ETV Bharat / state

কাল থেকে শহরে সব সেফহোমে অক্সিজেন কনসেনট্রেটর - সেফহোম

কলকাতা পৌর নিগমের 26 টি অ্যাম্বুলেন্স কাজ করছে করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিতে। এবার সেই 26 টি অ্যাম্বুলেন্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার । করোনা আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হলে সেই অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছে যাবে ৷

অক্সিজেন কনসেনট্রেটর
ছবি
author img

By

Published : May 7, 2021, 10:16 PM IST

কলকাতা, 7 মে : আগামীকাল থেকেই শহরের সব সেফহোম থাকবে অক্সিজেন কনসেনট্রেটর । সেফহোমগুলিতে অক্সিজেনের জোগান দিতে পঁচিশটি অক্সিজেন কনসেনট্রেটর চলে এসেছে কলকাতা পৌরনিগমের কাছে । অক্সিজেন কনসেনট্রেটরগুলি শহরের বিভিন্ন সেফহোমে পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম । করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন রোগীরা । অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছে আক্রান্তের আত্মীয় পরিজনেরা । পরিস্থিতি সামাল দিতে কলকাতা পৌরনিগম বেশ কয়েকটি সেফহোম শুরু করেছে শহরের বিভিন্ন প্রান্তে । এবার সেই সেফহোমগুলিতে আক্রান্ত রোগীদের অক্সিজেন দিতে কলকাতা পৌরনিগম এই অক্সিজেন কনসেনট্রেটর ব্যবস্থা করেছে । আরও দেড়'শোটি অক্সিজেন কনসেনট্রেটর আনা হচ্ছে সেফহোমগুলির জন্য । সেই সঙ্গেই বেশ কয়েকটি সেফহোমে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেনের সরবরাহের কাজ শেষ হয়ে গিয়েছে।

এবার থেকে কলকাতা পৌরনিগমের অ্যাম্বুলেন্স গুলিতেও মিলবে অক্সিজেন পরিষেবা । কলকাতা পৌর নিগমের 26 টি অ্যাম্বুলেন্স কাজ করছে করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিতে। এবার সেই 26 টি অ্যাম্বুলেন্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার । করোনা আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হলে সেই অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছে যাবে ৷ তাকে অক্সিজেন দিয়ে অক্সিজেন পার্লারগুলোতে নিয়ে আসবে । সেখানে এনে অক্সিজেন দেওয়া হবে । যদি শারীরিক অসুস্থতা সঙ্কটজনক হয় হাসপাতালে ভর্তি করা হবে । কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে এই অক্সিজেন সহ এম্বুলেন্স।

আরও পড়ুন : অক্সিজেন সঙ্কটে ভারতের পাশে রোমানিয়া

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ও রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌর নিগমের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কনসেনট্রেটার চলে আসার পর প্রয়োজনে লোনে দিয়ে দেওয়া হবে অক্সিজেন কনসালটেন্টের । রোগীরা চাইলে বাড়িতেই পেয়ে যাবে অক্সিগেন কনসেনট্রেটার।

আজ তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন কেন্দ্রীয় সরকারের জন্য এই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে কোভিড ভ্যাকসিন আসছে না । রাজ্য সরকার 3 কোটি ভ্যাকসিন চেয়েছে কেন্দ্রের কাছে । সেখানে কেন্দ্র সরকার কখন এক লাখ কখন, কখনো তিন লাখ ভ্যাকসিন পাঠাচ্ছে রাজ্যে । এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আগামীকাল শুধু দ্বিতীয় ডোজ দেওয়ার মতোই ভ্যাকসিন রয়েছে সরকারের কাছে । সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে । কেন্দ্র সরকারের দ্বিচারিতার জন্যই রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে দিন প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি ।

কলকাতা, 7 মে : আগামীকাল থেকেই শহরের সব সেফহোম থাকবে অক্সিজেন কনসেনট্রেটর । সেফহোমগুলিতে অক্সিজেনের জোগান দিতে পঁচিশটি অক্সিজেন কনসেনট্রেটর চলে এসেছে কলকাতা পৌরনিগমের কাছে । অক্সিজেন কনসেনট্রেটরগুলি শহরের বিভিন্ন সেফহোমে পৌঁছে দেবে কলকাতা পৌরনিগম । করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছেন রোগীরা । অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছে আক্রান্তের আত্মীয় পরিজনেরা । পরিস্থিতি সামাল দিতে কলকাতা পৌরনিগম বেশ কয়েকটি সেফহোম শুরু করেছে শহরের বিভিন্ন প্রান্তে । এবার সেই সেফহোমগুলিতে আক্রান্ত রোগীদের অক্সিজেন দিতে কলকাতা পৌরনিগম এই অক্সিজেন কনসেনট্রেটর ব্যবস্থা করেছে । আরও দেড়'শোটি অক্সিজেন কনসেনট্রেটর আনা হচ্ছে সেফহোমগুলির জন্য । সেই সঙ্গেই বেশ কয়েকটি সেফহোমে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেনের সরবরাহের কাজ শেষ হয়ে গিয়েছে।

এবার থেকে কলকাতা পৌরনিগমের অ্যাম্বুলেন্স গুলিতেও মিলবে অক্সিজেন পরিষেবা । কলকাতা পৌর নিগমের 26 টি অ্যাম্বুলেন্স কাজ করছে করোনা আক্রান্ত রোগীদের পরিষেবা দিতে। এবার সেই 26 টি অ্যাম্বুলেন্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার । করোনা আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট হলে সেই অ্যাম্বুলেন্স রোগীর কাছে পৌঁছে যাবে ৷ তাকে অক্সিজেন দিয়ে অক্সিজেন পার্লারগুলোতে নিয়ে আসবে । সেখানে এনে অক্সিজেন দেওয়া হবে । যদি শারীরিক অসুস্থতা সঙ্কটজনক হয় হাসপাতালে ভর্তি করা হবে । কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন করলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে এই অক্সিজেন সহ এম্বুলেন্স।

আরও পড়ুন : অক্সিজেন সঙ্কটে ভারতের পাশে রোমানিয়া

কলকাতা পৌর নিগমের মুখ্য প্রশাসক ও রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন কলকাতা পৌর নিগমের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কনসেনট্রেটার চলে আসার পর প্রয়োজনে লোনে দিয়ে দেওয়া হবে অক্সিজেন কনসালটেন্টের । রোগীরা চাইলে বাড়িতেই পেয়ে যাবে অক্সিগেন কনসেনট্রেটার।

আজ তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন কেন্দ্রীয় সরকারের জন্য এই রাজ্যে পর্যাপ্ত পরিমাণে কোভিড ভ্যাকসিন আসছে না । রাজ্য সরকার 3 কোটি ভ্যাকসিন চেয়েছে কেন্দ্রের কাছে । সেখানে কেন্দ্র সরকার কখন এক লাখ কখন, কখনো তিন লাখ ভ্যাকসিন পাঠাচ্ছে রাজ্যে । এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন আগামীকাল শুধু দ্বিতীয় ডোজ দেওয়ার মতোই ভ্যাকসিন রয়েছে সরকারের কাছে । সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দিতে হবে । কেন্দ্র সরকারের দ্বিচারিতার জন্যই রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে দিন প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.