ETV Bharat / state

Paranjoy Guha Thakurta on Adani Group: হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার - ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া

মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) রিপোর্টের জেরে বিপাকে আদানি গোষ্ঠী ৷ কিন্তু বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতার দাবি, আদানিদের নিয়ে ভারতেও এর আগে একাধিক বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ৷

Paranjoy Guha Thakurta on Adani Group
Paranjoy Guha Thakurta on Adani Group
author img

By

Published : Feb 7, 2023, 1:34 PM IST

হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বারবার ধরা পড়লেও ছাড় পেয়ে গিয়েছেন গৌতম আদানি (Goutam Adani) । সেই সমস্ত রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি । এখন হিন্ডেনবার্গের যে রিপোর্ট নিয়ে বিশ্ব তোলপাড় তাতেও আগের অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছে । সোমবার কলকাতায় 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শীর্ষক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা (Paranjoy Guha Thakurta) ।

তিনি আরও জানান, বিবিসি-র তথ্যচিত্রে গুজরাত দাঙ্গা (BBC Documentary on Gujarat Violence) নিয়ে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভূমিকাও কোনও নতুন খবর নয় । এই খবর দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে । কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় বিবিসি-র তথ্যচিত্র ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বেশি । নিষেধাজ্ঞা জারি করা এক প্রকার বোকামি বলেই মনে করেন পরঞ্জয় গুহঠাকুরতা ।

সোমবার সন্ধ্যায় রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসের আলোচনা সভার পরে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিপলস্ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ সাংবাদিক বৈঠকের আয়োজন করে । বিবিসি-র তথ্যচিত্রের দু’টি অংশও দেখানো হয় । তার আগে সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা আলোচনা সভায় নরেন্দ্র মোদির আমলে গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির তথ্য তুলে ধরেন । কিন্তু কোনও মতামত প্রকাশ করেননি । কারণ, পরাঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে ।

কী তথ্য দিয়েছেন পরঞ্জয় ?

তিনি জানান, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) পর এখন এই বেসরকারি সংস্থাই শস্য গুদাম পরিকাঠামোর সবচেয়ে বড় মালিক । মুম্বইয়ে ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্পের বরাতও পেয়েছে আদানি গোষ্ঠী (Adani Group) । এমনকি ডিজিটাল তথ্য ভাণ্ডার পরিকাঠামো ব্যবসাতেও এই গৌতম আদানির বড় হাত রয়েছে । হিন্ডেনবার্গ সাইপ্রাস, মরিশাস, বৃটিশ ভার্জিন আইল্যান্ড-সহ একাধিক ‘ট্যাক্স হেভেন’র সুনির্দিষ্ট তথ্য জোগাড় করেছে । বিশ্বের সাতটি বৃহৎ বহুজাতিক সংস্থার ট্যাক্স ফাঁকির পূর্ণাঙ্গ ছবি তারা তুলে ধরেছে । যার মধ্যে গৌতম আদানিরও বিশদ তথ্য রয়েছে ।

তাঁর আরও দাবি, এর আগে দেশের একাধিক সাংবাদিক আদানির বিভিন্ন বেনিয়মের তথ্য প্রকাশ করেছে । যার ফলে আদানি গোষ্ঠীর রোষের মুখে পড়েছেন সাংবাদিকরা । কারও কারও বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করে আদানি গোষ্ঠী । তবে, বিদেশি সংস্থার রিপোর্ট নিয়ে হইচই শুরু হওয়ায় সেবি, আরবিআই তদন্ত করছে । কিন্তু তাঁরা তদন্তে কী খুঁজে বের করবে, কবে বের করবে এর উত্তর তাঁর কাছে নেই বলেই জানান পরঞ্জয় গুহঠাকুরতা ।

আরও পড়ুন: আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?

