ETV Bharat / state

ফের কবে খুলবে কলকাতার পার্কগুলি ?

পার্ক খোলা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে । কলকাতা পৌরনিগমের তরফে জানানো হয়েছে, আমফানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্কগুলি । এখন তা ঠিক করার কাজ চলছে ।

কলকাতার পার্ক
কলকাতার পার্ক
author img

By

Published : Jun 25, 2020, 4:36 PM IST

কলকাতা, 25 জুন : আবার কবে পার্ক খুলবে ? প্রাতঃভ্রমণ, স্কুল থেকে ফেরা খুদেদের দৌড় ঝাঁপ-চিৎকারে আবার কবে চেনা ছন্দে ফিরবে শহরের সকাল-বিকেল । আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে শহরবাসীর মনে । যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রশাসনের তরফে । প্রথমে কোরোনা সংক্রমণ, লকডাউন । পরে আমফান । পার্ক খোলা নিয়ে তাই এখনও অনিশ্চয়তা রয়েছে ।

কলকাতা পৌরনিগমের অন্তর্গত পার্কের সংখ্যা 652টি । কোরোনা সংক্রমণ ও লকডাউন ঘোষণার হওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় কলকাতার পার্কগুলি । দফায় দফায় বাড়তে থাকে লকডাউনের মেয়াদ । খোলেনি পার্কও । এরপর 1 জুন থেকে আনলক ওয়ান শুরু হয় । শর্তসাপেক্ষে লকডাউন জারি হয় রাজ্যে । সীমিত সংখ্যা নিয়ে যানবাহন, অফিস-কাছারিও শুরু হয়েছে । কিন্তু পার্ক কেন বন্ধ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শহরের মানুষজন । হয়ত প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু আমফান পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে । ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা । সব মিলিয়ে শহরের প্রায় দেড় হাজারের মতো গাছ উপড়ে পড়েছে । পার্কগুলিতেও বহুসংখ্যক গাছ উপড়ে গেছে । নষ্ট হয়েছে । ক্ষতিগ্রস্ত পার্কগুলির ল্যাম্পপোস্টও । বহু জায়গায় তার ছিঁড়ে পড়ে রয়েছে পার্কে । তাই একরকম বেহাল দশা অধিকাংশ পার্কের ।

সবমিলিয়ে সমস্যায় পড়েছেন মানুষজন । প্রাতঃভ্রমণকারীরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটা শুরু করেছেন । লকডাউন উঠে গেলেও কলকাতার পার্কগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি । শুধু পৌরনিগমের কর্মীরাই মেরামতির কাজ করছেন । ফলে, এখনও পার্কে গিয়ে কেউ মর্নিং ওয়াক বা শরীরচর্চা করতে পারছেন না । প্রাতঃভ্রমণকারীরা জানাচ্ছেন, সকালে হাঁটতে বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে । কারণ যখন তখন রাস্তায় গাড়ি চলে আসছে । তাই দুর্ঘটনার সম্ভাবনা প্রবল । সবচেয়ে কষ্টে দিন কাটছে শিশুদের । রাস্তায় তাও প্রাতঃভ্রমণ সম্ভব । কিন্তু পার্কে গিয়ে শিশুরা খেলতে পারছে না । তাদের স্কুলও বন্ধ । তাই ইনডোর গেমেই কোনওরকমে দিন কাটছে ।

image
পার্ক খোলা নিয়ে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি

কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ইতিমধ্যেই প্রত্যেক ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন পার্কগুলির দ্রুত মেরামতির জন্য । তবে পার্ক কবে খোলা হবে, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে । এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে পার্কগুলির মেরামতির কাজ শুরু করা হয়েছে । কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি, যে মেরামত করতে বেশ কিছুটা সময় লাগবে । তবে সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত পার্কগুলি খোলা সম্ভব নয় । পার্ক কবে খোলা হবে তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার ।

কোরোনা প্রতিরোধে প্রশাসনের তরফে বারবার মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে । লকডাউনের প্রথমদিকে নিয়মকানুন ঠিকঠাকভাবে মেনে চলা হলেও, ধীরে ধীরে একাধিক জায়গা থেকে লকডাউন বিধিভঙ্গের ছবি সামনে আসতে থাকে । এখন শর্তসাপেক্ষে লকডাউন চলছে রাজ্যে । সরকারি-বেসরকারি অফিসগুলি খুল গেছে । আন্তঃরাজ্য পরিবহন চালু হয়েছে । বাস চলতে শুরু করেছে । তাই বহু জায়গাতেই নানা কর্মসূচিতে, বাসের লাইনে, রাস্তা-ঘাটে, বাজারে উধাও সামাজিক দূরত্ব । এই পরিস্থিতিতে পার্ক খুলে দেওয়া কতটা নিরাপদ হবে, সেনিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে । আপাতত সরকারি নির্দেশের অপেক্ষায় শহরবাসী ।

