কলকাতা, 29 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস চালানোর পক্ষে মত দিলেও রাজি হয়নি বাস সংগঠনগুলি । ভর্তুকিবিহীন বাস চালাতে রাজি নয় বলেই আজ সাফ জানিয়ে দিল বাস মালিকরা ।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "এটা কতটা সম্ভব হবে জানা নেই । বাস মালিকদের পক্ষে এই শর্ত মেনে নিয়ে গাড়ি চালানো অসম্ভব । 2018 সালে সরকারের তরফে সর্বশেষ যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল তাতে আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গাড়ি চালাতে খুব কষ্ট করতে হত । এর ফলে পরিবহন শিল্প এমনিতেই ধুঁকছে । এবার গ্রিন জ়োনে যদি একটি 50 আসনের বাসে মোটে 20 জন যাত্রী নিয়ে পরিষেবা দেয় তাহলে বর্তমান ভাড়া তিনগুণ বৃদ্ধি করতে হবে । তাই আমাদের অনুরোধ, 20 জন নিয়ে বাস চালাতে হলে ভাড়াও সামঞ্জস্যপূর্ণ করতে হবে । নয়তো, যে আটটি জেলা গ্রিন জ়োনের মধ্যে পড়ছে সেই জেলাগুলিতে সরকারের তরফে বেসরকারি বাস অধিগ্রহণ করে চালানো যেতে পারে। যেভাবে নির্বাচনের সময় বেসরকারি বাসগুলি সরকারিভাবে অধিগ্রহণ করে চালানো হয়ে থাকে সেভাবে ।"
পাশাপাশি জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, "মাত্র 20জন যাত্রী নিয়ে গাড়ি চালালে আমাদের জ্বালানি খরচই উঠবে না । এভাবে গাড়ি চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে । বাসের রক্ষণাবেক্ষণ, বিভিন্ন ধরণের ট্যাক্স, কর্মীদের বেতন ও জ্বালানি খরচ নিয়ে একটি বাসের পিছনে বিপুল খরচ হয় । তাই মাত্র 20জন যাত্রী নিয়ে গাড়ি চালানো সম্ভব নয় । দিনের শেষে খরচ তুলতে না পারলে বাস চালিয়ে কোনও লাভ নেই ।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাসগুলিকে স্যানিটাইজ় করতে হবে । তবে যে বেসরকারি বাসগুলি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে তার বেশিরভাগেরই একবারও বিধি মেনে স্যানিটাইজ় করানো হয়নি । স্যানিটাইজ় করার দায়িত্ব বাস মালিকদের উপর পড়লে সেটা তাঁদের পক্ষে সম্ভব হবে না । কারণ তাঁদের কাছে সেই পরিকাঠামো নেই যাতে তাঁরা বিধিনিয়ম মেনে বাসগুলিকে স্যানিটাইজ় করতে সক্ষম হবেন ।
তাপনবাবু বলেন, "আমাদের ভর্তুকি দেওয়ার কেউ নেই । বাস মালিকদের সব খরচ মিটিয়ে বাস চালাতে হয় । এমনিতেই এখন ট্রেন বন্ধ, স্কুল-কলেজ, অফিস-সহ সব কিছু বন্ধ রয়েছে তাই সেক্ষেত্রে আমাদের হয়তো সারাদিনে 20জন যাত্রীও হবে না । তাই যদি সরকার ভর্তুকি দেন তাহলে বাস মালিকরা বাস চালাতে সক্ষম হবেন ।"
প্রসঙ্গত, গ্রিন জ়োনে বাস ও ট্যাক্সি চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতাকল নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রিন জ়োনে চলবে বেসরকারি বাস । তবে 20জনের বেশি যাত্রী বহন করা যাবে না । পাশাপাশি গ্রিন জ়োনে চলবে হলুদ ট্যাক্সি ও গতিধারার গাড়িগুলিও । তবে জেলার মধ্যেই সীমাবন্ধ রাখতে হবে সেই জেলার বাস । এর জেরে পরিস্থিতি খারাপ হলে বন্ধ করা হতে পারে বাস পরিষেবা ।