ETV Bharat / state

উত্তীর্ণ স্টেডিয়ামে হচ্ছে অক্সিজেন পার্লার

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে । এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে । যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন ।

author img

By

Published : May 1, 2021, 10:16 AM IST

উত্তীর্ণ স্টেডিয়াম
উত্তীর্ণ স্টেডিয়াম

কলকাতা, 1 মে : লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । করোনার দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর বন্যা শুরু হয়েছে । তার সঙ্গে অক্সিজেনের আকাল তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বহু রোগী হাসপাতালে ভর্তি করতে পারছে না । হাসপাতাল গুলিতে তিল ধারণের জায়গা নেই । অনেক ক্ষেত্রেই করোনায় আক্রান্তদের বাড়িতে রাখতে পারছেন না পরিবারের সদস্যরা । তার কারণ মিলছেনা অক্সিজেন পরিষেবা । অক্সিজেনের জন্য রোগীরা হাসপাতালে গেলে মিলছেনা বেড । ফলে সমস্যা আরও সংকটজনক হয়ে উঠেছে । এই পরিস্থিতি সামাল দিতেই অক্সিজেন পার্লাল চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ।

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে । এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে । যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন । রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন উত্তীর্ণ স্টেডিয়াময়ের একাংশে তৈরি করা হবে এই অক্সিজেন পার্লার । বেশ কয়েকটি বেড থাকবে । রাখা থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা । নার্স ও জুনিয়র ডাক্তারা থাকবেন যারা রোগীদের অক্সিজেন দেবে । আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট কেটে গিয়ে যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ অক্সিজেন পরিষেবা দেওয়া হবে ৷

উত্তীর্ণ স্টেডিয়াম পরিদর্শনে যাবেন ফিরহাদ হাকিম

আজ রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উক্তীর্ণ স্টেডিয়ামে পরিদর্শনে যাবেন । স্টেডিয়ামের কোন অংশে এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে তা দেখবেন তিনি । ইতিমধ্যেই তিনি এই বিষয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । যত দ্রুত সম্ভব এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, 1 মে : লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ । করোনার দ্বিতীয় তরঙ্গে মৃত্যুর বন্যা শুরু হয়েছে । তার সঙ্গে অক্সিজেনের আকাল তৈরি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বহু রোগী হাসপাতালে ভর্তি করতে পারছে না । হাসপাতাল গুলিতে তিল ধারণের জায়গা নেই । অনেক ক্ষেত্রেই করোনায় আক্রান্তদের বাড়িতে রাখতে পারছেন না পরিবারের সদস্যরা । তার কারণ মিলছেনা অক্সিজেন পরিষেবা । অক্সিজেনের জন্য রোগীরা হাসপাতালে গেলে মিলছেনা বেড । ফলে সমস্যা আরও সংকটজনক হয়ে উঠেছে । এই পরিস্থিতি সামাল দিতেই অক্সিজেন পার্লাল চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ।

উত্তীর্ণ স্টেডিয়ামে ইতিমধ্যেই সেফহোম শুরু করা হয়েছে । এবার সেই উক্তীর্ণ স্টেডিয়ামেই অক্সিজেন পার্লার চালু করা হবে । যেসব করোনা আক্রান্ত ব্যক্তিরা বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন তারা এই অক্সিজেন পার্লারে এসে অক্সিজেন নিতে পারবেন । রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন উত্তীর্ণ স্টেডিয়াময়ের একাংশে তৈরি করা হবে এই অক্সিজেন পার্লার । বেশ কয়েকটি বেড থাকবে । রাখা থাকবে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা । নার্স ও জুনিয়র ডাক্তারা থাকবেন যারা রোগীদের অক্সিজেন দেবে । আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট কেটে গিয়ে যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণ অক্সিজেন পরিষেবা দেওয়া হবে ৷

উত্তীর্ণ স্টেডিয়াম পরিদর্শনে যাবেন ফিরহাদ হাকিম

আজ রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম উক্তীর্ণ স্টেডিয়ামে পরিদর্শনে যাবেন । স্টেডিয়ামের কোন অংশে এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে তা দেখবেন তিনি । ইতিমধ্যেই তিনি এই বিষয়ে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন । যত দ্রুত সম্ভব এই অক্সিজেন পার্লার তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি ।

আরও পড়ুন: ভোটগণনার দিন রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.