের ভর্ৎসনাও শুনতে হল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিককে ৷ তদন্তের নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন আলিপুর আদালতের সংশ্লিষ্ট বিচারক ৷ তাঁর পরামর্শ, যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Teacher Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের গোপন জবানবন্দি নেওয়ার বন্দোবস্ত করতে হবে সিবিআইকে ৷

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ফের একবার আদালতে ওঠে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলা ৷ শুনানি চলাকালীন এজলাসে উপস্থিত ছিলেন সিবিআইয়ের সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক (আইও) ৷ তাঁকে বিচারক প্রশ্ন করেন, কতদিন ধরে মামলা চলছে ? জবাবে আইও জানান, সাতমাস ! তাঁর এই উত্তরে মোটেও খুশি হননি বিচারক ৷ তিনি পালটা প্রশ্ন তোলেন, এভাবে কতদিন চলবে ? তদন্তের নামে মাসের পর মাস কেটে যাবে, এটা হতে পারে না ৷ কারণ, যে কোনও ঘটনায় ধৃত ব্যক্তিদেরও কিছু অধিকার থাকে ? তাই এভাবে তাঁকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ-মানিক যোগসাজশের একাধিক তথ্য আদালতে পেশ করল ইডি

সিবিআইয়ের আইও এ নিয়ে কোনও উত্তর দেওয়ার আগেই গলা তোলেন পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী সেলিম রহমান (Partha Chatterjee Lawyer slams CBI) ৷ একটি বিখ্যাত হিন্দি সিনেমার ততোধিক বিখ্যাত ডায়লগ শোনা যায় তাঁর মুখে ৷ তিনি বলেন, "এ তো সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখের মতো ব্যাপার হয়ে যাচ্ছে !" বিচারকও কার্যত এই যুক্তিকে সমর্থন করেন ৷ তিনি তদন্তকারী আধিকারিককে বলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্য়ায়ের গোপন জবানবন্দি নেওয়ার ব্যবস্থা করা হোক ৷ প্রসঙ্গত, এদিন আদালতে পার্থ নিজেও উপস্থিত ছিলেন ৷ কিন্তু, এদিনও তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় ৷

উল্লেখ্য, এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টও সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৷ তদন্তকারীদের গরিমসি নিয়ে এজলাসেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ এরও বহু আগে সুপ্রিম কোর্ট সিবিআইকে 'খাঁচাবন্দি তোতা' বলে ভর্ৎসনা করেছিল ৷ এছাড়াও, বিভিন্ন মামলায় নানা কারণে সিবিআইয়ের সমালোচনা করেছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.