কলকাতা, 25 জুন : আবার কবে পার্ক খুলবে ? প্রাতঃভ্রমণ, স্কুল থেকে ফেরা খুদেদের দৌড় ঝাঁপ-চিৎকারে আবার কবে চেনা ছন্দে ফিরবে শহরের সকাল-বিকেল । আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে শহরবাসীর মনে । যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি প্রশাসনের তরফে । প্রথমে কোরোনা সংক্রমণ, লকডাউন । পরে আমফান । পার্ক খোলা নিয়ে তাই এখনও অনিশ্চয়তা রয়েছে ।

কলকাতা পৌরনিগমের অন্তর্গত পার্কের সংখ্যা 652টি । কোরোনা সংক্রমণ ও লকডাউন ঘোষণার হওয়ার পরই বন্ধ করে দেওয়া হয় কলকাতার পার্কগুলি । দফায় দফায় বাড়তে থাকে লকডাউনের মেয়াদ । খোলেনি পার্কও । এরপর 1 জুন থেকে আনলক ওয়ান শুরু হয় । শর্তসাপেক্ষে লকডাউন জারি হয় রাজ্যে । সীমিত সংখ্যা নিয়ে যানবাহন, অফিস-কাছারিও শুরু হয়েছে । কিন্তু পার্ক কেন বন্ধ রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন শহরের মানুষজন । হয়ত প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু আমফান পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে । ঘূর্ণিঝড় আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা । সব মিলিয়ে শহরের প্রায় দেড় হাজারের মতো গাছ উপড়ে পড়েছে । পার্কগুলিতেও বহুসংখ্যক গাছ উপড়ে গেছে । নষ্ট হয়েছে । ক্ষতিগ্রস্ত পার্কগুলির ল্যাম্পপোস্টও । বহু জায়গায় তার ছিঁড়ে পড়ে রয়েছে পার্কে । তাই একরকম বেহাল দশা অধিকাংশ পার্কের ।

সবমিলিয়ে সমস্যায় পড়েছেন মানুষজন । প্রাতঃভ্রমণকারীরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটা শুরু করেছেন । লকডাউন উঠে গেলেও কলকাতার পার্কগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি । শুধু পৌরনিগমের কর্মীরাই মেরামতির কাজ করছেন । ফলে, এখনও পার্কে গিয়ে কেউ মর্নিং ওয়াক বা শরীরচর্চা করতে পারছেন না । প্রাতঃভ্রমণকারীরা জানাচ্ছেন, সকালে হাঁটতে বেরিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে । কারণ যখন তখন রাস্তায় গাড়ি চলে আসছে । তাই দুর্ঘটনার সম্ভাবনা প্রবল । সবচেয়ে কষ্টে দিন কাটছে শিশুদের । রাস্তায় তাও প্রাতঃভ্রমণ সম্ভব । কিন্তু পার্কে গিয়ে শিশুরা খেলতে পারছে না । তাদের স্কুলও বন্ধ । তাই ইনডোর গেমেই কোনওরকমে দিন কাটছে ।

image
পার্ক খোলা নিয়ে সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি

কলকাতা পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ইতিমধ্যেই প্রত্যেক ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন পার্কগুলির দ্রুত মেরামতির জন্য । তবে পার্ক কবে খোলা হবে, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি তাঁর কাছ থেকে । এবিষয়ে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে পার্কগুলির মেরামতির কাজ শুরু করা হয়েছে । কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি, যে মেরামত করতে বেশ কিছুটা সময় লাগবে । তবে সরকারের নির্দেশ না পাওয়া পর্যন্ত পার্কগুলি খোলা সম্ভব নয় । পার্ক কবে খোলা হবে তার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার ।

কোরোনা প্রতিরোধে প্রশাসনের তরফে বারবার মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে । লকডাউনের প্রথমদিকে নিয়মকানুন ঠিকঠাকভাবে মেনে চলা হলেও, ধীরে ধীরে একাধিক জায়গা থেকে লকডাউন বিধিভঙ্গের ছবি সামনে আসতে থাকে । এখন শর্তসাপেক্ষে লকডাউন চলছে রাজ্যে । সরকারি-বেসরকারি অফিসগুলি খুল গেছে । আন্তঃরাজ্য পরিবহন চালু হয়েছে । বাস চলতে শুরু করেছে । তাই বহু জায়গাতেই নানা কর্মসূচিতে, বাসের লাইনে, রাস্তা-ঘাটে, বাজারে উধাও সামাজিক দূরত্ব । এই পরিস্থিতিতে পার্ক খুলে দেওয়া কতটা নিরাপদ হবে, সেনিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে । আপাতত সরকারি নির্দেশের অপেক্ষায় শহরবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.