ETV Bharat / state

Durga Pujo : করোনাকে থোড়াই কেয়ার , মাস্কহীন দর্শনার্থী ; অসহায় পুলিশ - পুজো দেখার ভিড়

লালবাজার সূত্রের খবর, রবিবার অর্থাৎ পঞ্চমীতে শহরের রাস্তায় বিনা মাস্কে ঘুরে বেড়ানোর অভিযোগে 198 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সোমবার, ষষ্ঠীর দিন বিকেল তিনটে পর্যন্ত গ্রেফতার হয়েছে 132 জন। রাস্তায় থুতু ফেলার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Durga Pujo
নো-কেয়ার করোনা, মাস্কহীন দর্শনার্থী: অসহায় পুলিশ
author img

By

Published : Oct 11, 2021, 8:39 PM IST

Updated : Oct 11, 2021, 9:57 PM IST

কলকাতা, 11 অক্টোবর : পুজো বলে কথা ৷ মুখে কী আর মাস্ক চলে ? সুতরাং কোভিড বিধিনিষেধকে থোড়াই কেয়ার ৷ হাইকোর্টের নির্দেশ থাকলেও তা বাস্তবে কাজ হচ্ছে না। দূরত্ব বজায় রাখা তো দুরের কথা, মুখে নেই মাস্ক ৷ একাধিক বড় বড় পুজো মণ্ডপে মাস্ক বিলি করা হলেও, অনেক জায়গাতেই তা পালন হচ্ছে না।

কলকাতা হাইকোর্টের তরফে মন্ডপে ঢোকার ক্ষেত্রে ছাড় দিলেও, বলা হয়েছিল মাস্ক মাস্ট ৷ সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বাকি সব নিয়মকানুন সঠিকভাবে পালিত হলেও, মাস্কের বালাই নেই। পুলিশও সবটা দেখেও চুপ। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, বিনা মাস্কে ঘুরে বেড়ানো লোকজনকে মাস্ক পরতে বললে উত্তেজনা ছড়াচ্ছে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় তৃতীয়ার রাত থেকেই মানুষের ঢল। কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও, সিংহভাগ লোকের মুখে নেই মাস্ক। পুলিশের প্রশ্নে উত্তর, "বড্ড গরম। লাইন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আর এত জন বিনা মাস্কে ঘুরছে। তাদের গিয়ে আগে মাস্ক পরতে বলুন। আমি একা মাস্ক পরলেই কি সব সমস্যার সমাধান হবে ?" উত্তর শুনে আর কথা না-বাড়িয়ে নিজের কর্তব্যে ফের অবিচল থাকছে পুলিশ।

আরও পড়ুন : টালাপার্ক 15 পল্লির পুজোয় ভাবনার ভিড়

লালবাজার সূত্রের খবর, রবিবার অর্থাৎ পঞ্চমীতে শহরের রাস্তায় বিনা মাস্কে ঘুরে বেড়ানোর অভিযোগে 198 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সোমবার, ষষ্ঠীর দিন বিকেল তিনটে পর্যন্ত গ্রেফতার হয়েছে 132 জন। বেআইনি গাড়ি পারকিংয়ের অভিযোগে মোট 40টি গাড়ি আটক করা হয়েছে। করোনার বিধিনিষেধ চলাকালীন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় থুতু ফেলার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিন্তু এ সবের পরও কী মানুষের হুঁশ ফিরছে ? বাস্তবের ছবিটা দেখলে, একেবারেই তা মনে হচ্ছে না। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার বলেন, "উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনা মাস্কে ঘুরে বেড়ালে মাস্কও দেওয়া হচ্ছে। তাছাড়াও আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে ৷"

কলকাতা, 11 অক্টোবর : পুজো বলে কথা ৷ মুখে কী আর মাস্ক চলে ? সুতরাং কোভিড বিধিনিষেধকে থোড়াই কেয়ার ৷ হাইকোর্টের নির্দেশ থাকলেও তা বাস্তবে কাজ হচ্ছে না। দূরত্ব বজায় রাখা তো দুরের কথা, মুখে নেই মাস্ক ৷ একাধিক বড় বড় পুজো মণ্ডপে মাস্ক বিলি করা হলেও, অনেক জায়গাতেই তা পালন হচ্ছে না।

কলকাতা হাইকোর্টের তরফে মন্ডপে ঢোকার ক্ষেত্রে ছাড় দিলেও, বলা হয়েছিল মাস্ক মাস্ট ৷ সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। কিন্তু বাকি সব নিয়মকানুন সঠিকভাবে পালিত হলেও, মাস্কের বালাই নেই। পুলিশও সবটা দেখেও চুপ। নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক আধিকারিক জানান, বিনা মাস্কে ঘুরে বেড়ানো লোকজনকে মাস্ক পরতে বললে উত্তেজনা ছড়াচ্ছে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতার রাস্তায় তৃতীয়ার রাত থেকেই মানুষের ঢল। কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও, সিংহভাগ লোকের মুখে নেই মাস্ক। পুলিশের প্রশ্নে উত্তর, "বড্ড গরম। লাইন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। আর এত জন বিনা মাস্কে ঘুরছে। তাদের গিয়ে আগে মাস্ক পরতে বলুন। আমি একা মাস্ক পরলেই কি সব সমস্যার সমাধান হবে ?" উত্তর শুনে আর কথা না-বাড়িয়ে নিজের কর্তব্যে ফের অবিচল থাকছে পুলিশ।

আরও পড়ুন : টালাপার্ক 15 পল্লির পুজোয় ভাবনার ভিড়

লালবাজার সূত্রের খবর, রবিবার অর্থাৎ পঞ্চমীতে শহরের রাস্তায় বিনা মাস্কে ঘুরে বেড়ানোর অভিযোগে 198 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ সোমবার, ষষ্ঠীর দিন বিকেল তিনটে পর্যন্ত গ্রেফতার হয়েছে 132 জন। বেআইনি গাড়ি পারকিংয়ের অভিযোগে মোট 40টি গাড়ি আটক করা হয়েছে। করোনার বিধিনিষেধ চলাকালীন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় থুতু ফেলার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কিন্তু এ সবের পরও কী মানুষের হুঁশ ফিরছে ? বাস্তবের ছবিটা দেখলে, একেবারেই তা মনে হচ্ছে না। কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) শুভঙ্কর সিনহা সরকার বলেন, "উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনা মাস্কে ঘুরে বেড়ালে মাস্কও দেওয়া হচ্ছে। তাছাড়াও আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে ৷"

Last Updated : Oct 11, 2021, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.