ETV Bharat / state

পুলিশ-পার্শ্ব শিক্ষক ধস্তাধস্তি, অবরুদ্ধ সল্টলেক

পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেক ৷ পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আটকাতে PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পার্শ্ব শিক্ষকরা ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেক PNB মোড় থেকে তিন নম্বর ট্যাঙ্ক পর্যন্ত এলাকা ৷

পুলিশ-পার্শ্ব শিক্ষক ধস্তাধস্তি, অবরুদ্ধ সল্টলেক
author img

By

Published : Aug 16, 2019, 4:56 PM IST

Updated : Aug 16, 2019, 5:28 PM IST

বিধাননগর, 16 অগাস্ট : পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেক ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পার্শ্ব শিক্ষকরা ৷ আজ প্রায় হাজার পার্শ্ব শিক্ষক তাঁদের বিভিন্ন দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ৷

পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আটকাতে PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ ফিরে যেতে বলে । তাঁরা রাজি হননি । শুরু হয় ধস্তাধস্তি । প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেক PNB মোড় থেকে তিন নম্বর ট্যাঙ্ক পর্যন্ত এলাকা ৷

এবিষয়ে পার্শ্ব শিক্ষক মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালাব । আমাদের মূল দাবি, সম কাজে সম বেতন ৷ পার্শ্ব শিক্ষকদের পূর্ণ মর্যাদা দিতে হবে ৷ সরকার দাবি না মানলে অবস্থান বিক্ষোভ হবে ৷ প্রয়োজনে রিলে অনশন করব ৷ তাতেও দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসব ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
গত 9 অগাস্ট বেতন বৃদ্ধি সহ অন্য সুযোগ সুবিধার দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষাবন্ধুরা ৷ মিছিল শুরুর মুখেই তাঁদের উপর জলকামান চার্জ করে পুলিশ ৷ 200 শিক্ষাবন্ধুকে আটকও করা হয় ।

বিধাননগর, 16 অগাস্ট : পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে অবরুদ্ধ সল্টলেক ৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পার্শ্ব শিক্ষকরা ৷ আজ প্রায় হাজার পার্শ্ব শিক্ষক তাঁদের বিভিন্ন দাবি নিয়ে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ৷

পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন অভিযান আটকাতে PNB মোড়ে ব্যারিকেড করে পুলিশ ৷ ফিরে যেতে বলে । তাঁরা রাজি হননি । শুরু হয় ধস্তাধস্তি । প্রতিবাদে শিক্ষকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেক PNB মোড় থেকে তিন নম্বর ট্যাঙ্ক পর্যন্ত এলাকা ৷

এবিষয়ে পার্শ্ব শিক্ষক মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালাব । আমাদের মূল দাবি, সম কাজে সম বেতন ৷ পার্শ্ব শিক্ষকদের পূর্ণ মর্যাদা দিতে হবে ৷ সরকার দাবি না মানলে অবস্থান বিক্ষোভ হবে ৷ প্রয়োজনে রিলে অনশন করব ৷ তাতেও দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসব ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য
গত 9 অগাস্ট বেতন বৃদ্ধি সহ অন্য সুযোগ সুবিধার দাবিতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন শিক্ষাবন্ধুরা ৷ মিছিল শুরুর মুখেই তাঁদের উপর জলকামান চার্জ করে পুলিশ ৷ 200 শিক্ষাবন্ধুকে আটকও করা হয় ।
Intro:
বিধাননগর, ১৬ আগস্ট: পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের অবরুদ্ধ হল সল্টলেক। শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পার্শ্ব শিক্ষকরা। বাধাদানের প্রতিবাদে শিক্ষকেরা রাস্তায় বসে পড়েন। এর জেরে অবরুদ্ধ হলো পিএনবি মোড় থেকে তিন নম্বর ট্যাঙ্ক পর্যন্ত গোটা এলাকা। আজ হাজার খানেক পার্শ্ব শিক্ষক তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিকাশ ভবন অভিযান এর ডাক দিয়েছিলেন।

Body:পার্শ্ব শিক্ষক মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি দাবা মানবে না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করব। আমাদের মূল দাবি সম কাজে সম বেতন এবং পার্শ্ব শিক্ষকদের পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে। সরকার দাবি না মানলে অবস্থান-বিক্ষোভ হবে। প্রয়োজনে রিলে অনশন করব। তাতেও যদি দাবি পূরণ না হয় তাহলে আমরণ অনশনে বসব আমরা"।

Conclusion:এদিন পার্শ্বশিক্ষকদের বিকাশ ভবন অভিযান আটকাতে পিএনবি মোড়ে ব্যারিকেড করে পুলিশ। ব্যারিকেডের কাছে আটকে দেওয়া হয় শিক্ষকদের। পুলিশ তাদের ফিরে যেতে বলে। কিন্তু তাতেও রাজি হননি তারা। এরপর তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। ধ্বস্তাধ্বস্তির পর রাস্তায় বসে পড়েন শিক্ষকরা। এর আগে ৯ আগস্ট বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল শিক্ষাবন্ধুরা। মিছিল শুরুর মুখেই তাদের ওপর জলকামান চার্জ করে বলে পুলিশ। ২০০ শিক্ষাবন্ধুকে আটক করেছিল পুলিশ।
Last Updated : Aug 16, 2019, 5:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.