ETV Bharat / state

Scientist Bikash Sinha: প্রয়াত পরমাণু বিজ্ঞানী পদ্মভূষণ বিকাশ সিনহা

Scientist Bikash Sinha Dead: প্রয়াত বিজ্ঞানী বিকাশ সিনহা ৷ বার্ধক্যজনিত অসুস্থতার জেরে 78 বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পদার্থ বিজ্ঞানে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি ৷

author img

By

Published : Aug 11, 2023, 12:15 PM IST

Updated : Aug 11, 2023, 1:01 PM IST

Bikash Sinha ETV BHARAT
Bikash Sinha

কলকাতা, 11 অগস্ট: পদার্থ বিজ্ঞানের গবেষক তথা পরমাণু বিজ্ঞানী পদ্মভূষণপ্রাপ্ত বিকাশ সিনহার জীবনাবসান ৷ শুক্রবার সকালে মিন্টো পার্কের কাছে তাঁর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 78 বছর ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পদ্মভূষণে সম্মানিত এই বিজ্ঞানী ৷ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিছুদিন আগে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গিয়েছে ৷ বিজ্ঞান জগতে এই নক্ষত্রপতনে শোকেরছায়া বিজ্ঞানীমহলে ৷ তাঁর প্রয়াণে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বিজ্ঞানীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘মহান বিজ্ঞানী বিকাশ সিনহার অকাল প্রয়াণে শোকাহত ৷ বাংলার এক কৃতী সন্তান, এই প্রতিভাবান পরমাণু ও পদার্থবিজ্ঞানী শুধুমাত্র জ্ঞানের জগতেই নয় ৷ বর্তমান জনজীবনে তাঁর অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন ৷ 2022 সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ পুরস্কার 'বঙ্গবিভূষণ' প্রদান করেছিলাম ৷ মঞ্চে তাঁর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল ৷ আমরা তাঁকে 2022 সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করেছিলাম ৷ আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব, ছাত্র এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই ৷’’

  • Saddened to know about the untimely demise of the great scientist Bikash Sinha. An illustrious son of Bengal, this talented nuclear physicist made us proud by his contributions to not only the world of knowledge but also the ongoing public life. We could confer on him our highest…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুর্শিদাবাদের কান্দিতে 1945 সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন বিকাশ সিনহা ৷ কলকাতার স্কটিশ চার্চ কলিজিয়েট স্কুল থেকে পড়াশোনার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি ৷ সেখান থেকেই শুরু পদার্থ ও পারমাণবিক বিজ্ঞানের প্রতি ভালোবাসা ৷ দীর্ঘদিন ধরে ভারতের পরমাণু পরীক্ষণ থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ নিয়েছিলেন তিনি ৷ ভাবা অ্যাটমিক সেন্টার এবং ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের সঙ্গেও যুক্তছিলেন বিজ্ঞানী বিকাশ সিনহা ৷

আরও পড়ুন: দেখনদারির থেকেও রবীন্দ্রনাথকে বোঝা বড্ড জরুরি, বাইশে শ্রাবণে বার্তা জয়তী চক্রবর্তীর

প্রেসিডেন্সি থেকে স্নাতকোত্তর পাশ করার পর কেমব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেন বিকাশ সিনহা ৷ 1989 সালে পদার্থবিজ্ঞানে তাঁর অসামান্য গবেষণার স্বীকৃতি হিসাবে ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো নির্বাচিত হন তিনি ৷ 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন বিকাশ সিনহা ৷ 2009 সালে দ্বিতীয়বারের জন্য ওই পদে মনোনীত হন তিনি ৷ এর পর 2010 সালে পদ্মভূষণ পান ভারতীয় তথা বাঙালি এই বিজ্ঞানী ৷

2001 সালে ড. রাজা রমনা পুরস্কার এবং পান্ডা এন্ডোমেন্ট লেকচার অ্যাওয়ার্ড এবং রইস আহমেদ মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিকাশ সিনহাকে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন তিনি ৷ খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সিনেটের সদস্য হয়েছিলেন ৷ সম্প্রতি বিকাশ সিনহা ইনস্টিটিউট অব ফিজিক্স, ইউকে-এর ফেলো নির্বাচিত হয়েছিলেন ৷ এই সমস্ত নিয়মিত দায়িত্ব ছাড়াও, 2003 সালের ফেব্রুয়ারি-ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারত সরকারের মন্ত্রিপরিষদের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সদস্য পদে কাজ করেছেন ৷ পদার্থবিদ্যায় এক্সিলেন্সের জন্য আরডি বিড়লা পুরস্কার 2002 পুরস্কারে সম্মানিত হন বিজ্ঞানী বিকাশ সিনহা ৷

