কলকাতা, 17 জুন: রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ডেকে পাঠালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ, শনিবার দুপুর 2টোর সময় তাঁকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে বলা হয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে দু’জনের মধ্যে আলোচনা হবে বলে খবর ৷ তাৎপর্যপূর্ণভাবে শনিবার বেলায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তার পরই নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল ৷
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি সামনে আসছে ৷ বিশেষ করে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় শাসক ও বিরোধীদের মধ্য়ে গোলমালের অভিযোগ উঠেছে ৷ গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন ৷ গত বৃহস্পতিবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ বোমাবাজি করা ও গুলি চালানোর অভিযোগ ওঠে ৷ আইএসএফের দাবি, তাঁদের এক কর্মীকে গুলি করে খুন করা হয়েছে ৷ পালটা অভিযোগ তুলেছে তৃণমূলও ৷ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ভাঙড়ে দুই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে ৷
শুক্রবার অগ্নিগর্ভ ভাঙড়ে যান স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেখানে তিনি পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ স্থানীয় মানুষের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন ৷ প্রত্যেকের অভিযোগ শোনেন ৷ অন্যদিকে তাঁর কনভয়ের পথে ভাঙড়ে বোমা উদ্ধার হয় ৷ তাঁর নিরাপত্তারক্ষীকেই রাস্তার পাশ থেকে বোমা সরাতে দেখা যায় ৷ ভাঙড় থেকেই অশান্তি বন্ধ নিয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল ৷
আরও পড়ুন: ভাঙড়ে রাজ্যপালের সামনে তাজা বোমা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হাতে করে সরালেন অন্যত্র
তার পর শনিবার রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যপালের কাছে একাধিক অভিযোগ করেন পঞ্চায়েত ভোট নিয়ে ৷ তার পরই রাজভবন থেকে জানা যায় যে রাজ্যপাল তলব করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে ৷