কলকাতা, 16 মার্চ : কোরোনা রুখতে প্রসাদ হিসেবে BJP নেতাদের গো-মূত্র বিলি করা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি BJP-র নাম না করে বলেন, "যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা গোরুর দুধে সোনা খোঁজে, তারা গো-মূত্রে কোরোনা সারাবে, এটা নিয়ে আশ্চর্যের কী আছে ।"
কোরোনা ভাইরাস থেকে মুক্তি দিতে কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় গোমূত্রকে প্রসাদ হিসেবে বিলি করার অভিযোগ উঠছে। অভিযোগের তির BJP নেতাদের দিকেই । আজও খাস কলকাতার জোড়াসাঁকোতে এক BJP নেতা গোমূত্রের সঙ্গে লাড্ডু প্রসাদ হিসেবে বিলি করেন বলে অভিযোগ ।
এই প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় BJP নেতাদের উদ্দেশ্য করে বলেন, "এটা অবৈজ্ঞানিক। যেখানে ভারত প্রযুক্তি ও বিদ্যায় বিশ্বসেরা সেখানে কেউ কেউ এই অবৈজ্ঞানিক বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে । আমার বিশ্বাস মানুষ এই বিভ্রান্তিতে পা দেবে না । যে রাজনৈতিক দলের প্রতিনিধিরা গোরুর দুধে সোনা খোঁজে, তারা গো-মূত্রে কোরোনা সারাবে, এটা নিয়ে আশ্চর্যের কী আছে।"