ETV Bharat / state

পি কে ব্যানার্জির অবস্থা সংকটজনক, রয়েছেন ভেন্টিলেশনে

দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্নায়ুর সমস্যায় । চার দিন ধরে ছিলেন ICU-তে । আজ অবস্থার অবনতি হওয়ায় পি কে ব্যানার্জিকে দেওয়া হয়েছে ভেন্টিলেশনে ।

pk_banerjee
পি কে ব্যানার্জি
author img

By

Published : Mar 3, 2020, 2:47 AM IST

Updated : Mar 3, 2020, 7:12 AM IST

কলকাতা, 3 মার্চ : গুরুতর অসুস্থ ভারতীয় ফুটবলার পি কে ব্যানার্জি । চার দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । রাখা হয়েছে ভেন্টিলেশনে ।

গত দেড়মাস ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন । চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভরতি হন । দিন পনেরো সেখানে চিকিৎসার পর বাড়িতে ফেরেন । কিন্তু গত মাসের 28 তারিখ ফের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । গত চারদিন ধরে সেখানেই ICU-তে রয়েছেন কিংবদন্তি এই ফুটবলার । আজ দুপুরে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে ।

83 বছর বয়স । শরীরে বার্ধক্যজনিত সমস্যা থাকার পাশাপাশি রয়েছে ফুসফুসের সমস্যাও । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার নন্দিনী বিশ্বাস, তন্ময় বন্দ্যোপাধ্যায়, স্নায়ুরোগ বিশারদ এল এন ত্রিপাঠি, ডাক্তার সুনন্দ বসু । তাঁর অবস্থা যে সংকটজনক তা মেডিকেল বুলেটিনে বলা হয়েছে । অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক ভাবে হচ্ছে না তাঁর ।

বেশ কয়েকবছর ধরেই এই কিংবদন্তী ফুটবলার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন । আগে বাড়ি থেকে বেরিয়ে সামনের মাঠে হাঁটতে যেতেন । কিন্তু হাঁটুর সমস্যা বেড়ে যাওয়ায় বর্তমানে একেবারেই ঘরবন্দী ছিলেন । তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসেছেন শুভানুধ্যায়ীরা । রয়েছেন দুই মেয়ে ও ভাই প্রসূন ব্যানার্জি ।

কলকাতা, 3 মার্চ : গুরুতর অসুস্থ ভারতীয় ফুটবলার পি কে ব্যানার্জি । চার দিন ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । রাখা হয়েছে ভেন্টিলেশনে ।

গত দেড়মাস ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন । চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভরতি হন । দিন পনেরো সেখানে চিকিৎসার পর বাড়িতে ফেরেন । কিন্তু গত মাসের 28 তারিখ ফের হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । গত চারদিন ধরে সেখানেই ICU-তে রয়েছেন কিংবদন্তি এই ফুটবলার । আজ দুপুরে অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয়েছে ।

83 বছর বয়স । শরীরে বার্ধক্যজনিত সমস্যা থাকার পাশাপাশি রয়েছে ফুসফুসের সমস্যাও । তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার নন্দিনী বিশ্বাস, তন্ময় বন্দ্যোপাধ্যায়, স্নায়ুরোগ বিশারদ এল এন ত্রিপাঠি, ডাক্তার সুনন্দ বসু । তাঁর অবস্থা যে সংকটজনক তা মেডিকেল বুলেটিনে বলা হয়েছে । অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক ভাবে হচ্ছে না তাঁর ।

বেশ কয়েকবছর ধরেই এই কিংবদন্তী ফুটবলার বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন । আগে বাড়ি থেকে বেরিয়ে সামনের মাঠে হাঁটতে যেতেন । কিন্তু হাঁটুর সমস্যা বেড়ে যাওয়ায় বর্তমানে একেবারেই ঘরবন্দী ছিলেন । তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসেছেন শুভানুধ্যায়ীরা । রয়েছেন দুই মেয়ে ও ভাই প্রসূন ব্যানার্জি ।

Last Updated : Mar 3, 2020, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.