কলকাতা, 1 জুন : লকডাউনের আজ 69তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
- আজ থেকেই মন্দির, মসজিদ সহ রাজ্যের সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ তাই সোমবার সকালেই কালীঘাট মন্দিরে পৌঁছে যান ভক্তরা ৷ মন্দির বন্ধ থাকায় দরজার এপার থেকেই পুজো, প্রার্থনা করতে দেখা গেল সাধারণ মানুষকে ৷