হিন্ডেনবার্গের আগেও আদানিদের বিরুদ্ধে বেনিয়মের রিপোর্ট বেরিয়েছে ভারতে, দাবি পরঞ্জয় গুহঠাকুরতার

কলকাতা, 7 ফেব্রুয়ারি: বারবার ধরা পড়লেও ছাড় পেয়ে গিয়েছেন গৌতম আদানি (Goutam Adani) । সেই সমস্ত রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি । এখন হিন্ডেনবার্গের যে রিপোর্ট নিয়ে বিশ্ব তোলপাড় তাতেও আগের অনেক রিপোর্ট প্রকাশ পেয়েছে । সোমবার কলকাতায় 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’ শীর্ষক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা (Paranjoy Guha Thakurta) ।

তিনি আরও জানান, বিবিসি-র তথ্যচিত্রে গুজরাত দাঙ্গা (BBC Documentary on Gujarat Violence) নিয়ে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ভূমিকাও কোনও নতুন খবর নয় । এই খবর দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশ পেয়েছে । কিন্তু নিষেধাজ্ঞা জারি করায় বিবিসি-র তথ্যচিত্র ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বেশি । নিষেধাজ্ঞা জারি করা এক প্রকার বোকামি বলেই মনে করেন পরঞ্জয় গুহঠাকুরতা ।

সোমবার সন্ধ্যায় রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসের আলোচনা সভার পরে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, পিপলস্ ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ও পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ সাংবাদিক বৈঠকের আয়োজন করে । বিবিসি-র তথ্যচিত্রের দু’টি অংশও দেখানো হয় । তার আগে সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা আলোচনা সভায় নরেন্দ্র মোদির আমলে গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধির তথ্য তুলে ধরেন । কিন্তু কোনও মতামত প্রকাশ করেননি । কারণ, পরাঞ্জয়ের বিরুদ্ধে একাধিক মামলা চলছে বিভিন্ন আদালতে ।

কী তথ্য দিয়েছেন পরঞ্জয় ?

তিনি জানান, ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (FCI) পর এখন এই বেসরকারি সংস্থাই শস্য গুদাম পরিকাঠামোর সবচেয়ে বড় মালিক । মুম্বইয়ে ধারাভি বস্তি পুনর্গঠন প্রকল্পের বরাতও পেয়েছে আদানি গোষ্ঠী (Adani Group) । এমনকি ডিজিটাল তথ্য ভাণ্ডার পরিকাঠামো ব্যবসাতেও এই গৌতম আদানির বড় হাত রয়েছে । হিন্ডেনবার্গ সাইপ্রাস, মরিশাস, বৃটিশ ভার্জিন আইল্যান্ড-সহ একাধিক ‘ট্যাক্স হেভেন’র সুনির্দিষ্ট তথ্য জোগাড় করেছে । বিশ্বের সাতটি বৃহৎ বহুজাতিক সংস্থার ট্যাক্স ফাঁকির পূর্ণাঙ্গ ছবি তারা তুলে ধরেছে । যার মধ্যে গৌতম আদানিরও বিশদ তথ্য রয়েছে ।

তাঁর আরও দাবি, এর আগে দেশের একাধিক সাংবাদিক আদানির বিভিন্ন বেনিয়মের তথ্য প্রকাশ করেছে । যার ফলে আদানি গোষ্ঠীর রোষের মুখে পড়েছেন সাংবাদিকরা । কারও কারও বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করে আদানি গোষ্ঠী । তবে, বিদেশি সংস্থার রিপোর্ট নিয়ে হইচই শুরু হওয়ায় সেবি, আরবিআই তদন্ত করছে । কিন্তু তাঁরা তদন্তে কী খুঁজে বের করবে, কবে বের করবে এর উত্তর তাঁর কাছে নেই বলেই জানান পরঞ্জয় গুহঠাকুরতা ।

আরও পড়ুন: আদানিদের থেকে মুখ ফেরাচ্ছেন বিনিয়োগকারীরা, কী এমন ঘটল গত 10 দিনে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.