ETV Bharat / state

গ্রেপ্তার পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহা - Apurba Saha

অপূর্ব সাহার বালিগঞ্জের বাড়িতেও CBI -র একটি দল তল্লাশি চালায় । শেষ পর্যন্ত গ্রেপ্তারি এড়াতে পারলেন না তিনি । তাঁকে গ্রেপ্তার করল CBI ৷

pailan
author img

By

Published : Oct 29, 2019, 11:15 PM IST

বিধাননগর , 29 অক্টোবর : পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহাকে গ্রেপ্তার করল CBI ( সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ) ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ সল্টলেকের CBI অফিসে নিয়ে আসা হয় । পৈলান গ্রুপের বিরুদ্ধে 500 কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে ।

হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, ভ্রমণ ব্যবসার পাশাপাশি চিটফান্ডও ছিল পৈলান গ্রুপের ৷ চিটফান্ড জালিয়াতির অভিযোগেই দীর্ঘদিন অপূর্ব সাহাকে খুঁজছিল CBI । কিন্তু তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না ৷ CBI-এর অভিযোগ, রিয়েল এস্টেট ব্যবসার নামে বাজার থেকে টাকা তুলত পৈলান গোষ্ঠী । সাধারণ মানুষের থেকে প্রায় 500 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে CBI-এর কাছে ।

পৈলানের বিরুদ্ধে তদন্তে নেমে বেশ কয়েকজন পদাধিকারীকে গ্রেপ্তার করেছে CBI । সংস্থার দুই কর্তা ধনঞ্জয়কুমার সিং ও বিপিনকুমার সিং আগেই গ্রেপ্তার হয়েছিলেন । 2018 সালে জুলাই মাসে CBI আধিকারিকরা পৈলান গ্রুপের বিভিন্ন অফিসে তল্লাশি চালান । কলকাতা-সহ অন্যান্য জেলার পৈলান অফিসেও গিয়েছিলেন তাঁরা ৷ কলকাতা, সোনারপুর, আখড়া-সন্তোষপুরের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা ৷ পৈলান গ্রুপের বাঁকুড়া জেলার অফিসেও তল্লাশি চালান CBI আধিকারিকরা । অপূর্ব সাহার বালিগঞ্জের বাড়িতেও CBI -র একটি দল তল্লাশি চালায় । কিন্তু, শেষ পর্যন্ত গ্রেপ্তারি এড়াতে পারলেন না তিনি ।

বিধাননগর , 29 অক্টোবর : পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহাকে গ্রেপ্তার করল CBI ( সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ) ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আজ সল্টলেকের CBI অফিসে নিয়ে আসা হয় । পৈলান গ্রুপের বিরুদ্ধে 500 কোটি টাকা আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে ।

হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, ভ্রমণ ব্যবসার পাশাপাশি চিটফান্ডও ছিল পৈলান গ্রুপের ৷ চিটফান্ড জালিয়াতির অভিযোগেই দীর্ঘদিন অপূর্ব সাহাকে খুঁজছিল CBI । কিন্তু তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না ৷ CBI-এর অভিযোগ, রিয়েল এস্টেট ব্যবসার নামে বাজার থেকে টাকা তুলত পৈলান গোষ্ঠী । সাধারণ মানুষের থেকে প্রায় 500 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে CBI-এর কাছে ।

পৈলানের বিরুদ্ধে তদন্তে নেমে বেশ কয়েকজন পদাধিকারীকে গ্রেপ্তার করেছে CBI । সংস্থার দুই কর্তা ধনঞ্জয়কুমার সিং ও বিপিনকুমার সিং আগেই গ্রেপ্তার হয়েছিলেন । 2018 সালে জুলাই মাসে CBI আধিকারিকরা পৈলান গ্রুপের বিভিন্ন অফিসে তল্লাশি চালান । কলকাতা-সহ অন্যান্য জেলার পৈলান অফিসেও গিয়েছিলেন তাঁরা ৷ কলকাতা, সোনারপুর, আখড়া-সন্তোষপুরের অফিসে তল্লাশি চালান আধিকারিকরা ৷ পৈলান গ্রুপের বাঁকুড়া জেলার অফিসেও তল্লাশি চালান CBI আধিকারিকরা । অপূর্ব সাহার বালিগঞ্জের বাড়িতেও CBI -র একটি দল তল্লাশি চালায় । কিন্তু, শেষ পর্যন্ত গ্রেপ্তারি এড়াতে পারলেন না তিনি ।

Intro:বিধাননগর, ২৯ অক্টোবর: মঙ্গলবার ভুয়ো অর্থলগ্নি সংস্থা পৈলান গ্রুপের চেয়ারম্যান অপূর্ব সাহাকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিবিআই অফিসে নিয়ে আসা হয়। জানা গিয়েছে অপূর্ব সাহার সংস্থার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা অর্থনৈতিক জালিয়াতির অভিযোগ রয়েছে। পৈলানের হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান, ভ্রমন ব্যবসা পাশাপাশি অর্থলগ্নি সংস্থা ছিল সেই জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করে সিবিআই।Body:অনেক দিন ধরেই তার নাগাল পাচ্ছিল না সিবিআই। কিন্তু কিছুতেই চিট ফান্ড সংস্থা পৈলান গোষ্ঠীর চেয়ারম্যানের নাগাল পাচ্ছিলেন না গোয়েন্দারা। সিবিআই-এর অভিযোগ, রিয়েল এস্টেট ব্যবসার নাম করে বাজার থেকে টাকা তুলত পৈলান গোষ্ঠী। ওই বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে থেকে প্রায় পাঁচশো কোটি টাকা তোলার অভিযোগ পেয়েছে সিবিআই।

ওই বেআইনি অর্থ লগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তে নেমে বেশ কয়েকজন পদাধিকারীকে গ্রেফতার করেছে সিবিআই। সংস্থার দুই কর্তা ধনঞ্জয় কুমার সিং ও বিপিন কুমার সিং আগেই গ্রেপ্তার হয়। ২০১৮ সালে জুলাই মাসে সিবিআই অফিসাররা পৈলান গ্রুপের বিভিন্ন অফিসে হানা দেন। পৈলান গ্রুপের কলকাতা, সোনারপুর, আক্রা-সন্তোষপুরের অফিস ছাড়াও বাঁকুড়া জেলাতেও গিয়েছিলেন সিবিআই অফিসাররা। এমনকী, সংস্থার কর্ণধার অপূর্ব সাহার বালিগঞ্জের বাড়িতেও সিবিআইয়ের একটি দল তল্লাশি চালায়। শত চেষ্টাতেও অবশ্য গ্রেফতারি এড়াতে পারলেন না তিনি।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.