কলকাতা, 14 মার্চ : বেড়ে চলেছে কোরোনা ভাইরাসের সংক্রমণ ৷ রাজ্য়ের কেউ এখনও পর্যন্ত আক্রান্ত না হলেও আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৷ একের পর এক ছুটি ঘোষণা করছে বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্য়ালয় ৷ কোরোনার জেরে এবার রাজ্য় সরকারি ও সরকার অধীনস্থ স্কুলগুলি বন্ধ রাখার কথা ঘোষণা হয় কি না সেদিকেই তাকিয়ে ছিলেন অভিভাবকরা ৷ তবে আপাতত সেই স্কুলগুলি বন্ধ না রাখার কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ বরং স্কুল বন্ধ না রেখে সর্তকতামূলক পদক্ষেপ নেওয়ার পক্ষেই সওয়াল করেন তিনি । বলেন, "আমরা সব দেখেশুনে ব্যবস্থা নেব । তবে তার আগে সবাইকে সতর্ক করতে হবে । স্কুল বন্ধ করলেই সমাধান হবে এমন নয় ৷"
কোরোনা আতঙ্কের কারণে ইতিমধ্যেই পড়ুয়াদের স্কুলে আসতে বারণ করেছে সাউথ পয়েন্ট । এমতাবস্থায় রাজ্য সরকারের স্কুলগুলোর জন্য স্কুল শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নিচ্ছে তা নিয়েই রীতিমতো কৌতূহলী ছিল অভিভাবক মহল । তবে আপাতত সরকারি স্কুল বন্ধ হচ্ছে না বলে বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ।
এই প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের স্কুলগুলোতে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে । আমরা দেখে শুনে ব্যবস্থা নেব । তার আগে সবাইকে সর্তক করতে হবে ৷ স্কুল বন্ধ করলে সমাধান হবে এমন নয় ৷ যাতে এই ভাইরাস না ছড়ায় তার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে । মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন ৷ শিক্ষা দপ্তর সেই ব্যবস্থা গ্রহণ করেছে । আমরা তৎপরতার সঙ্গে প্রচার অভিযানে সামিল হচ্ছি ।"