ETV Bharat / state

মানবিক উদ্যোগ, করোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়াল পর্ণশ্রী থানা - parnasree police station has started giving free service of ambulance, oxygen supply

পর্ণশ্রী থানার অভিনব উদ্যোগ ৷ করোনা রোগীদের বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ পাশাপাশি কেবলমাত্র পর্ণশ্রী থানার আওতাভুক্ত এলাকাতেই নয়, অন্যান্য জায়গা থেকে সাহায্যের আবেদন এলে সেখানেও বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ৷

পর্ণশ্রী থানা
পর্ণশ্রী থানা
author img

By

Published : May 13, 2021, 9:58 AM IST

কলকাতা, 13 মে : শহরে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ৷ প্রাণবায়ুর সন্ধান পেতে পেতে প্রাণ যাওয়ার জোগাড় ৷ হাসপাতালে শয্যা মিলছে না ৷ সব কিছুর একসঙ্গে ব্যবস্থা করতে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ এত কিছুর মাঝে অসহায় করোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশের অন্তর্গত বেহালার পর্ণশ্রী থানা ৷

শহরে প্রত্যেক দিন বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। ঠিক এইসময় আবারও কলকাতা পুলিশের মানবিক রূপ ফুটে উঠল। 11 মে থেকে পর্ণশ্রী থানা চালু করল অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ যেখানে থাকবে অক্সিজেনের ব্যবস্থা ৷ পাশাপাশি যেসব রোগীদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদেরও অক্সিজেন পরিষেবা দেওয়া হবে ৷ এই পরিষেবা পর্ণশ্রী থানা থেকে পুরোটাই বিনামূল্যে করা হচ্ছে।

পর্ণশ্রী থানার অভিনব উদ্যোগ
পর্ণশ্রী থানার অভিনব উদ্যোগ

পর্ণশ্রী থানার অফিসার ইনচার্জ সৌম্য ঠাকুর বলেন, "আমরা প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে প্রথমেই টিকা পেয়ে গিয়েছি ৷ এখন যদি আমরা অন্যান্যদের সাহায্যদের জন্য এগিয়ে আসি, তাহলে অসুবিধার তো কিছু নেই ৷ আমাদের কাছে অনেকে সাহয্য চাইছেন ৷ কিন্তু আমাদের পক্ষে অন্য়ান্য সবকিছু সামলে তা করা অনেকটাই সমস্যার ৷ তাই যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের সাহায্যের জন্য ভলেন্টিয়ার টিম গঠন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ "

কী বললেন পর্ণশ্রী থানার অফিসার ইনচার্জ সৌম্য ঠাকুর ?

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কেবলমাত্র পর্ণশ্রী থানার আওতাভুক্ত এলাকাতেই নয়, অন্যান্য জায়গা থেকে সাহায্যের আবেদন এলে সেখানেও বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ৷

আরও পড়ুন :কলকাতা পৌরনিগমের সব স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ়

কলকাতা, 13 মে : শহরে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব ৷ প্রাণবায়ুর সন্ধান পেতে পেতে প্রাণ যাওয়ার জোগাড় ৷ হাসপাতালে শয্যা মিলছে না ৷ সব কিছুর একসঙ্গে ব্যবস্থা করতে নাজেহাল অবস্থা শহরবাসীর ৷ এত কিছুর মাঝে অসহায় করোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশের অন্তর্গত বেহালার পর্ণশ্রী থানা ৷

শহরে প্রত্যেক দিন বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। ঠিক এইসময় আবারও কলকাতা পুলিশের মানবিক রূপ ফুটে উঠল। 11 মে থেকে পর্ণশ্রী থানা চালু করল অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ যেখানে থাকবে অক্সিজেনের ব্যবস্থা ৷ পাশাপাশি যেসব রোগীদের অক্সিজেনের প্রয়োজন, তাঁদেরও অক্সিজেন পরিষেবা দেওয়া হবে ৷ এই পরিষেবা পর্ণশ্রী থানা থেকে পুরোটাই বিনামূল্যে করা হচ্ছে।

পর্ণশ্রী থানার অভিনব উদ্যোগ
পর্ণশ্রী থানার অভিনব উদ্যোগ

পর্ণশ্রী থানার অফিসার ইনচার্জ সৌম্য ঠাকুর বলেন, "আমরা প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে প্রথমেই টিকা পেয়ে গিয়েছি ৷ এখন যদি আমরা অন্যান্যদের সাহায্যদের জন্য এগিয়ে আসি, তাহলে অসুবিধার তো কিছু নেই ৷ আমাদের কাছে অনেকে সাহয্য চাইছেন ৷ কিন্তু আমাদের পক্ষে অন্য়ান্য সবকিছু সামলে তা করা অনেকটাই সমস্যার ৷ তাই যাঁরা সমস্যায় পড়েছেন তাঁদের সাহায্যের জন্য ভলেন্টিয়ার টিম গঠন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ "

কী বললেন পর্ণশ্রী থানার অফিসার ইনচার্জ সৌম্য ঠাকুর ?

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কেবলমাত্র পর্ণশ্রী থানার আওতাভুক্ত এলাকাতেই নয়, অন্যান্য জায়গা থেকে সাহায্যের আবেদন এলে সেখানেও বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ৷

আরও পড়ুন :কলকাতা পৌরনিগমের সব স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.