ETV Bharat / state

ঠাকুরপুকুরে প্যাঙ্গোলিনসহ গ্রেপ্তার 3 - ঠাকুরপুকুরের দাসপাড়া রোড

ঠাকুরপুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়ি থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন ।

প্যাঙ্গোলিন
author img

By

Published : Sep 11, 2019, 10:22 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : এবার ঠাকুরপুকুরের দাস পাড়া রোড এলাকা থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন । উদ্ধার করল কলকাতা কাস্টমস । প্যাঙ্গোলিনটি বিদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলে দাবি কাস্টমসের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

ঠাকুরপুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়িতে রাখা রয়েছে একটি প্যাঙ্গোলিন, গোপন সূত্রে এই খবর পায় কলকাতা কাস্টমস । গতকাল সেখানে হানা দেয় কাস্টমসের একটি দল । উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটি । যার বাজারমূল্য 60 লাখ টাকা । আটক করা হয় মানস ব্যানার্জিকে । সেই সময় তার বাড়িতে ছিল দুর্গাপুরের পিন্টু শর্মা এবং আন্দুলের রাম স্বরূপ হাজরা । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্যাঙ্গোলিনটিকে চুরি করা হয়েছিল ।

তদন্তকারীদের ধৃতরা জানিয়েছে, গতকাল সকালে দুর্গাপুর থেকে পিন্টু আসছিল মানসের বাড়ি । কোনা এক্সপ্রেসওয়েতে ছিল যানজট । সেইসময় সে বাস থেকে রাস্তায় নামে । দেখতে পায় ঝাড়খণ্ডের নম্বরের গাড়ি । ওই গাড়ির যাত্রীরা নিজেদের মধ্যে মারপিট করছে । এরই মাঝে পিন্টু ওই দুটি গাড়ির একটিতে বস্তা দেখতে পায় । সেই বস্তা তুলে নিয়ে মানসের বাড়িতে আসে । বস্তা খুলে তারা দেখতে পায় ওই প্যাঙ্গোলিন । এবার তারা ফোন করে রাম স্বরূপকে । পেশায় সে ব্যবসায়ী । সে প্যাঙ্গোলিনটি পাচারের মুখ্য ভূমিকা নিচ্ছিল ।

যদিও কাস্টমস ধৃতদের এই বক্তব্য পুরোপুরি বিশ্বাস করছে না । তাদের সন্দেহ, এই চক্রটি জড়িত বন্যপ্রাণী পাচারে । সেই চক্রের মাধ্যমেই এই প্যাঙ্গোলিন এসেছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরোটা জানার চেষ্টা চালাচ্ছেন কাস্টমসের আধিকারিকরা ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : এবার ঠাকুরপুকুরের দাস পাড়া রোড এলাকা থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন । উদ্ধার করল কলকাতা কাস্টমস । প্যাঙ্গোলিনটি বিদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলে দাবি কাস্টমসের । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে ।

ঠাকুরপুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়িতে রাখা রয়েছে একটি প্যাঙ্গোলিন, গোপন সূত্রে এই খবর পায় কলকাতা কাস্টমস । গতকাল সেখানে হানা দেয় কাস্টমসের একটি দল । উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটি । যার বাজারমূল্য 60 লাখ টাকা । আটক করা হয় মানস ব্যানার্জিকে । সেই সময় তার বাড়িতে ছিল দুর্গাপুরের পিন্টু শর্মা এবং আন্দুলের রাম স্বরূপ হাজরা । তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, প্যাঙ্গোলিনটিকে চুরি করা হয়েছিল ।

তদন্তকারীদের ধৃতরা জানিয়েছে, গতকাল সকালে দুর্গাপুর থেকে পিন্টু আসছিল মানসের বাড়ি । কোনা এক্সপ্রেসওয়েতে ছিল যানজট । সেইসময় সে বাস থেকে রাস্তায় নামে । দেখতে পায় ঝাড়খণ্ডের নম্বরের গাড়ি । ওই গাড়ির যাত্রীরা নিজেদের মধ্যে মারপিট করছে । এরই মাঝে পিন্টু ওই দুটি গাড়ির একটিতে বস্তা দেখতে পায় । সেই বস্তা তুলে নিয়ে মানসের বাড়িতে আসে । বস্তা খুলে তারা দেখতে পায় ওই প্যাঙ্গোলিন । এবার তারা ফোন করে রাম স্বরূপকে । পেশায় সে ব্যবসায়ী । সে প্যাঙ্গোলিনটি পাচারের মুখ্য ভূমিকা নিচ্ছিল ।

যদিও কাস্টমস ধৃতদের এই বক্তব্য পুরোপুরি বিশ্বাস করছে না । তাদের সন্দেহ, এই চক্রটি জড়িত বন্যপ্রাণী পাচারে । সেই চক্রের মাধ্যমেই এই প্যাঙ্গোলিন এসেছিল । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরোটা জানার চেষ্টা চালাচ্ছেন কাস্টমসের আধিকারিকরা ।

Intro:কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার ঠাকুরপুকুরের দাস পাড়া রোড এলাকা থেকে উদ্ধার করা হল প্যাঙ্গোলিন। উদ্ধার করল কলকাতা কাস্টমস। ওই পাঙ্গলিন বিদেশে পাচারের উদ্দেশ্য ছিল বলে দাবি কাস্টমসের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে।
Body:কাস্টমস সূত্রে খবর, ঠাকুর পুকুরের দাসপাড়া রোডের মানস ব্যানার্জির বাড়িতে রাখা রয়েছে একটি প্যাঙ্গোলিন। গোপন সূত্রে খবর পায় তারা। আজ সেখানে হানা দেয় কাস্টমসের একটি দল। উদ্ধার করা হয় প্যাঙ্গোলিনটি। যার বাজার মূল্য 60 লাখ টাকা। আটক করা হয় মানস ব্যানার্জিকে। সেই সময় তার বাড়িতে ছিল দুর্গাপুরের পিন্টু শর্মা এবং আন্দুলের রাম স্বরূপ হাজরা। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই প্যাঙ্গোলিনটি চুরি করা হয়েছিল।Conclusion:তদন্তকারীরা জেনেছেন, আজ সকালে দুর্গাপুর থেকে পিন্টু আসছিল মানসের বাড়ি। কোনা এক্সপ্রেস ওয়েতে ছিল যানজট। তিনি বাস থেকে নামেন রাস্তায়। দেখতে পান ঝাড়খণ্ডের নম্বরের গাড়ি। ওই গাড়ির সাওয়ারিরা নিজেদের মধ্যে মারপিট করছে। এরই মাঝে পিন্টু ওই দুটি গাড়ির একটিতে বস্তা দেখতে পায়। সেই বস্তা তুলে নিয়ে সোজা হাজির হয় মানসের বাড়ি। বস্তা খুলে তারা দেখতে পায় ওই প্যাঙ্গোলিন। এবার তারা ফোন করে রাম স্বরূপকে। পেশায় তিনি ব্যবসায়ী। তিনি ওই প্যাঙ্গোলিন পাচারে মুখ্য ভূমিকা নিচ্ছিলেন। যদিও কাস্টমস এই গল্প পুরোপুরি বিশ্বাস করছে না। তাদের সন্দেহ এই চক্রটি জড়িত বন্যপ্রাণী পাচারে। সেই চক্রের মাধ্যমেই এই প্যাঙ্গোলিন এসেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরোটা জানার চেষ্টা চালাচ্ছে কাস্টমসের আধিকারিকরা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.