বিধাননগর, 16 অগাস্ট : পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেক ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পার্শ্ব শিক্ষকরা ৷ আজ প্রায় হাজার পার্শ্ব শিক্ষক তাঁদের বিভিন্ন দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ৷
পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আটকাতে PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ ফিরে যেতে বলে । তাঁরা রাজি হননি । শুরু হয় ধস্তাধস্তি । প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেক PNB মোড় থেকে তিন নম্বর ট্যাঙ্ক পর্যন্ত এলাকা ৷
এবিষয়ে পার্শ্ব শিক্ষক মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালাব । আমাদের মূল দাবি, সম কাজে সম বেতন ৷ পার্শ্ব শিক্ষকদের পূর্ণ মর্যাদা দিতে হবে ৷ সরকার দাবি না মানলে অবস্থান বিক্ষোভ হবে ৷ প্রয়োজনে রিলে অনশন করব ৷ তাতেও দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসব ৷"