ETV Bharat / state

টিউশন ছাড়া বাকি সব ফি মকুবের দাবিতে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সামনে বিক্ষোভ - স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল

কোরোনার জেরে লকডাউন চলার কারণে কর্মহারা অনেক অভিভাবক । এই পরিস্থিতিতে বেসরকারি স্কুলের ফি মকুবের দাবি জানিয়েছেন অনেকেই । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বেসরকারি স্কুলগুলিকে মানবিক হওয়ার আবেদন জানিয়ছেন । এরই মধ্যে আজ ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অভিভাবকদের একাংশ ।

kol
kol
author img

By

Published : Jun 4, 2020, 5:50 PM IST

কলকাতা, 4 জুন : ফি মকুবের দাবিতে সরব হলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অভিভাবকরা । তাঁদের দাবি, এপ্রিল, মে ও জুন মাসের জন্য টিউশন ফি ছাড়া বাকি সব খাতের ফি মকুব করা হোক । এই দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার ডেপুটেশন দিয়েছেন তাঁরা । কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ । তাই আজ স্কুলের সামনে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ দেখালেন শতাধিক অভিভাবক-অভিভাবিকা ।

দীর্ঘ লকডাউনে আর্থিক সমস্যায় পড়েছেন অনেক অভিভাবক । এই পরিস্থিতিতে সবাই চাইছেন একটু অব্যাহতি । বিগত কয়েকদিন ধরেই ফি মকুবের দাবিতে সরব হয়েছেন বেশ কয়েকটি বেসরকারি স্কুলের অভিভাবকরা ।

দা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল অভিভাবক ফোরামের তরফে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমাদের স্কুলের শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে । জানুয়ারি মাসে আমরা স্কুলকে একাধিক খাতে ফি বাবদ টাকা দিয়েছি । যে ফি-এর বেশিরভাগটা এই বছর লাগবেও না হয়তো । বর্তমানে পরিস্থিতিতে বহু অভিভাবকের কর্মচ্যুতি ঘটেছে । অনেকে যা বেতন পেতেন তা থেকে কম পাচ্ছেন । এমন বহু অভিভাবক আছেন যাঁরা সংসার চালানোর জন্য বাজারে সবজি-ফল নিয়ে বসছেন । বহু ছাত্রের বাবা মারা গেছেন । মা কষ্ট করে পড়াচ্ছেন । এইসব কথাই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি । প্রতিমাসে আমাদের ডেভলপমেন্ট ফি, কম্পিউটার ফি এবং টিউশন ফি দিতে হয় । মাসে গড়ে প্রায় 1800 টাকা । শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনের বিষয় বিবেচনা করেছি। আমরা স্কুলকে বলেছি এই বছর কবে স্কুল খুলবে, কী হবে তার কোনও ঠিক নেই । তাই কম্পিউটার প্রাকটিক্যাল ফি ও ডেভেলপমেন্ট ফি এপ্রিল মে ও জুন মাসের জন্য ছেড়ে দিতে । আমরা টিউশন ফি- দেব । এই দাবি জানিয়ে আমরা স্কুলকে ডেপুটেশন দিয়েছি । এমন কি অনলাইনে স্বাক্ষর ক্যাম্পেইন করেও আবেদন জানিয়েছি । বারবার প্রধান শিক্ষক এবং বিশপকে বলছি একটা আলোচনার ব্যবস্থা করুন । তাঁরা কিছুতেই সে দিকে যাচ্ছেন না দেখে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি ।"

আজ দুপুর 12টা নাগাদ শতাধিক অভিভাবক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিধান সরনিতে স্কুলের সামনে জমায়েত করেন । সেখানে তাঁরা স্লোগান দিয়ে নিজেদের দাবি জানান । সভা করেন । প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সেই কর্মসূচি । ফি-এর পাশাপাশি স্কুল খুললে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্কুল কী কী পদক্ষেপ করবে তাও জানানোর আবেদন রাখেন অভিভাবকরা ।

সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "30 জুনের পর তো স্কুল খুলবে বলছে । সেখানেও আমাদের দাবি, স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুল খুলতে হবে । বাচ্চারা স্কুলে গেলে তাদের সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরার ক্ষেত্রর কী ব্যবস্থা থাকবে আমরা জানি না । স্কুল কী ভাবছে আমরা জানি না । তাই আমাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ফোরামের সঙ্গে কথা বলে স্কুল খুলুক ।"