কলকাতা, 11 অগস্ট: পদার্থ বিজ্ঞানের গবেষক তথা পরমাণু বিজ্ঞানী পদ্মভূষণপ্রাপ্ত বিকাশ সিনহার জীবনাবসান ৷ শুক্রবার সকালে মিন্টো পার্কের কাছে তাঁর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বয়স হয়েছিল 78 বছর ৷ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পদ্মভূষণে সম্মানিত এই বিজ্ঞানী ৷ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি ৷ কিছুদিন আগে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গিয়েছে ৷ বিজ্ঞান জগতে এই নক্ষত্রপতনে শোকেরছায়া বিজ্ঞানীমহলে ৷ তাঁর প্রয়াণে টুইটে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বিজ্ঞানীর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘মহান বিজ্ঞানী বিকাশ সিনহার অকাল প্রয়াণে শোকাহত ৷ বাংলার এক কৃতী সন্তান, এই প্রতিভাবান পরমাণু ও পদার্থবিজ্ঞানী শুধুমাত্র জ্ঞানের জগতেই নয় ৷ বর্তমান জনজীবনে তাঁর অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন ৷ 2022 সালে আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ পুরস্কার 'বঙ্গবিভূষণ' প্রদান করেছিলাম ৷ মঞ্চে তাঁর উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছিল ৷ আমরা তাঁকে 2022 সালে ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’-এ সম্মানিত করেছিলাম ৷ আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব, ছাত্র এবং অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই ৷’’

  • Saddened to know about the untimely demise of the great scientist Bikash Sinha. An illustrious son of Bengal, this talented nuclear physicist made us proud by his contributions to not only the world of knowledge but also the ongoing public life. We could confer on him our highest…

    — Mamata Banerjee (@MamataOfficial) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুর্শিদাবাদের কান্দিতে 1945 সালে ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন বিকাশ সিনহা ৷ কলকাতার স্কটিশ চার্চ কলিজিয়েট স্কুল থেকে পড়াশোনার পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি ৷ সেখান থেকেই শুরু পদার্থ ও পারমাণবিক বিজ্ঞানের প্রতি ভালোবাসা ৷ দীর্ঘদিন ধরে ভারতের পরমাণু পরীক্ষণ থেকে শুরু করে কোয়ান্টাম ফিজিক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ নিয়েছিলেন তিনি ৷ ভাবা অ্যাটমিক সেন্টার এবং ভেরিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারের সঙ্গেও যুক্তছিলেন বিজ্ঞানী বিকাশ সিনহা ৷

আরও পড়ুন: দেখনদারির থেকেও রবীন্দ্রনাথকে বোঝা বড্ড জরুরি, বাইশে শ্রাবণে বার্তা জয়তী চক্রবর্তীর

প্রেসিডেন্সি থেকে স্নাতকোত্তর পাশ করার পর কেমব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেন বিকাশ সিনহা ৷ 1989 সালে পদার্থবিজ্ঞানে তাঁর অসামান্য গবেষণার স্বীকৃতি হিসাবে ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির ফেলো নির্বাচিত হন তিনি ৷ 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন বিকাশ সিনহা ৷ 2009 সালে দ্বিতীয়বারের জন্য ওই পদে মনোনীত হন তিনি ৷ এর পর 2010 সালে পদ্মভূষণ পান ভারতীয় তথা বাঙালি এই বিজ্ঞানী ৷

2001 সালে ড. রাজা রমনা পুরস্কার এবং পান্ডা এন্ডোমেন্ট লেকচার অ্যাওয়ার্ড এবং রইস আহমেদ মেমোরিয়াল লেকচার অ্যাওয়ার্ড প্রদান করা হয় বিকাশ সিনহাকে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন তিনি ৷ খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সিনেটের সদস্য হয়েছিলেন ৷ সম্প্রতি বিকাশ সিনহা ইনস্টিটিউট অব ফিজিক্স, ইউকে-এর ফেলো নির্বাচিত হয়েছিলেন ৷ এই সমস্ত নিয়মিত দায়িত্ব ছাড়াও, 2003 সালের ফেব্রুয়ারি-ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ভারত সরকারের মন্ত্রিপরিষদের বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির সদস্য পদে কাজ করেছেন ৷ পদার্থবিদ্যায় এক্সিলেন্সের জন্য আরডি বিড়লা পুরস্কার 2002 পুরস্কারে সম্মানিত হন বিজ্ঞানী বিকাশ সিনহা ৷

Last Updated : Aug 11, 2023, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.