ETV Bharat / state

TMC Organizational Election : বুধে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, জাতীয় কর্মসমিতি নিয়ে চলছে জল্পনা - Organizational Election of TMC will be held on wednesday

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার সকাল 11টা থেকে শুরু হবে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন (TMC Organizational Election) প্রক্রিয়া

TMC Organizational Election
বুধে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন
author img

By

Published : Feb 1, 2022, 8:46 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: পাঁচ বছর পর বুধবার ফের অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন (Organizational Election of TMC will be held on wednesday) । তৃণমূল সূত্রে খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল 11টা থেকে শুরু হবে তৃণমূলের এই সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া ৷ তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত ডেলিগেটদের ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সকাল 11টা থেকে শুরু হয়ে যাবে সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া । তার আগে স্টেডিয়ামের বাইরে থেকে ভিতরে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত আমন্ত্রিতদের । মূলত দলের সাংসদ, বিধায়ক, পৌরসভার প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, দলীয় পদাধিকারী, শাখা সংগঠনের প্রধানরাই হবেন এই ডেলিগেটস । আর সামগ্রিকভাবে সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় রেফারি তথা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি থাকবেন পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকরা ।

এদিন প্রথম ধাপে মূলত দলের সদস্যদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তৃণমূল সভানেত্রীকে পদে নির্বাচিত করা হবে ৷ এরপর, জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা, সভানেত্রীর ক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক বিষয় নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দলের ভিতরে আলোচনা ও নির্বাচন প্রক্রিয়া চলবে । এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় কর্মসমিতিতে কারা ঢুকবেন সেই বিষয়টি চূড়ান্ত হবে ৷ কারা জায়গা পাবেন এই কমিটিতে তা নিয়ে জল্পনা চলছে ৷

আরও পড়ুন : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার

জাতীয় কর্মসমিতিতে নতুন মুখ হিসেবে একাধিক নেতা নেত্রীর নাম উঠে আসছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, সুস্মিতা দেব, মুকুল সাংমারাদের নাম ৷ নির্বাচনের পর ওই মঞ্চ থেকে একাধিক নতুন ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই এই নির্বাচনের জন্য সেজে উঠেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম । স্টেডিয়ামের ফ্লোরে ডেলিগেটদের জন্য দূরত্ববিধি মেনে বসার ব্যবস্থা করা হয়েছে । স্টেডিয়ামের ভিতরে থাকছে পাশাপাশি তিনটি মঞ্চ ৷ মূলমঞ্চে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ স্তরের হাতেগোনা কয়েকজন নেতা থাকতে পারেন এই মঞ্চে । পাশের মঞ্চে বসবেন দলের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা তৃণমূলের নেতৃবৃন্দ । অন্য একটি মঞ্চে সমাজের বিশিষ্ট মানুষজনের বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

যেহেতু করোনা পরিস্থিতিতে গোটা অনুষ্ঠান হচ্ছে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে করোনাবিধি মেনে চলার উপর ৷ সংবাদমাধ্যমের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরের মূল মঞ্চ তেরঙা কাপড়ে সুসজ্জিত করা হয়েছে । মূলমঞ্চের ব্যাকগ্রাউন্ডে থাকবে একটি ব্যানার । প্রত্যেকের মাস্ক পরে আসা বাধ্যতামূলক ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি: পাঁচ বছর পর বুধবার ফের অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন (Organizational Election of TMC will be held on wednesday) । তৃণমূল সূত্রে খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল 11টা থেকে শুরু হবে তৃণমূলের এই সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া ৷ তার আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত ডেলিগেটদের ।

তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সকাল 11টা থেকে শুরু হয়ে যাবে সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া । তার আগে স্টেডিয়ামের বাইরে থেকে ভিতরে প্রবেশের অনুমতি পত্র সংগ্রহ করতে হবে সমস্ত আমন্ত্রিতদের । মূলত দলের সাংসদ, বিধায়ক, পৌরসভার প্রতিনিধি, জেলা পরিষদ সদস্য, দলীয় পদাধিকারী, শাখা সংগঠনের প্রধানরাই হবেন এই ডেলিগেটস । আর সামগ্রিকভাবে সমস্ত নির্বাচন প্রক্রিয়ায় রেফারি তথা রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি থাকবেন পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকরা ।

এদিন প্রথম ধাপে মূলত দলের সদস্যদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের তৃণমূল সভানেত্রীকে পদে নির্বাচিত করা হবে ৷ এরপর, জাতীয় কর্মসমিতির সদস্য সংখ্যা, সভানেত্রীর ক্ষমতা বৃদ্ধি-সহ একাধিক বিষয় নিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দলের ভিতরে আলোচনা ও নির্বাচন প্রক্রিয়া চলবে । এখনও পর্যন্ত তৃণমূল সূত্রে যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হওয়ার পর জাতীয় কর্মসমিতিতে কারা ঢুকবেন সেই বিষয়টি চূড়ান্ত হবে ৷ কারা জায়গা পাবেন এই কমিটিতে তা নিয়ে জল্পনা চলছে ৷

আরও পড়ুন : ‘পেগাসাস স্পিন বাজেট’, কটাক্ষ মমতার

জাতীয় কর্মসমিতিতে নতুন মুখ হিসেবে একাধিক নেতা নেত্রীর নাম উঠে আসছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো, সুস্মিতা দেব, মুকুল সাংমারাদের নাম ৷ নির্বাচনের পর ওই মঞ্চ থেকে একাধিক নতুন ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যেই এই নির্বাচনের জন্য সেজে উঠেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম । স্টেডিয়ামের ফ্লোরে ডেলিগেটদের জন্য দূরত্ববিধি মেনে বসার ব্যবস্থা করা হয়েছে । স্টেডিয়ামের ভিতরে থাকছে পাশাপাশি তিনটি মঞ্চ ৷ মূলমঞ্চে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দলের শীর্ষ স্তরের হাতেগোনা কয়েকজন নেতা থাকতে পারেন এই মঞ্চে । পাশের মঞ্চে বসবেন দলের গুরুত্বপূর্ণ পদাধিকারী এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা তৃণমূলের নেতৃবৃন্দ । অন্য একটি মঞ্চে সমাজের বিশিষ্ট মানুষজনের বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

যেহেতু করোনা পরিস্থিতিতে গোটা অনুষ্ঠান হচ্ছে তাই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে করোনাবিধি মেনে চলার উপর ৷ সংবাদমাধ্যমের জন্য আলাদা একটি জায়গা করা হয়েছে । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরের মূল মঞ্চ তেরঙা কাপড়ে সুসজ্জিত করা হয়েছে । মূলমঞ্চের ব্যাকগ্রাউন্ডে থাকবে একটি ব্যানার । প্রত্যেকের মাস্ক পরে আসা বাধ্যতামূলক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.