কলকাতা, 4 জুন : ফি মকুবের দাবিতে সরব হলেন কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের অভিভাবকরা । তাঁদের দাবি, এপ্রিল, মে ও জুন মাসের জন্য টিউশন ফি ছাড়া বাকি সব খাতের ফি মকুব করা হোক । এই দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার ডেপুটেশন দিয়েছেন তাঁরা । কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ । তাই আজ স্কুলের সামনে স্বাস্থ্যবিধি মেনে বিক্ষোভ দেখালেন শতাধিক অভিভাবক-অভিভাবিকা ।

দীর্ঘ লকডাউনে আর্থিক সমস্যায় পড়েছেন অনেক অভিভাবক । এই পরিস্থিতিতে সবাই চাইছেন একটু অব্যাহতি । বিগত কয়েকদিন ধরেই ফি মকুবের দাবিতে সরব হয়েছেন বেশ কয়েকটি বেসরকারি স্কুলের অভিভাবকরা ।

দা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল অভিভাবক ফোরামের তরফে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমাদের স্কুলের শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলে । জানুয়ারি মাসে আমরা স্কুলকে একাধিক খাতে ফি বাবদ টাকা দিয়েছি । যে ফি-এর বেশিরভাগটা এই বছর লাগবেও না হয়তো । বর্তমানে পরিস্থিতিতে বহু অভিভাবকের কর্মচ্যুতি ঘটেছে । অনেকে যা বেতন পেতেন তা থেকে কম পাচ্ছেন । এমন বহু অভিভাবক আছেন যাঁরা সংসার চালানোর জন্য বাজারে সবজি-ফল নিয়ে বসছেন । বহু ছাত্রের বাবা মারা গেছেন । মা কষ্ট করে পড়াচ্ছেন । এইসব কথাই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি । প্রতিমাসে আমাদের ডেভলপমেন্ট ফি, কম্পিউটার ফি এবং টিউশন ফি দিতে হয় । মাসে গড়ে প্রায় 1800 টাকা । শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনের বিষয় বিবেচনা করেছি। আমরা স্কুলকে বলেছি এই বছর কবে স্কুল খুলবে, কী হবে তার কোনও ঠিক নেই । তাই কম্পিউটার প্রাকটিক্যাল ফি ও ডেভেলপমেন্ট ফি এপ্রিল মে ও জুন মাসের জন্য ছেড়ে দিতে । আমরা টিউশন ফি- দেব । এই দাবি জানিয়ে আমরা স্কুলকে ডেপুটেশন দিয়েছি । এমন কি অনলাইনে স্বাক্ষর ক্যাম্পেইন করেও আবেদন জানিয়েছি । বারবার প্রধান শিক্ষক এবং বিশপকে বলছি একটা আলোচনার ব্যবস্থা করুন । তাঁরা কিছুতেই সে দিকে যাচ্ছেন না দেখে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করি ।"

আজ দুপুর 12টা নাগাদ শতাধিক অভিভাবক স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিধান সরনিতে স্কুলের সামনে জমায়েত করেন । সেখানে তাঁরা স্লোগান দিয়ে নিজেদের দাবি জানান । সভা করেন । প্রায় দেড় ঘণ্টা ধরে চলে সেই কর্মসূচি । ফি-এর পাশাপাশি স্কুল খুললে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্কুল কী কী পদক্ষেপ করবে তাও জানানোর আবেদন রাখেন অভিভাবকরা ।

সুপ্রিয় ভট্টাচার্য বলেন, "30 জুনের পর তো স্কুল খুলবে বলছে । সেখানেও আমাদের দাবি, স্বাস্থ্য সুরক্ষা মেনে স্কুল খুলতে হবে । বাচ্চারা স্কুলে গেলে তাদের সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক পরার ক্ষেত্রর কী ব্যবস্থা থাকবে আমরা জানি না । স্কুল কী ভাবছে আমরা জানি না । তাই আমাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ফোরামের সঙ্গে কথা বলে স্কুল খুলুক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.